শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | শতকণ্ঠে রাজ্য সঙ্গীত, একুশ প্রদীপ ভাসিয়ে সীমান্তে ভাষা দিবস

Pallabi Ghosh | ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ৪৫Pallabi Ghosh


পল্লবী ঘোষ: শতকণ্ঠে "বাংলার মাটি, বাংলার জল", ইছামতিতে একুশটি প্রদীপ ভাসিয়ে সীমান্তে ভাষা শহিদদের স্মরণ করলেন গুণীজনেরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের সন্ধেয় বনগাঁয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শহিদদের স্মরণে নদীতে ভাসানো হয় একুশটি প্রদীপ। একুশের সকালে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের প্রতি শ্রদ্ধা জানাতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে উপস্থিত ছিলেন দুই বাংলার রাজনীতিক, সাহিত্যিক, শিল্পীরা। শহিদ বেদিতে যৌথভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও সভাপতি মহম্মদ সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পুরসভার মেয়র মহম্মদ নাসিরউদ্দিন। সেসময় নো-ম্যানস ল্যান্ডের বাইরে জড়ো হয়েছিলেন অগণিত ভাষাপ্রেমী। অনেকের গালে, কপালে বাংলা অক্ষর আঁকা। দূরে দাঁড়িয়েই উদাত্ত কণ্ঠে একদল গেয়ে ওঠে, "ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়"...
শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে নারায়ণ গোস্বামী বলেন, "আমি সীমান্তবর্তী এলাকার সন্তান। তবে বাংলাদেশের এত কাছে আসার সুযোগ আগে কখনও হয়নি। এমন দিনে নো-ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে স্মৃতি সৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে বাঙালি হিসেবে আমি গর্বিত। কাঁটাতারের বেড়া দিয়ে দুই দেশকে ভাগ করা হলেও, ভাষার প্রতি আবেগ আমাদের সকলের সমান।"
অতীতে একাধিকবার বাংলাদেশে ভাষা দিবসের উদযাপনে সামিল ছিলেন ঋতব্রত বন্দোপাধ্যায়। প্রথমবার পেট্রাপোল সীমান্তে এলেন। আবেগপ্রবণ ঋতব্রতর কথায়, "আমি মনে করি, গোটা বিশ্বে ৩৫ কোটি বাঙালির কোনও কাঁটাতার নেই, কোনও মানচিত্র নেই। "বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান", বাঙালি এতে বিশ্বাসী। ভাষার জন্য যে জীবন উৎসর্গ করা যায়, সেটা বাঙালির আগে বিশ্বে কেউ দেখায়নি। একুশের শাণিত চেতনায় বাঙালির উত্তরাধিকার বাঙ্ময় হোক।"
পেট্রাপোল সীমান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই প্রথম উপস্থিত হলেন সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন। আবেগে ভেসে গাইলেন একের পর এক রবীন্দ্রসঙ্গীত। এরপরই শতকণ্ঠে বাংলার গান পরিবেশন করেন শিল্পীরা। পুরপ্রধান গোপাল শেঠ বলেন, "অতীতে একুশে ফেব্রুয়ারিতে সীমান্তের এপারে-ওপারের সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ ছিল ভাষাপ্রেমীদের। অতিমারির পর তা বন্ধ। তবুও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই বাংলার মানুষ ভোর থেকে সীমান্তে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এ এক অন্য আবেগ।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...

কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...

লেগেছে ঘুমপাড়ানি গুলি, জিনাত কি শেষপর্যন্ত ঘুমালো? অপেক্ষায় বনদপ্তর...

রাস্তা ফাঁকা পেতে হুটার বাজিয়ে যাচ্ছিল আইসিইউ অ্যাম্বুল্যান্স, রোগীর অবস্থা দেখতে গিয়ে বড় পর্দাফাঁস পুলিশের ...

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 24