মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: সূচি নিয়ে ক্ষোভ হাবাসের, কাল হয়তো শুরু থেকেই কাউকো

Sampurna Chakraborty | ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ১৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে কার্লেস কুয়াদ্রাতের পথেই হাঁটলেন আন্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের সূচি নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। গোয়া ম্যাচের দু"দিন পরই আবার নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে হবে। কার্যত বিনা প্র্যাকটিসেই। বৃহস্পতিবার রাতেই ফিরেছে দল। বিশ্রামও পায়নি ফুটবলাররা। কোনও রাখঢাক না করেই সূচি নিয়ে বিস্ফোরক বাগান কোচ। হাবাস বলেন, "তিন দিনের মধ্যে আমাদের দুটো ম্যাচ খেলতে হচ্ছে। তারমধ্যে যাতায়াত রয়েছে। প্রত্যেক জায়গায় আলাদা আদ্রতা। কেন এমন সূচি তৈরি করা হয়েছে আমি জানি না। আমার কাছে বোধগম্য নয়। একটা ক্লাব ম্যাচের আগে এক সপ্তাহ বিশ্রাম পাচ্ছে, প্রস্তুতির সময় পাচ্ছে। অন্য ক্লাব মাত্র দু"দিন। এরকম সূচি বিশ্বকাপেও হয় না। ফুটবলারদের কথা ভাবাই হচ্ছে না। এভাবেই চোট বাড়ছে। এভাবে চলতে পারে না। কোনও ক্লাব সাত দিনে মাত্র একটা ম্যাচ খেলছে। কোনও ক্লাব তিনটে। প্লেয়ারদের পক্ষে এটা কিভাবে সম্ভব?" আগের শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছিল নর্থ ইস্ট। মাঝে কোনও ম্যাচ ছিল না তাঁদের। সুতরাং বাগানের বিরুদ্ধে তরতাজা হয়েই নামবে ফুটবলাররা। অন্যদিকে মাত্র একদিনের প্রস্তুতিতে খেলবেন দিমিত্রি, শুভাশিসরা। ক্লান্তির প্রভাব মাঠে পড়তে পারে।

হাবাসের দাবি, জনি কাউকো একশো শতাংশ ফিট। সুতরাং তাঁকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা রয়েছে। প্র্যাকটিসেও তার ইঙ্গিত পাওয়া যায়। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন কাউকো। আনোয়ার প্রসঙ্গে বাগানের স্প্যানিশ কোচ জানিয়েছিলেন, প্র্যাকটিসে পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শুক্রবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন আনোয়ার। শনিবার তাঁকে কিছুক্ষণের জন্য নামাতে পারেন হাবাস। ফুটবলাররা ক্লান্ত হলেও দলে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নন বাগান কোচ। ঘরের মাঠে তিন পয়েন্টের জন্য ঝাঁপালেও রক্ষণ সংগঠনে নজর থাকবে বর্ষীয়ান কোচের। নর্থ ইস্টের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছেন। দুই গতিশীল উইঙ্গার জীতেন এবং রিডিমকে রোখার বিশেষ স্ট্র্যাটেজি ছকে ফেলেছেন। একইসঙ্গে নেস্টর এবং সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া অস্ট্রেলিয়ান বিশ্বকাপের টমি জুরিচকে সামলাতে হবে সবুজ মেরুন রক্ষণকে। হ্যামিল, আনোয়ারের অনুপস্থিতিতে যা যথেষ্ট কঠিন। তবে জোড়া ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে সবুজ মেরুন শিবিরের। ড্রেসিংরুমের মানসিকতায় পরিবর্তন এসেছে। এগুলো কাজে লাগিয়েই বাজিমাত করতে চান বাগানের পোড়খাওয়া কোচ। হাবাস বলেন, "নর্থ ইস্টের কোচ নতুন। নতুন বিদেশি যোগ দিয়েছে। দলে ভারসাম্য আছে। ওদের বিরুদ্ধে লড়াই কঠিন হবে। আমরা বিরোধী দলের শক্তি সম্বন্ধে অবগত। তবে আমরা নিজেদের খেলায় ব্যালেন্স রাখার চেষ্টা করব। ফুটবল সেটা জরুরি।" গোয়ার বিরুদ্ধে জেসন কামিন্সকে নামাননি হাবাস। নর্থ ইস্ট ম্যাচে কি অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে দেখা যাবে? প্রশ্ন শুনে কিঞ্চিৎ বিরক্তই হলেন হাবাস। বলেন, "আমি নির্দিষ্ট একজন প্লেয়ারকে নিয়ে মন্তব্য করতে পছন্দ করি না। প্র্যাকটিসে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।" বোঝাই যাচ্ছে হায়দরাবাদ ম্যাচে গোল মিসের বন্যা মেনে নিতে পারেননি হাবাস। শেষ দু"ম্যাচে জোড়া জয়ের পাশাপাশি জোড়া ক্লিনশিট। যা একলাফে হেক্টর ইউস্তেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে প্রস্তুতির অভাবের উল্লেখ করেন বাগানের ডিফেন্ডার। ইউস্তে বলেন, "আমরা প্রস্তুতির সময় পাইনি। বিপক্ষে আক্রমনাত্মক প্লেয়ার আছে। তবে আমরাও শেষ দুটো ম্যাচ জিতেছি। ক্লিনশিট রেখেছি। যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করছি তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারব।" তরুণ দিপেন্দু বিশ্বাসের প্রশংসা করেন হাবাস থেকে ইউস্তে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট বাগানের। নর্থ ইস্টকে হারালেই দু"নম্বরে উঠে আসবে হাবাসের দল। আপাতত যাবতীয় প্রতিকূলতা ভুলে সেটাই পাখির চোখ। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...

অনুশীলনে চেন্নাইয়ের পাঁচিল ভেঙে ফেললেন কোহলি! ভাইরাল হল ভিডিও...

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না গিল? ফিরছেন কবে? ...

রবিবাসরীয় দুপুরে বড় চমক! পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজকে সই করাল মোহনবাগান...

সিএবির অনুষ্ঠানে চাঁদের হাট, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতই ফেভারিট, জানালেন সামি...

চুংনুঙ্গার লালকার্ড, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বিরাট কোহলি নাকি এমএস ধোনি? প্রিয় ক্রিকেটারের নাম জানালেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী নভদীপ সিং...

'মুম্বইয়ের লেভেলে এখনও যেতে পারিনি', জেতা ম্যাচ ড্র করে আর কী বললেন বাগান কোচ? ...

আইএসএলেও ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি, উদ্বোধনী ম্যাচে আটকে গেল মোহনবাগান...

রাত পোহালেই মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?...

বাদ কোহলি-ধোনি, সেরা হিসেবে কাকে বেছে নিলেন যুবরাজ?...

রায় খারিজ, শনিবার ফের শুনানি, আনোয়ার জট ক্রমশ জটিল হচ্ছে ...



সোশ্যাল মিডিয়া



02 24