শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ০২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুরদের জরুরি ১০ দফা দাবি আদায়ের ভিত্তিতে মঙ্গলবার সিটু এবং বামেদের অন্য কিছু সংগঠনের ডাকে মুর্শিদাবাদ জেলাশাসক দপ্তর অভিযান এবং আইন অমান্য কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বহরমপুর শহর।আজ দাবি আদায়ের লক্ষ্যে ওই সংগঠনগুলোর তরফে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
সিপিআইএমে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে একটি মিছিল শুরু হয় বহরমপুর পঞ্চাননতলা এলাকা থেকে। এই মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে পৌছলে পুলিশের তরফ থেকে জেলাশাসকের অফিসের দিকে বাম কর্মীদেরকে অগ্রসর হতে বাধা দেওয়া হয়।
অভিযোগ মিছিল আটকানোর পরেই মারমুখী হয়ে ওঠেন বাম কর্মীরা। প্রথমে তাঁরা ব্যারিকেড ভেঙে জেলাশাসকের অফিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু র্যাফ এবং পুলিশকর্মীরা বাধা দিলে তাঁদের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
পুলিশের কাছ থেকে বাধা পেয়ে কিছু বাম কর্মী সমর্থক বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে নেমে যান এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাম নেতৃত্বের তরফ থেকে বারবার তাদের কর্মী সমর্থকদেরকে মাঠে না গিয়ে মূল রাস্তায় থেকে আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে থাকার জন্য মাইকে অনুরোধ জানানো হয়। কিন্তু হঠাৎই উত্তেজিত বাম কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বহরমপুর স্কোয়ার ফিল্ডের মাঠ থেকে ঢিল এবং পাথর ছুঁড়তে থাকে।
হঠাৎ আক্রমণের মুখে পড়ে কিছুটা বেসামাল হয়ে যায় পুলিশ বাহিনী। ঢিলের আঘাতে কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফাটে এবং কয়েকজন অল্পবিস্তার আহত হন। এরপরই পাল্টা লাঠিচার্জ শুরু করে বহরমপুর থানার পুলিশ এবং কমব্যাট ফোর্সের জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদনে গ্যাসের সেলও ছোঁড়া হয়। এরপরই বামেদের তরফ থেকে আজকের আইন অমান্য কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
বামেদের তরফ থেকে দাবি করা হয়েছে -কোনও প্ররোচনা না থাকা সত্ত্বেও পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কমপক্ষে ৮ জন বাম -কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার যুবক ...

মুর্শিদাবাদের সাঁকোপাড়া হল্ট স্টেশনে রেল অবরোধ, বিপর্যস্ত ট্রেন পরিষেবা ...

সাগরের ঘোড়ামারার কাছে ডুবে যাওয়া বার্জ থেকে উদ্ধার ১২ জন বাংলাদেশি...

মেহগনি গাছের কাঠ দিয়ে স্কুটি বানিয়ে তাক লাগালেন চাকদহের এই ব্যক্তি...

সপ্তাহান্তে এই শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল, ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা...

শহরে ফের দুর্ঘটনা, আরজিকরের সামনে মহিলাকে পিষে দিল বাস, এলাকায় চাঞ্চল্য...

তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ, ১০ পুর সদস্যকে কলকাতায় তলব রাজ্য নেতৃত্বের...

মুর্শিদাবাদে স্কুলের মধ্যে প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার ম্যানেজিং কমিটির সভাপতি...

ত্রিবেণী কুম্ভমেলার সাফল্য কামনায় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী- রাজ্যপালের...

নির্বিচারে গাছ কেটে 'প্লটিং'-এর কাজ! তড়িঘড়ি বাগানে পৌঁছে সাফ কথা জানিয়ে দিলেন বিধায়ক, কী বললেন জানেন? ...

মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সেও প্রথম জামবাদের দেবদত্তা...

আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল সোনার দোকান, জখম তিন কর্মী ...

বিএসএফ-এর পোষাকে নকল বন্দুক নিয়ে পাচারের চেষ্টা, মোষ-সহ আটক তিন ...

মেয়ের জন্মদিন পালনের টাকাটুকুও নেই, অন্যের বাড়ির টিভি, ঘটি-বাটি চুরি করল যুবক, শেষ পর্যন্ত যা হল পরিণতি...

দুর্ঘটনার কবলে কনভয়ে, আহত মহিলা নিরাপত্তারক্ষী, কেমন আছেন অনুব্রত?...