মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Eden Gardens: ইডেনে বিশ্বকাপের বোধন জৌলুশহীন, গ্যালারি ভরাল বাংলাদেশের সমর্থকরা

Sampurna Chakraborty | ২৮ অক্টোবর ২০২৩ ১৩ : ০৯Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: লক্ষ্মীপুজোয় কলকাতায় বিশ্বকাপের বোধন। পুজোর রেশ কাটিয়ে শহরের বাঙালি এবার ইডেনমুখী। ক্রিকেটের নন্দনকাননে পাঁচের মধ্যে প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস। কিন্তু সেই চেনা ইডেনের ছবি ধরা পড়ল না। প্রায় ৭০ শতাংশ ফাঁকা গ্যালারি। জমকালো ভাব উধাও। ম্যাড়ম্যাড় করে বাজছে ডিজে। সর্বসাকুল্যে ১৫ হাজার দর্শক। তবে তারমধ্যে অধিকাংশই বাংলাদেশের। ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর থেকে এসেছে হাজার হাজার সমর্থক। মার্কুউজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট পুরো মিনি বাংলাদেশ। দল ভাল জায়গায় নেই, টানা চার ম্যাচে হার। কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপ নেই সমর্থকদের। আজ সকাল পর্যন্ত কাতারে কাতারে সাপোর্টার পৌঁছেছে কলকাতায়। চাঁদপুর থেকে আসা সোহেল মাহমুদ জানান, ২০ থেকে ২৫ হাজার সমর্থক কলকাতায় আসার কথা বাংলাদেশের দুটো ম্যাচ দেখতে। তাঁদের মধ্যে অনেকেরই থাকা অবশ্য নির্ভর করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের ওপর। প্রিয় দলের খেলা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল অন্যান্য শহরেও। কিন্তু ভিসা হতে প্রায় দেড় মাস লাগায় সেটা সম্ভব হয়নি। তাই শেষপর্যন্ত চাঁদপুর থেকে সরাসরি কলকাতায় আসেন সোহেল মাহমুদ, ফয়জল ভূইয়ারা।‌ বাংলাদেশ সেমিফাইনালে যাবে কোনওদিন ভাবেননি। তবে অন্তত পাঁচ বা ছয় নম্বরে শেষ করার আশা ছিল। বাংলাদেশের সমর্থকরা মনে করছে, ভুল দল নির্বাচনেই দলের পতন। সোহেল বলেন, 'বাংলাদেশের সমস্যা দল নির্বাচন। তামিমকে নেওয়া উচিত ছিল। আমাদের ব্যাটিংয়ের এই হাল। এই জায়গায় ওর অভিজ্ঞতা কাজে লাগত। মাহমুদুল্লাহকে নেওয়া নিয়েও একপ্রস্থ চলে। শেষমেষ দলে নেওয়া হয়েছে। ব্যাটারদের মধ্যে ও সবচেয়ে ভাল খেলছে।' 

ক্রিকেটের টানে সুদূর আমেরিকা থেকে কলকাতায় হাজির আবদুল্লাহ মাসুক। ঢাকার বাসিন্দা হলেও কর্মসুত্র ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোয় থাকেন। শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখতে দিল্লির দুই ভারতীয় বন্ধুকে নিয়ে শনিবার সকালে কলকাতায় পৌঁছে গিয়েছেন। পরনে বাংলাদেশের জার্সি, মাথায় হেড ব্যান্ড। তাঁর সঙ্গে আসা দুই ভারতীয় সুরিন্দর সিং এবং দীপক সিংয়ের পরনেও টাইগার্সদের জার্সি। কিন্তু মাথায় ভারতের হেডব্যান্ড। তাতে লেখা, আই লাভ ইন্ডিয়া। তবে ভারতের কোনও খেলা দেখেননি দিল্লির দুই বাসিন্দা। সুদূর ক্যালিফোর্নিয়া থেকে আসা বাংলাদেশি বন্ধুকে নিয়ে সটান হাজির হন ইডেনে। প্রতিবেশী দেশের হয়ে গলা ফাটাতে। আবদুল্লাহ মাসুক বলেন, 'আমি ২০১৯ বিশ্বকাপেও বাংলাদেশের ম্যাচ দেখতে গিয়েছিলাম।‌ এবারও অফিসে ছুটি নিয়ে দিন দশেকের জন্য এসেছি। ভেবেছিলাম বাংলাদেশ অন্তত পাঁচ-ছয় নম্বরে থাকবে। কিন্তু বিশ্বকাপের আগে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব একটা ফ্যাক্টর হয়ে গেল। তামিমের দলে থাকা উচিত ছিল।'

