রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ০২ মার্চ ২০২৪ ২০ : ৫৪Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে চেয়ার, টেবিল সহ নানা আসবাব। প্লাস্টিক যন্ত্রণা থেকে মুক্তির উপায় কী, গোটা বিশ্ব জুড়ে চলছে এই খোঁজ। ঠিক তখনই বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহারে নজির গড়েছে হুগলির উত্তরপাড়া পুরসভা। গড়ে তোলা হয়েছে বর্জ্য প্লাস্টিক প্রক্রিয়াকরণ প্লান্ট। প্রথমে সেখানে বর্জ্য প্লাস্টিক রিসাইক্লিং করে পুনর্ব্যবহারযোগ্য দানায় রূপান্তরিত করা হচ্ছে। তার পরে সেই দানা গুলিকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা ধরনের আসবাব। সমগ্র প্রক্রিয়া শুরু হয়েছে পুরসভার সাফাই কর্মীদের সক্রিয় সহযোগিতায়। সাফাই কর্মীদের দ্বারা সংলগ্ন ৬ টি পুরসভার সমস্ত বর্জ্য পদার্থ নিয়ে আসা হয় উত্তরপাড়ার প্ল্যান্টে। সেখানে শুরুতে বর্জ্য পৃথকীকরণের কাজ করা হয়। প্লাস্টিককে আলাদা করে জেলার পর শুরু হয় মেশিন এবং মানুষের সম্মিলিত কাজ। মেশিনের কনভেয়ার বেল্টের মাধ্যমে সে বর্জ্য পদার্থ এগিয়ে যায় প্রক্রিয়াকরণের রাস্তায়। প্লাস্টিকের মধ্যে লেগে থাকা মাটি ও অন্যান্য জিনিস সরিয়ে পরিষ্কার করে শুধুমাত্র প্লাস্টিকগুলিকে আলাদা করে নেওয়া হয়। পৃথকীকরণ হয়ে গেলে তা পৌঁছয় দ্বিতীয় পর্যায়। সেখানে বড় বড় প্লাস্টিক টুকরো হয়ে ছোট ছোট প্লাস্টিকের আকারে অন্য মেশিনের মধ্যে পৌঁছয়। সেই মেশিন থেকেই টুকরো প্লাস্টিক থেকে রিসাইকেল অর্থাৎ ব্যবহারযোগ্য দানা তৈরি হয়। একেবারে শেষ পর্যায় সেই প্লাস্টিকের দানা পৌঁছে দেওয়া হয় কারখানায়। দানা ব্যবহার করে সেখানে তৈরি করা হয় বিভিন্ন আসবাবপত্র যেমন চেয়ার, টেবিল, বালতি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে উত্তরপাড়া পুরসভার এই প্রক্রিয়াকরণের উদ্যোগ। এই প্রসঙ্গে সংস্থার এক আধিকারিক রামপ্রসাদ চক্রবর্তী তিনি বলেছেন, প্ল্যান্টে প্লাস্টিকের দানা থেকে ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং ব্যবহার হওয়ার পরে পুনরায় আবার সেটাকে প্লাস্টিকের দানায় পরিণত করার কাজ চলছে। আগামী বছরের মধ্যে সেই দানা থেকে নতুন আসবাবপত্র তৈরি করার সমস্ত ব্যবস্থা তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে কিছু আসবাবপত্র তৈরি করা হয়েছে। সময়ের অপেক্ষা, আগামী কিছু দিনের মধ্যেই গোটা প্রক্রিয়াটা এই প্ল্যান্টে সম্পন্ন হবে। উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেছেন, রাজ্য সরকারের যাবতীয় গাইডলাইন মেনে কাজ শুরু হয়েছে। ছয়টি পুরসভার নির্গত বর্জ্য প্ল্যান্টে নিয়ে এসে প্লাস্টিক রিসাইকেল করে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। এই ব্যবস্থা পরিবেশের পক্ষে অত্যন্ত উপযোগী। কারণ বর্তমান সময়ে প্লাস্টিকের ব্যবহার যে হারে বেড়েছে তা পরিবেশের পক্ষে ক্ষতিকর। মূল লক্ষ্য প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা। প্লাস্টিক নষ্ট হয় না, তাই সেই প্লাস্টিককে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষেই এই উদ্যোগ।
ছবি: পার্থ রাহা
নানান খবর

নানান খবর

লাল নয়, গোলাপি! বাঁকুড়ার দামোদরপুরে ভাগুয়া বেদানার চাষে নয়া সাফল্যের গল্প

এপ্রিল জুড়ে জেলায় জেলায় ঝড়-বৃষ্টি? তীব্র দাবদাহের মাঝেই এল বড় আপডেট

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

মুর্শিদাবাদে নৃশংস হত্যা, দাবি মতো পণের টাকা না মেলায় স্ত্রী-পুত্রকে খুন করল স্বামী

চন্দননগরে আন্তর্জাতিক গণিত সন্মেলনের আয়োজন, উপস্থিত দেশ বিদেশের গণিতজ্ঞরা

একসঙ্গে বদলি করা হল মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকে

সাতসকালে চা-বাগানের ভিতর ঢুকে পড়ল ভল্লুক, আতঙ্কে ঘুম উড়ল কর্মীদের

চুরি করতে গিয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে ধরে বেধড়ক মার স্থানীয়দের

মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর, বড়সড় ঘোষণা ইউসুফ পাঠানের

ঘরে ঢুকেই শুরু অত্যাচার, প্রাণে বাঁচতে মদ্যপ ছেলেকে কুড়ুলের কোপ বাবার

চ্যাংমারিতে হরিণ শাবক উদ্ধার, দলগাঁও চা বাগানে দেখা মিলল চিতাবাঘের শাবকের

সঙ্গে নিয়ে আসতেন কাশ্মীরের বিভিন্ন ফল, পাথরঘাটা গ্রামে এখন শুধুই শোকের হাওয়া

অপেক্ষার প্রহর শেষ, মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