মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | CHILD : বানারহাটের কাঠালগুড়ি চা বাগান থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

Sumit | ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ৩৫Sumit Chakraborty


অতীশ সেন,ডুয়ার্স: সদ্যোজাত কন্যা সন্তানকে চা বাগানে ফেলে দিয়ে গেল জন্মদায়িনী মা। আরেক মা তাকে তুলে নিল কোলে, নিজের মেয়ের মতোই তিনি বাচ্চাটিকে বড় করতে চান। ঘটনাটি ঘটেছে কাঁঠালগুড়ি চা বাগানে। বুধবার দুপুরে বানারহাট ব্লকের কাঠালগুড়ি চা বাগানের বেনিয়া লাইন সংলগ্ন ঝোপঝাড়ে এক সদ্যোজাত কন্যাসন্তানকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় মহিলা চা শ্রমিকেরা বাগানের মাঝে সদ্যোজাতর কান্না শুনে তাঁকে উদ্ধার করেন। স্থানীয় সমাজসেবী মহেশ্বর মালাহীর সহায়তায় শিশুটিকে বানারহাট হাসপাতালে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় বানারহাট থানায়। পুলিশের উদ্যোগে শিশুটিকে চিকিৎসার জন্য বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
মহেশ্বর মাহালী জানান, বেনিয়া লাইনের মহিলা শ্রমিকেরা বাগান থেকে শুকনো কাঠ সংগ্রহ করার সময় চা বাগানের ঝোপঝাড় থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। মহিলা শ্রমিক সুমিয়া ওঁরাও শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে তাঁকে জানায়। তিনি বলেন, বাগানের প্রচুর মহিলা শিশুটিকে বাড়ি নিয়ে গিয়ে নিজের সন্তানের মতোও মানুষ করার জন্য তৈরি ছিল। তবে তিনি কারও হাতে শিশুটিকে তুলে দেওয়ার বদলে প্রশাসনকে বিষয়টি জানান এবং শিশুটিকে বানারহাট হাসপাতালে নিয়ে আসেন। বানারহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর শিশুটিকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তাঁরা শিশুটিকে পরবর্তী চিকিৎসার জন্য বীরপাড়া ও সেখান থেকে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সুমিয়া ওঁরাও জানান, সদ্যোজাত শিশুটি পড়ে ছিল, তিনি তাঁকে উদ্ধার করেন। তাঁর নিজেরও দুটি পুত্র সন্তান রয়েছে, প্রশাসন যদি অনুমতি দেয় তবে এই কন্যা সন্তানটিকে তিনি নিজের মেয়ের মত মানুষ করতে চান।
বানারহাট থানা সূত্রে খবর, চা বাগান থেকে একটি সদ্যোজাত কন্যাসন্তানকে পরিত্যক্ত অবস্থায় শ্রমিকেরা উদ্ধার করে। পুলিশের নজরদারিতে শিশুটিকে বানারহাট হাসপাতাল ও পরবর্তীতে বীরপাড়া ও মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বাগানেরই এক মহিলা শ্রমিকের তত্ত্বাবধানে শিশুটি হাসপাতালে রয়েছে। শিশুটির অভিভাবকদের সন্ধান শুরু করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।





বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...

ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...

রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...

মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...

বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...

উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে



সোশ্যাল মিডিয়া



02 24