মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: সতর্কতায় মোড়া ফুটবলে গোলশূন্য ড্র, ভুবনেশ্বর থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে বাগান

Sampurna Chakraborty | ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ৩৯Sampurna Chakraborty


মোহনবাগান -

ওড়িশা এফসি -

আজকাল ওয়েবডেস্ক: ভুবনেশ্বর থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছেন আন্তোনিও হাবাস। শনিবার ওড়িশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র মোহনবাগানের। নব্বই মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। যার ফলে লিগ টেবিলের মগডালে ওঠা হল না কাউকো, শুভাশিসদের। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইল বাগান। এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে রাখল সার্জিও লোবেরার দল। তবে এদিন যেকোনও দলই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত। গোলের সুযোগ যেমন পান দিয়েগো মরিসিও, রয় কৃষ্ণ, তেমনই তেকাঠিতে বল রাখতে ব্যর্থ আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোসরা। তবে রক্ষণ সংগঠনের জন্য হাবাসের প্রশংসা করতেই হবে। গোলের জন্য ঝাঁপালেও ব্যাকলাইনে কোনও ঘাটতি ছিল না। তবে রয়,‌ ইসাকদের গতির কাছে বেশ কয়েকবার পরাস্ত হন ইউস্তে, শুভাশিসরা। কিন্তু কোনও বিপদ ঘটেনি। অন্যদিকে দুটো সিটার নষ্ট করেন সাদিকু। সামনে শুধু বিপক্ষের গোলকিপার অমরিন্দরকে পেয়েও গোল করতে ব্যর্থ। তবে ওড়িশার মতো শক্তিশালী দলের থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে সন্তুষ্টই হবেন হাবাস। কলকাতায় তৃতীয় ইনিংসে আইএসএলের সফলতম কোচ এখনও অপরাজিত। 

প্রথমার্ধে অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান। হ্যাটট্রিক করতে পারতেন আর্মান্দো সাদিকু। যেসব সুযোগ নষ্ট করেন, সেটা ক্ষমাহীন অপরাধ। ম্যাচের প্রথম কোয়ার্টারে প্রথম ওয়ান টু ওয়ান মিস আলবেনিয়ার স্ট্রাইকারের। তারপর ২৪ মিনিটে আশিস রাইয়ের ক্রস থেকে বাইরে মারেন সাদিকু। দশ মিনিট পর আবার সুযোগ। ম্যাচের ৩৪ মিনিটে সাহালের পাস থেকে সাদিকুর শট কোনওক্রমে বাঁচান অমরিন্দর। এক পয়েন্ট নিশ্চিত করে জয়ের জন্য ঝাঁপায় দুই কোচই।‌ বাগানকে খেলা তৈরির ফাঁকা জমি দেননি লোবেরা। গোলের সুযোগ ছিল ওড়িশার সামনেও। ইনজুরি টাইমে রয় কৃষ্ণর পাস থেকে মরিসিওর শট ক্রসপিসে লাগে। বিরতির ঠিক আগে ইশাক রালতে বাইরে মারেন। 

দুই দলই একে অপরকে মেপে খেলে। যার বলে যুবভারতীতে ২-২ ড্রয়ের পর, দ্বিতীয় লেগও অমীমাংসিত। তবে ডানদিক দিয়ে সবুজ মেরুন রক্ষণে একনাগাড়ে সমস্যা তৈরি করেন রয় কৃষ্ণ। এই প্রথম হাবাসের বিরুদ্ধে নামেন। বেশ কার্যকরী ভূমিকা নেন। কিন্তু পুরোনো দলের বিরুদ্ধে বল জালে রাখতে পারেননি। ম্যাচের ৬২ মিনিটে সামনে একা বিশাল কাইতকে পেয়েও গোলে রাখতে পারেননি রয় কৃষ্ণ। গতি দিয়ে শুভাশিস, ইউস্তেকে পরাস্ত করে বক্সের মধ্যে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েন ফিজির স্ট্রাইকার। কিন্তু শেষমেষ বাইরে মারেন। দ্বিতীয়ার্ধে দু"দলই গোলের জন্য অলআউট ঝাঁপায়। ইউস্তেকে বেশ কয়েকবার চাপের মুখে ফেলে দেন মরিসিও, রয় কৃষ্ণ। তবে টিমওয়ার্কে বেঁচে যায় বাগান। ম্যাচের ৬৫ মিনিটে সাদিকুকে তুলে কামিন্সকে নামান হাবাস। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। ম্যাচের ৮০ মিনিটে মনবীরের শট তালুবন্দি করেন অমরিন্দর। তার এক মিনিটের মাথায় কামিন্সের শট রোখেন। অন্তিমলগ্নে আশিস রাইয়ের ক্রস থেকে কামিন্সের হেড বাঁচান অমরিন্দর। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...

অনুশীলনে চেন্নাইয়ের পাঁচিল ভেঙে ফেললেন কোহলি! ভাইরাল হল ভিডিও...

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না গিল? ফিরছেন কবে? ...

রবিবাসরীয় দুপুরে বড় চমক! পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজকে সই করাল মোহনবাগান...

সিএবির অনুষ্ঠানে চাঁদের হাট, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতই ফেভারিট, জানালেন সামি...

চুংনুঙ্গার লালকার্ড, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বিরাট কোহলি নাকি এমএস ধোনি? প্রিয় ক্রিকেটারের নাম জানালেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী নভদীপ সিং...

'মুম্বইয়ের লেভেলে এখনও যেতে পারিনি', জেতা ম্যাচ ড্র করে আর কী বললেন বাগান কোচ? ...

আইএসএলেও ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি, উদ্বোধনী ম্যাচে আটকে গেল মোহনবাগান...

রাত পোহালেই মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?...

বাদ কোহলি-ধোনি, সেরা হিসেবে কাকে বেছে নিলেন যুবরাজ?...

রায় খারিজ, শনিবার ফের শুনানি, আনোয়ার জট ক্রমশ জটিল হচ্ছে ...



সোশ্যাল মিডিয়া



02 24