রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: লালগোলার গ্রামে বোমাবাজি, আহত ২ তৃণমূল কর্মী, গ্রেপ্তার ৫

Pallabi Ghosh | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ২৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে এলাকা দখলকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের লালগোলা থানার মানিকচক গ্রাম পঞ্চায়েতের বাউশমারি গ্রাম। অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছেন দুই তৃণমূল কংগ্রেস কর্মী। আহত ওই ২ তৃণমূল কর্মীকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালগোলার মানিকচক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ওই এলাকাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটি চাপা উত্তেজনা ছিল।
তৃণমূল কংগ্রেসের মানিকচক অঞ্চল সভাপতি মহম্মদ এসারুল হক বলেন, "শুক্রবার সন্ধে নাগাদ আমাদের দলের স্থানীয় বুথ সভাপতি উজ্জ্বল মণ্ডল এবং দলের সক্রিয় কর্মী গৌরচাঁদ মণ্ডল সহ আরও কয়েকজন একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সেই সময় হঠাৎই কিছু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে মুড়ি-মুড়কির মত বোমা ছুঁড়তে শুরু করে। এই ঘটনাতে আহত হন আমাদের দলের দুই কর্মী উজ্জ্বল মণ্ডল এবং গৌরচাঁদ মণ্ডল।"
লালগোলা থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানান, গ্রামে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানান, গ্রামে বোমাবাজির ঘটনার সাথে কংগ্রেসের কোনও সম্পর্কই নেই। গোটা ঘটনাটি তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল। কংগ্রেস নেতৃত্ব বলেন- ওই গ্রাম পঞ্চায়েত এলাকাতে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মহম্মদ এসারুল হক নামে একজনকে নতুন অঞ্চল সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির সাথে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ভুট্টোর দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে। সেই রেষারেষির জেরে শুক্রবার গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। গতকালকের ঘটনায় যুক্ত দু"পক্ষই তৃণমূল দলের সদস্য।




নানান খবর

নানান খবর

লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া