রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | EXCLUSIVE: হল থেকে মোবাইল... ওটিটি-ই আগামীর সিনেমাহল?

পরমা দাশগুপ্ত | | Editor: উপালি মুখোপাধ্যায় ২৩ জানুয়ারী ২০২৪ ১২ : ০৩


হল নয়, ওটিটি-ই এখন হিট-ফ্লপের কাঁটা ঘোরাচ্ছে ইদানীং। তবে কি ওটিটি-ই আগামীর সিনেমাহল? লিখছেন পরমা দাশগুপ্ত  

--- “ডানকি দেখতে যাবি?”
--- “দূর, অতগুলো টাকার টিকিট! দু’দিন বাদেই তো ওটিটি-তে এসে যাবে। তখন দেখব।“

দর্শক যখন এমনটা ভাবছেন, ভুল ভাবছেন না কিন্তু। কারণ ঘটছেও ঠিক তাই। ইতিমধ্যেই ঘোষিত, গত ২১ ডিসেম্বর হলে মুক্তি পাওয়া, খোদ শাহরুখ খানের বড়সড় হিট ছবিটি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই দেখা যাবে জিও সিনেমা-য়। এবং শোনা যাচ্ছে রাজকুমার হিরানির পরিচালিত এই ছবির ডিজিটাল রাইট বিক্রি হয়েছে প্রায় ১৫৫ কোটি টাকায়! 

ইতিমধ্যেই প্রাইম ভিডিয়োয় এসে গিয়েছে ‘টাইগার থ্রি’। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও প্রযোজকের আশা, ওটিটি পর্দায় ঠিক কাজ করবে সলমন খান-ক্যাটরিনা কাইফের ম্যাজিক।

শুধু বলিউডই বা কেন, একই পথে হাঁটছে দক্ষিণী ছবিও। একে প্রভাস, তাতে বক্স অফিসে শোরগোল ফেলা ছবি, সেই ‘সালার’-ও এবার ওটিটিমুখী। ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি আর কিছুদিনের মধ্যেই দেখা যাবে নেটফ্লিক্সে। 

ইদানীং সোজাসুটি ওটিটি-তে মুক্তি পাওয়া ছবিই বা কম নাকি! হলের বদলে ওটিটি-তে মুক্তি পেয়েও শোরগোল ফেলে দিয়েছে ‘খো গয়ে হাম কহাঁ’। হলের চৌকাঠ না ডিঙিয়েও এ ছবি এখন বড়সড় হিট। জেন প্রজন্মের জীবন, ভাবনা, আনন্দ, মনখারাপের ডায়েরি হয়ে ওঠা ছবির হাত ধরে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন অনন্যা পান্ডে। তারকাসন্তানের পরিচয়ের গণ্ডী পেরিয়ে সফল ভাবে নিজেকে চেনানোর সেই জায়গা করে দিল ওটিটি-ই। 

শুধু কি তাই? 

হলে চলেনি সেভাবে, কিন্তু ওটিটিতে আসতেই বিরাট ধামাকা—এমন ছবির সংখ্যাও তো বাড়ছে। ‘টুয়েলভথ ফেল’-এর কথাই ধরা যাক। বিধু বিনোদ চোপড়ার রূপকথার মতো ছবিটি হলে বেশ কিছুদিন চললেও দর্শক সংখ্যা সীমিতই ছিল বরাবর। সোশ্যাল মিডিয়ায় টুকটাক পোস্ট ছাড়া চর্চাও হয়নি তেমন। সেই ছবি ওটিটিতে আসতেই ছবিটা রাতারাতি উল্টো! তুমুল জনপ্রিয় ‘টুয়েলভথ ফেল’। ফেসবুক থেকে টুইটারে পোস্টের বন্যা, মুখে মুখে ফেরা ছবির গল্প, দেদার চর্চা, ছবির চরিত্ররা বাস্তবে অনুপ্রেরণা হয়ে হয়ে ওঠা, দেশে-বিদেশে পুরস্কারে বানভাসি-- বাদ যায়নি কিছুই। এমনকী ইন্ডিপেনডেন্ট নমিনেশন হিসেবে খাস অস্কারের খাতাতেও নাম লিখিয়ে ফেলেছে গ্রামের সাধাসিধি ছেলের আইপিএস হওয়ার লড়াইয়ের সহজ-সরল এক গল্প। নতুন করে দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছেন বিক্রান্ত মাসে।  