ইডেনের গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে দেখা যায় দুই বিদেশি পর্যটককে। দু'জনেই ব্রিটেনের বাসিন্দা। লন্ডন থেকে ৫০ কিলোমিটার দূরে থাকেন হেলেন বেকার এবং মার্টিন গ্রিউকক। একমাসের জন্য ভারত ভ্রমণে বেড়িয়েছেন। দিল্লি, বেনারস ঘুরে গন্তব্য কলকাতা। এক সপ্তাহ থাকবেন সিটি অফ জয়তে। এই সুযোগে রথ দেখা কলা বেঁচা। কোনওদিন স্টেডিয়ামে বসে ক্রিকেট ম্যাচ দেখেননি। এবার এক বন্ধুর সুবাদে আচমকাই চলে এসেছে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ। গতকালই বেনারস থেকে কলকাতায় এসেছেন। আজ গন্তব্য ইডেন।

ক্রিকেটে খুব বেশি আকর্ষণ না থাকলেও তাঁদের দল ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের কথা শুনেছেন এই দম্পতি। ভারত যে ভাল খেলছে সেটাও জানেন। তাই কলকাতায় খেলা দেখার তাগিদ বেড়ে গিয়েছে। হেলেন বলেন, 'আমরা খুব বেশি ক্রিকেট দেখি না। কিন্তু এবার ভারতে আসার আগে বিশ্বকাপের কয়েকটা ম্যাচ দেখেছি। শুনেছি আমাদের দল ইংল্যান্ড ভাল খেলছে না। ভারত দারুণ ছন্দে আছে। আফশোস ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন আমরা কলকাতায় থাকব না।' কল্লোলিনীতে বিশ্বকাপের জাঁকজমক বোধন না হলেও বিদেশি সমর্থকদের ভিড়ে হিট ইডেনের অভিষেক ম্যাচ। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...

অনুশীলনে চেন্নাইয়ের পাঁচিল ভেঙে ফেললেন কোহলি! ভাইরাল হল ভিডিও...

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না গিল? ফিরছেন কবে? ...

রবিবাসরীয় দুপুরে বড় চমক! পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজকে সই করাল মোহনবাগান...

সিএবির অনুষ্ঠানে চাঁদের হাট, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতই ফেভারিট, জানালেন সামি...

চুংনুঙ্গার লালকার্ড, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বিরাট কোহলি নাকি এমএস ধোনি? প্রিয় ক্রিকেটারের নাম জানালেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী নভদীপ সিং...

'মুম্বইয়ের লেভেলে এখনও যেতে পারিনি', জেতা ম্যাচ ড্র করে আর কী বললেন বাগান কোচ? ...

আইএসএলেও ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি, উদ্বোধনী ম্যাচে আটকে গেল মোহনবাগান...

রাত পোহালেই মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?...

বাদ কোহলি-ধোনি, সেরা হিসেবে কাকে বেছে নিলেন যুবরাজ?...

রায় খারিজ, শনিবার ফের শুনানি, আনোয়ার জট ক্রমশ জটিল হচ্ছে ...



সোশ্যাল মিডিয়া



10 23