রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৫৩
তিনিই তো বাঙালিকে প্রেমে পড়তে শিখিয়েছেন। তাঁর রোমান্সে বাঙালিয়ানার খোশবাই। তিনি ঘাড় বাঁকিয়েছেন। বাঙালি মেয়েদের লাবডুব বেড়েছে। তাঁর কটাক্ষ মদনবাণকেও হার মানায়। ভ্যালেন্টাইন্স ডে তাই উত্তমকুমার ছাড়া বৃথা। এই উপলব্ধি একমাত্র সৃজিত মুখোপাধ্যায়ের। তাই প্রেমের দিনে মহানায়ক আসছেন। সে কথা তিনি নিজমুখে জানিয়েওছেন! সোমবার কনে দেখা আলোয় মহানায়কের মাদকতা মেশানো কণ্ঠ ছড়িয়ে পড়তেই গায়ে কাঁটা সবার! উত্তম কীভাবে কথা বলছেন? তা হলে কি AI-এর কারসাজি? মুখ খোলেননি পরিচালক। তারপরেও আজকাল ডট ইনের কাছে অন্য খবর। মঞ্চ এবং পর্দার জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ মহানায়কের কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছে। শুধুই এই অংশটুকুই নয়, তিনি গোটা ছবিতেই কমবেশি গলা দিয়েছেন।
মহানায়ক আরও জানিয়েছেন, বাংলার ‘হিয়া নস্টাল’ করতে তাঁকে নিয়ে বানানো ‘অতি উত্তম’ ছবির ‘সঁইয়া বেইমান’ গান মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। গেয়েছেন মোনালি ঠাকুর। গান সৃজিতের ছবিতে বরাবর রামধনু রং ছড়িয়ে দেয়। নিজেই চরিত্র হয়ে ওঠে। সেই ধারা যে এই গানেও থাকবে সে বিষয়ে আশ্বস্ত করেছেন সানাই। তিনি সৃজিতের ‘এক্স=প্রেম’-এর প্রতিটি গানে ভালবাসার নেশা ধরিয়েছিলেন। এই ছবির গানও তাই ‘অতি উত্তম’ হবে, আশা সৃজিত-সপ্তকের অনুরাগীদের। ছবিমুক্তি ২২ মার্চ। প্রযোজনায় ক্যামেলিয়া।
গান নিয়ে সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সপ্তকসানাইয়ের সঙ্গে। তিনি বললেন, "২০১৪-১৫র আমার এই গান। সৃজিতদা পছন্দ করার পরে কাকে দিয়ে গাওয়াব, এই নিয়ে আলোচনা। অনেক বাছাইয়ের পরে নির্বাচিত হন মোনালি। কারণ, রাগপ্রধান গান। এমন গান এই প্রজন্মের কোন গায়িকা গাইতে পারেন? তখনই নাম উঠে আসে মোনালির। এই ছবির গান দিয়ে আমার সুরকার দুনিয়ায় হাতেখড়ি। গানটি রাগ খাম্বাজের উপরে তৈরি।" ছবিতে মোট পাঁচটি গান। গেয়েছেন রূপঙ্কর বাগচি, পাপন, উপল চট্টোপাধ্যায়, অর্ণব চক্রবর্তী এবং সানাই নিজে। তিনি আরও জানিয়েছেন, একটি গান একদম কিশোরকুমারীয় ভঙ্গিতে তৈরি। সেই গানটি গেয়েছেন অর্ণব। গানজুড়ে পর্দায় থাকবেন মহানায়ক!
নিজের ছবির গানপ্রচারের দায়িত্ব মহানায়ক নিজের কাঁধে তুলে নিতেই হইহই কাণ্ড। ছোট্ট প্রচারবার্তা শুরু হয়েছে ‘সন্ন্যাসী রাজা’র বিখ্যাত সংলাপ দিয়ে, ‘‘তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ? কিন্তু বিশ্বাস কর, রাজা হতে আমি এখানে আসিনি।’’ মহানায়কের আরও দাবি, তিনি প্রেমিক ছিলেন প্রেমিক থাকবেনও। তাঁকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি করা ছবির একটি গান মুক্তি পাচ্ছে ভালবাসা দিবসে। সঙ্গে আন্তরিক অনুরোধ, ‘‘দেখতে ভুলো না।’’ এই আবেদন দর্শক-শ্রোতা ফেরাবে কী করে? একই ভাবে ভিডিওর একদম শুরুতে কণ্ঠস্বরের সঙ্গে মহানায়কের নানা ছায়াছবির স্থির চিত্র। ছবির রিল আকারে দৃশ্যমান। পরে সেটিই বদলে গিয়েছে রঙিন দৃশ্যকল্পে। একটি বেঞ্চ। আকাশের তারা আর ল্যাম্পপোস্টের মৃদু আলো মায়া ছড়িয়েছে তার উপরে। বেঞ্চকে ঘিরে রেখেছ স্বপ্নের মেঘ।
এই দৃশ্যকল্প তৈরি করে উত্তমকুমারের হাত ধরে একুশ শতককে কি এভাবেই কল্পনার রাজ্যে পৌঁছে দেবেন সৃজিত? উত্তর দেবে ২২ মার্চ।
নানান খবর
নানান খবর

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?