বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বদলা নিতেই ছাত্রী খুন! ঘটনায় উত্তাল মালদা, অভিযুক্তর হয়ে দাঁড়ালেন না কোনও আইনজীবী

Riya Patra | ০১ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ২৩Riya Patra




আজকাল ওয়েবডেস্ক: বদলা নিতেই নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ। মালদায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর খুনের ঘটনায় প্রাথমিকভাবে এটাই জানতে পেরেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত শ্রীকান্ত কেশরীকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে তাকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে অভিযুক্তের হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি বলে জানা গিয়েছে। 
গত ২৯ জানুয়ারি ইংলিশবাজার পুরসভার বালুচর এলাকায় বাড়ির সামনে থেকে উধাও হয়ে যায় ওই নাবালিকা। খুঁজে না পেয়ে শেষপর্যন্ত স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের লোকেরা। তদন্তে নেমে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ নাবালিকার খুড়তুতো এক দাদাকে আটক করে। ফুটেজে দেখা যায়, তার বাইকে চেপে ওই নাবালিকা যাচ্ছে। কিন্তু পুলিশি জেরায় ওই আত্মীয় একাধিকবার বিভ্রান্তিমূলক বয়ান দেয়। কিন্তু শেষপর্যন্ত জেরায় স্বীকার করে। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, জেরায় অভিযুক্ত জানিয়েছে ধরা পড়লেও যাতে চিহ্নিত না করা যায় সেজন্যই খুনের পর নাবালিকার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সে অন্য জায়গায় ফেলে দেয়। বুধবার গভীর রাতে মালদা শহরের আম বাজার থেকে নাবালিকার দেহ এবং দেহ থেকে প্রায় ৫০ মিটার দূরে মাথা উদ্ধার হয়। 
জানা গিয়েছে, এর আগে মৃতার বাবার সঙ্গে এক বচসায় জড়িয়ে পড়েছিল অভিযুক্ত যুবক। তাকে মারাও হয়েছিল বলে অভিযোগ। সেই বদলা নিতেই এই খুনের পরিকল্পনা করে সে। যদিও পুলিশের আরেকটি সূত্র জানায়, ওই যুবক গলায় ছুরি ধরে যখন ভয় দেখাচ্ছিল তখন নাবালিকা ছটফট করায় গলা কেটে যায়। এরপরেই আতঙ্কিত হয়ে পড়ে অভিযুক্ত। কারণ, তার উদ্দেশ্য ছিল গলায় ছুরি ধরার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে সে নাবালিকার পরিবারকে ভয় দেখাবে। কিন্তু নাবালিকার মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়। শরীর এবং মাথা জঙ্গলে লুকিয়ে রাখে সে। 
বৃহস্পতিবার এই ঘটনার কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের বাড়িতে চড়াও হওয়া ছাড়াও ঘরের জিনিসপত্র বাইরে বের করে এনে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "আমরা পুলিশের কাছে দাবি জানিয়েছি ঘটনার তদন্ত করে দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করতে।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



02 24