শনিবার ১১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ অক্টোবর ২০২৩ ০৯ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালেই জানা গিয়েছিল, দুপুরে কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুপুরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি আসেন, সকলকে শুরুতেই বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় একমাসের বেশি সময় পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন একাধিক বিষয়ে। শুরুতেই বলেন, ‘ভেবেছিলাম রাজনীতি নিয়ে কোনও কথা বলব না’, কিন্তু সম্প্রতি পরপর ঘটে যাওয়া একাধিক বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে জল্পনা ছিল, রাজ্যের একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে পরপর তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান নিয়ে মুখ খোলেন কিনা তিনি। শুরুতেই মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন, জ্যোতিপ্রয় মল্লিকের বাড়িতে তল্লাশি নিয়ে শুরুতেই বলেন, ‘আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা জানেন জেলায় জেলায় পুজো কার্নিভাল, নেতা মন্ত্রীরা ব্যস্ত, আগামিকাল পুজো কার্নিভাল কলকাতায়। ভোরবেলা লোকে বিজয়া দশমী করতে গিয়ে দেখে বালুর বাড়িতে রেড হচ্ছে। সব মন্ত্রীদের বাড়ি গিয়েই যদি রেড হয়, তাহলে সরকারের বাকি কী রইল? যদি বিজেপি মনে করে এভাবে সবার মুখ বন্ধ করা যাবে, এটা একটা ডার্টি গেম, ওঁরা প্যাথলজিক্যাল লায়ার।‘ বারবার তল্লাশি প্রসঙ্গে দলনেত্রী বলেন, ‘পুজোর আগেও রথীনের বাড়িতে তল্লাশি, জ্যোতিপ্রিয় এখন বনমন্ত্রী রেড তাঁর বাড়িতেও।‘ দিন কয়েক আগেই দিনভর তল্লাশি চলে রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। আজ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তোপ দেগে বলেন, ‘ববির স্ত্রীর কাছে শুনেছি বাড়িতে চিনির, ঘি, তেলের কৌটো উলটে দিচ্ছে। ছবি তুলছে কটা শাড়ি, কসমেটিক্স আছে, যা ইচ্ছে করছে।‘ তার পরেই প্রশ্ন করেন, ‘একটাও বিজেপি নেতার বাড়িতে হচ্ছে? একটাও বিজেপির ডাকাতদের বাড়িতে, মন্ত্রীদের বাড়িতে, চোরেদের বাড়িতে রেড হয়েছে?’ সংবাদ পত্রের কন্ঠরোধ প্রসঙ্গেও মুখ খুলেছেন, উদাহরণ হিসেবে তুলে আনেন এনডিটিভি-র প্রসঙ্গ। ইডির অফিসে যাঁরা ছিলেন তাঁদের বদলি প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন তিনি। রাজ্যের বিডিও, ওসিদের বদলির প্রসঙ্গ টেন বলেন, এটাই নিয়ম, রুলসের মধ্যে পড়ে। যখন তখন আইন বদলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে সরব মুখ্যমন্ত্রী বলেন, ‘জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । ইন্ডিয়া নাম সরিয়ে ভারতের নাম ব্যবহার প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি। ক্ষুব্ধ মমতার প্রশ্ন, ‘কেন ইন্ডিয়ার নাম কাটব? হঠাত করে সার্কুলার পাঠাচ্ছে সব ইন্ডিয়ার নাম বাদ দিয়ে দাও? কেন? আমরা একটা ইন্ডিয়া তৈরি করেছি বলে? এত্ত ভয় কিসের?’ সঙ্গেই তিনি বলেন, ‘কাল যদি আমরা ইন্ডিয়া নামের পাশে ভারত জুড়ে দিই? তখন?’ শান্তিনিকেতন প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। সম্প্রতি ইনউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন। তারপরেই সেখানে যে ফলক বসানো হয়েছে তাতে নাম নেই রনীন্দ্রনাথ ঠাকুরের। সেই প্রসঙ্গেই আজ ক্ষুব্ধ রবীন্দ্রনাথের জন্য হেরিটেজ হয়েছে শান্তিনিকেতন।তিনি প্রতিষ্ঠাতা আর আজ বিশ্বভারতী থেকে ওঁর নামই সরিয়ে দিয়েছে।‘ মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো বলে বিষয়টা চুপচাপ হজম করেছিলাম। আগামিকাল সকাল পর্যন্ত রবীন্দ্রনাথের নাম না ফেরালে সকাল থেকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আন্দোলন করব আমরা।‘ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করে মমতা বলেন, ‘অভিষেকের কাছে ১৯৮১-৮২ সালের নথি চাইছে। তখন তো অভিষেকের জন্মই হয়নি।‘ দলের সর্বভারতীয় তকমা চলে যাওয়া প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন, তিনি বলেন, সর্বভারতীয় তকমা হাটানো হয়েছে বিজেপি বলেছে বলেই। তবে আত্মবিশ্বাসী মমতা সাফ জানিয়েছেন, লড়ে তিনি হাসিল করে নেবেন।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
শান্তনু-আরাবুলকে সাসপেন্ড করল তৃণমূল, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ...
এসএনইউ-এর উদ্যোগ, মানব-স্বাস্থ্যের বর্তমান চ্য়ালেঞ্জ মোকাবিলা নিয়ে আন্তর্জাতিক আলোচনাসভা...
সাহেব শুনতে ও বলতে পারছে, কঠিন অস্ত্রোপচারে সাফল্য এনআরএস হাসপাতালের...
কলকাতায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত এক
কনকনে ঠান্ডার মাঝেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, হতে পারে বৃষ্টি...
চিকিৎসকদের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শুনবেন তাঁদের মনের কথা...
শীত-সন্ধ্যায় কলকাতায় ফের ভয়াবহ আগুন, জোকার খালপোলে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি...
পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা...
শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, নিরাপত্তায় মুড়ছে মেলা প্রাঙ্গন, কী কী পদক্ষেপ নিচ্ছে রেল...
মার্চে লন্ডন যেতে পারেন মমতা
অধ্যাপনার পাশাপাশি লিখেছিলেন বই, পালন করেছেন বিধায়কের দায়িত্বও, প্রয়াত জীবন মুখোপাধ্যায়...
বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...
সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...
বেঙ্গালুরুর পর এইচএমপিভির থাবা কলকাতায়, আক্রান্ত ছ’ মাসের শিশু...
ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের...
ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক...