শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | TMC: রাষ্ট্রপতি শাসনের চেষ্টা করছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের

Pallabi Ghosh | ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৪ : ৪৩Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: এক দেশ, এক নির্বাচন চালু করার মধ্য দিয়ে দেশে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন সরকার গঠনের গোপন চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। এক দেশ, এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠকের পর জানাল তৃণমূল। একসঙ্গে নির্বাচন করা নিয়ে আগেই চিঠি লিখে আপত্তির কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আজ দিল্লিতে যোধপুর অফিসার্স হস্টেলে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠকে এক দেশ, এক নির্বাচন নিয়ে আপত্তি জানালেন দলের দুই প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি। তৃণমূলের তরফে, দল বিরোধী আইন আরও শক্তিশালী করার দাবি জানানো হয়েছে। সুদীপ ব্যানার্জি জানিয়েছেন, তাঁদের মতামত গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রশংসা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
বৈঠকের পর সংবাদমাধ্যমে সুদীপ ব্যানার্জি বলেন, "আমরা এক দেশ, এক নির্বাচনের পক্ষে নই। আমরা স্পষ্ট জানিয়েছি, ভারতবর্ষের মতো একটা এত বড় দেশ। এখানে ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে। দেশের জনসংখ্যা ১৪০ কোটি এবং এতগুলি রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে যেটি নিয়ে সবচেয়ে সমস্যা, সেটি দল বিরোধী আইন। সেই আইনকে আরও শক্তিশালী করা হোক।" তিনি জানিয়েছেন, "আমাদের অভিমত, ১৯৫২ সাল থেকে যে কয়েকটি নির্বাচন হয়েছে, সেখানে এতগুলি রাজনৈতিক ছিল না, এত দল ভাঙাভাঙি ছিল না। এখন স্পষ্ট হয়েছে, যে কোনও দলকে যে কোনও সময়ে ভাঙিয়ে সরকারের পতন ঘটিয়ে দেওয়া যায়। সুতরাং এই অবস্থায় দেশের সংসদীয় গণতন্ত্র যাতে বিপন্ন হয়ে না পড়ে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুন্ন রাখতে সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। আমরা আশঙ্কা করেছি, দেশে রাষ্ট্রপতির শাসনের সরকার গঠনের একটা উদ্যোগ শুরু হয়েছে। তারই পদক্ষেপ এই গোপন অ্যাজেন্ডা। এই অ্যাজেন্ডা এবং এই এক নায়কতান্ত্রিক সিদ্ধান্তকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে তাকে পরবর্তীকালে প্রকৃত রূপ দেওয়া হবে। কোনও অবস্থাতেই আমরা মনে করি না ভারতবর্ষের মতো একটি দেশে এই ধরণের বিষয় কখনও কোনও অবস্থায় বাস্তবায়ন করা উচিত।"
সুদীপ ব্যানার্জির দাবি, তৃণমূলের দুই সাংসদের মতামত গুরুত্ব দিয়ে শুনেছেন কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দ। সুদীপের দাবি, তাঁদের বক্তব্য থেকে অনেক নতুন দিক উঠে এসেছে বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সুদীপ বলেন, "প্রাক্তন রাষ্ট্রপতি এবং কমিটির চেয়ারম্যান আমাদের বলেছেন, আমরা অনেক বিষয় নতুন করে তুলেছি, যেগুলি প্রশংসনীয়।" তৃণমূলের দুই সাংসদকে অন্যান্য দলের নেতাদের বক্তব্যও শোনার অনুরোধ করেন রামনাথ কোবিন্দ। পাশাপাশি কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তোলেন, যদি কোনও কারণে কোনও রাজ্য সরকার সংখ্যালঘু হয়ে পড়ে এবং সরকারের পতন হয়, সেক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, তার সুনির্দিষ্ট উল্লেখ থাকা প্রয়োজন।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা বিচারককেই, উত্তরপ্রদেশের ব্যক্তির কাণ্ডকারখানা চোখ কপালে ওঠার মতো...

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

এলআইসি-র নতুন পলিসি, নিশ্চিত হবে আপনার মেয়ের ভবিষ্যৎ...

দ্রুত অবসর নিতে চান, জেনে নিন কোথায় বিনিয়োগ করবেন ...

অটোয় ধাক্কা দিয়ে যাত্রীদের উপর উল্টে পড়ল ট্রাক, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৭ ...

ফের ভারত পাকিস্তান দ্বৈরথ, এবার সিন্ধু জলবন্টন চুক্তি...

সিনেমা দেখেই মগজের বিরল অপারেশন, বিরল এই ঘটনা হল কোথায়...

এক দেশ এক ভোট, আদৌ সম্ভব? কী বলছেন বিরোধীরা? 

রাহুল গান্ধীকে খুনের ষড়যন্ত্র ? বিজেপি নেতার বিরুদ্ধে থানায় নালিশ ত্রিপুরা কংগ্রেসের ...

১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ...

পয়লা অক্টোবর থেকে পিপিএফে বড়সড় পরিবর্তন, এখনই সতর্ক হন ...

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আসছে বিরাট বদল, নিয়ম জানা না থাকলে পড়তে হবে বিপদে ...

বোনের সামনেই নাবালিকা দিদিকে ধর্ষণ, মুখ বন্ধ রাখতে ২০ টাকা হাতে গুঁজেই পলাতক অভিযুক্ত ...

আহমেদাবাদের রাস্তায় গাড়ি পিষে দিল মা ও ছেলেকে, তারপর কী হল ...

এই বই পড়ে ফেললেই মানুষ বুঝতে পারতেন পশু-পাখির ভাষা!...



সোশ্যাল মিডিয়া



02 24