শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata Book Fair: পুরনো হলদে হয়ে যাওয়া বইয়ের চাহিদাও কম নয়

Kaushik Roy | ৩০ জানুয়ারী ২০২৪ ১৬ : ২৮Kaushik Roy


কৌশিক রায়: কলকাতা বইমেলা মানেই নতুন বই প্রকাশের বড় মঞ্চ। কিন্তু বইমেলা মানে যে শুধুই নতুন বই নয়, দেখাল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের মেলায় নতুন বইয়ের পাশাপশি বহু পাঠককে কিনতে দেখা গিয়েছে পুরনো বইও। পুরনো তো বটেই ,বলা ভাল দুষ্প্রাপ্য বই। আর সেই বইয়ের জোগান দিচ্ছে এ মল্লিক বুক স্টল, সবুজপত্র প্রকাশনী, বুলবুলি প্রকাশনী, ক্লাসিক বুক স্টোরের মত বেশ কিছু স্টল। নতুন বইয়ের সঙ্গে পাল্লা দিয়ে কেনাকাটা চলছে হলদে হয়ে যাওয়া জীর্ণ পাতার বই। কারণ একটাই, এই সমস্ত বই বর্তমানে আর প্রকাশিত হয় না। কোনোটার শেষ সংস্করণ হয়তো বেরিয়েছিল ৩০ বছর আগে, কোনোটার আবার ৫০ বছর আগে। কী নেই সেই দুষ্প্রাপ্য বইয়ের তালিকায়! ব়্যাকে ব়্যাকে সারি দিয়ে সাজানো রয়েছে কেমব্রিজ এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া ব্রিটনিকা, ভারতকোষ, মিকেলেঞ্জেলোর কমপ্লিট ওয়ার্কস, মহাত্মা গান্ধীর ওপর একাধিক বই। শুধু বিদেশের বইই নয়, পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বিগত বছরগুলিতে প্রকাশিত বিভিন্ন পূজাবার্ষিকী।

তবে সমস্ত দুষ্প্রাপ্য বইয়ের আকর্ষণকে ছাপিয়ে সবুজপত্র প্রকাশনে দেখা মিলছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ যা প্রকাশিত হয়েছিল ১৯১৩ সালে। দুষ্প্রাপ্য এই বইটির মাত্র একটি কপি সংগ্রহে রয়েছে দোকানের কর্ণধার শুভাশিস ভট্টাচার্যর। তিনি জানান, "এই একটা কপিই রয়েছে আমার কাছে। এটা বিক্রির জন্য নয়। যাঁরা আসছেন তাঁদের মধ্যে কেউ বইটি দেখতে চাইলে আমি দেখিয়ে দিচ্ছি।" পুরনো এবং দুষ্প্রাপ্য এই সমস্ত বইগুলির পাঠক সম্পূর্ণ আলাদা। এই ধরনের প্রকাশকরা জানাচ্ছেন, "পুরনো বই রক্ষণাবেক্ষণ করা যথেষ্ট কঠিন। পাঠকরা অনেকেই আসছেন, নেড়েচেড়ে দেখছেন বইপত্র। দরদামও করছেন অনেকে। সব সময় দাম কমানো সম্ভব হচ্ছে না। যতটা ছাড় দেওয়ার আমরা দিচ্ছি।"

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মোট ৩২টি খণ্ড পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। তার দাম গিয়ে দাঁড়িয়েছে ২৫০০০ টাকায়। মাইকেলেঞ্জেলোর কমপ্লিট ওয়ার্কসের মূল্য জানতে চাইলে প্রকাশকরা জানালেন ২০,০০০ টাকা। দরদাম করে হয়তো ১৫,০০০ টাকায় কিনতে পারবেন পাঠকরা। দীনেশ চক্রবর্তী নামে এক পাঠক নেড়েচেড়ে দেখছিলেন মহাত্মা গান্ধীর ওপর একটি বই। জানালেন, "অনেক জায়গায় খুঁজেছি এই বইটা। এখন আর ছাপা হয়না। এই সমস্ত বইয়ের টানেই তো আমি বইমেলায় আসি।" নতুন নতুন বই পড়তে প্রত্যেক বছর কলকাতা বইমেলার জন্য মুখিয়ে থাকেন বইপ্রেমীরা। তবে, চলতি বছর পুরোনো এবং দুষ্প্রাপ্য বই কেনার যে উৎসাহ চোখে পড়েছে তা যে আগামী দিনে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ভরা কোটাল থেকে রক্ষা পেল না মুখ্যমন্ত্রীর বাড়িও, হুড়মুড়িয়ে ধুকল জল...

শুক্রবারেই অবস্থান তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, শনিবার থেকে চলবে আংশিক কর্মবিরতি...

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



01 24