সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৩ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আইআইএসডব্লিউবিএম–এ আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল ম্যানেজমেন্টের ওপর পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত বাতিল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই কোর্স চালুর জন্য ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সঙ্গে আইআইএসডব্লিউবিএম কর্তৃপক্ষের সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের আপত্তিতে সেটাও বাতিল হয়েছে। বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে, অনুমতি না নিয়ে আইআইএসডব্লিউবিএম কী করে এই পদক্ষেপ নিল, কর্তৃপক্ষের তরফে তার ব্যাখ্যা চাওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বা আইআইএসডব্লিউবিএম দেশের প্রাচীনতম ম্যানেজমেন্ট শিক্ষার প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। সেখানেই ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথভাবে এই কোর্স চালু হওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হওয়ায় সেখানে কী কোর্স চালু হবে, কী পড়ানো হবে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আধ্যাত্মিকতার ওপর গবেষণা কোর্স চালুর ব্যাপারে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় বিন্দুবিসর্গ কিছুই জানত না। বিষয়টি জানার পর অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত সমঝোতাপত্রে স্বাক্ষর বন্ধ রাখার নির্দেশ পাঠান। তাঁর নির্দেশে বিষয়টি নিয়ে আইআইএসডব্লিউবিএম কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য এবং বিজনেস ম্যানেজমেন্টের ডিন শুভাশিস সাহা এবং রেজিস্ট্রার দেবাশিস দাস কথা বলেন। আইআইএসডব্লিউবিএমকে জানানো হয়, এই উদ্যোগ এখনই বন্ধ করতে হবে। তা না হলে অনুমোদন বাতিল করা হবে। শেষ পর্যন্ত সমঝোতা স্বাক্ষর বাতিল করা হয়। পরে অন্তর্বর্তী উপাচার্য বলেন, ‘আমরা আইনি পরামর্শ নিয়েছি। এই পদক্ষেপ কর্তৃপক্ষকে না জানিয়ে আইআইএসডব্লিউবিএম কী করে করল, তার ব্যাখ্যা চাওয়া হবে। জবাব পেলে সেই মতো বিষয়টি সিন্ডিকেটে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে।’ ব্রিটিশ আমল থেকে বিজ্ঞানসম্মত ও ধর্মনিরপেক্ষ শিক্ষার পীঠস্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিকতার ওপর গবেষণা কোর্স চালুর তীব্র বিরোধিতা করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি। এদিন সোসাইটির পক্ষ থেকে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হয়। ডিএসও–র পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়া হয়।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা