শনিবার ২৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৪ ১০ : ১৮
হাসপাতালে ভর্তির ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। কেমন আছেন দুই বাংলার প্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী? প্রশ্ন তাঁর অগুন্তি অনুরাগীর। বুধবার সেই প্রশ্নের উত্তর দিলেন তাঁর অভিনেত্রী স্ত্রী নুসরত ইমরোজ তিশা। সামাজিক পাতায় তাঁর বার্তা, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়। শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। সবার প্রার্থনায় মোস্তফা সরোয়ার ফারুকী এখন বিপদমুক্ত। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও তিনি কাজে ফিরবেন। অনেকেই তাঁকে ফোন এবং এসএমএস করেছেন। হাসপাতালে থাকার কারণে অনেকেরই ফোন ও এসএমএস-এর উত্তর দিতে পারেননি। তার জন্য অভিনেত্রী আন্তরিক দুঃখিত। পাশাপাশি, তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। বিপদের দিনে তাঁর পাশে থাকার জন্য। প্রার্থনা আর ভালবাসার জন্য। এদিনও তিনি সকাল থেকে হাসপাতালে। স্বামীর হাতে হাত রেখে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন তিনি। সেই ছবি সামাজিক পাতায় ভাগ করে নিতেই শুভেচ্ছার বানভাসি।
সোমবার সন্ধেয় হঠাৎই অসুস্থ ওপার বাংলার প্রথম সারির পরিচালক। সেই খবর প্রথম জানান তাঁর অভিনেত্রী স্ত্রী। তাঁর ছোট্ট বার্তা, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বললো, সিটি স্ক্যান করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ খবর ছড়াতেই উদ্বিগ্ন দুই বাংলার অসংখ্য অনুরাগী। ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরে কেমন আছেন ‘শনিবার বিকেল’-এর পরিচালক? প্রশ্ন তাঁদের। তাঁদের সবাইকে আশ্বস্ত করে আজকাল ডট ইনকে সে দেশের প্রথম সারির ওয়েব প্ল্যাটফর্ম চরকি-র কর্ণধার রেদোয়ান রনি জানিয়েছিলেন, আগের তুলনায় স্থিতিশীল ফারুকী। চিনতে পারছেন সবাইকে। তিশা সারাদিন হাসপাতালে। চিকিৎসকেরা আশার কথা শুনিয়েছেন।
মঙ্গলবার তিশা সারাদিন হাসপাতালে থেকেছেন। চিকিৎসকেরা আশ্বস্ত করার পরে তিনি রাতে বাড়ি ফেরেন। রেদওয়ানের দাবি, দুই বাংলার অসংখ্য মানুষ ফারুকীর জন্য দোয়া করছেন। তাঁর খবর জানার জন্য উদগ্রীব। প্রত্যেকের ভালবাসা, শুভেচ্ছাই তাঁকে দ্রুত সুস্থ করে তুলবে। দীর্ঘ ২৫ বছর ধরে পরিচালনার সঙ্গে যুক্ত ফারুকী। তাঁর পরিচালিত ছবির মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ জনপ্রিয়। চরকির জন্য তিনি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ পরিচালনা করেন। এই ছবিতে ফারুকী পরিচালনার পাশাপাশি প্রথমবার অভিনয়ও করেছেন।
রনির কথায়, রবিবারেও পরিচালক সবার সঙ্গে বসে আড্ডা দেন। তখনও তিনি সম্পূর্ণ সুস্থ। সোমবার আচমকাই তাঁর শরীরের একটি দিক অসাড় হয়ে যায়। সেটা দেখেই দ্রুত তাঁকে ভর্তি করা হয় ঢাকার প্রথম সারির একটি হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে আইসিইউ-তে রাখেন। সেখানেই এখনও আছেন তিনি। মঙ্গলবার তাঁরা জানিয়েছেন, যেভাবে অবস্থার উন্নতি হচ্ছে তাতে ফারুকীর অস্ত্রোপচারের প্রয়োজন নাও পড়তে পারে। ওষুধেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তবে সময় লাগবে। হাসপাতালে কতদিন থাকতে হবে তাঁকে? চরকির কর্ণধারের কথায়, এখনও কিছু বলেননি চিকিৎসকেরা।
নানান খবর

নানান খবর

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়