কিংবা ‘থ্রি অফ আস’। শেফালি শাহ, জয়দীপ আহলাওয়াত, স্বানন্দ কিরকিরে-র ছবিটি হলে চলাকালীন দর্শক প্রায় জানতেন না বললেই চলে। সেই ছবি ওটিটি-তে ছুঁয়ে গেল লাখো লাখো মন। একের পর এক পোস্টে মুগ্ধতা ছড়িয়ে দিলেন অসংখ্য দর্শক। দেদার আলোচনা, চর্চা সবেতেই দিব্যি নাম লিখিয়ে ফেলল বক্স অফিসে খাতায় কলমে ফ্লপ করা ছবি!

তা হলে কি আমূল বদলে যাচ্ছে সিনেমা দেখার ধরনটাই? 

প্রশ্নটা অবশ্য নতুন নয়। কোভিড-লকডাউনের দিনযাপন সেই যে ওটিটি দেখার অভ্যাস করে দিয়েছে, সে আরাম ছেড়ে আর দর্শক বেরোতে চাইছেন না সে ভাবে। হলের মতো এক্সপিরিয়েন্স না-ই বা হল! নিজের বাড়ির আলসে আরামে, সুবিধেমতো সময়ে সিনেমা দেখার যে সুযোগ ওটিটি করে দিয়েছে, তা কেনই বা ছাড়বেন কেউ!

এ দিকে পড়তি দর্শক সংখ্যা এমনিতেই লোকসানে ঠেলেছে সিনেমাপাড়াকে। বন্ধ হয়ে যাচ্ছে একের পর সিঙ্গল স্ক্রিন। সে হলিউড হোক বা টলিউড, বছর জুড়ে ছবির সংখ্যাও হাতে গোনা। বড় বাজেট, বড় তারকা, লার্জার দ্যান লাইফ চোখ ধাঁধানো সিনেম্যাটোগ্রাফি— সে সব দিয়েও বেশি দিন মানুষকে হলমুখী রাখা যাচ্ছে কই! দেদার প্রযুক্তির কারিকুরিতে ঠাসা হলিউড ছবিও কি খুব আলাদা কিছু পরিসংখ্যান দিতে পারছে? ফলস্বরূপ তাই থিয়েট্রিকাল রিলিজের পাশাপাশি ওটিটি রাইট বিক্রি নিয়েও ততটাই মনোযোগী হচ্ছেন প্রযোজক-পরিচালকেরা। 

আর সেখানেই বোধহয় সিনেমার সফর পাল্টে যাচ্ছে সিনেমার মতোই। হল নয়, ওটিটিই হয়ে উঠছে তুরুপের তাস। লাভের অঙ্কে তারই পাল্লা ভারী! আর সে কারণেই নতুন করে প্রশ্নটা উঠতে বাধ্য। হলে ছবির দেখার ভাবনাটাই কি পুরোপুরি অতীত হয়ে যাওয়ার দিকে হাঁটছে আস্তে আস্তে? নাকি ওটিটিই আগামীর সিনেমাহল?





নানান খবর

নানান খবর

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

শ্বাসকষ্টে গিয়েছিলেন হাসপাতালে, বাড়ি ফিরলেন ‘ভালবাসায় ডুবে’ — এখন কেমন আছেন সৃজিত?

সিরিয়ালের ভবিষ্যৎ এখন টিআরপি-র হিসেবনিকেশের দখলে, তার রেশ কতটা পড়ছে চিত্রনাট্যকারদের উপরে?

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

সোশ্যাল মিডিয়া