সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

উপালি মুখোপাধ্যায় | ১৭ জানুয়ারী ২০২৪ ০৬ : ১৭
আজকের দিনে বোন দিদির জন্য স্বার্থত্যাগ করে? কিংবা বোন দিদির শাশুড়ির জন্য? উত্তর খুঁজতে আজকাল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’র সেটে উপালি মুখোপাধ্যায়
যদি হও সুজন....
সেটে তখনও শুট শুরু হয়নি। ছোটখাটো চেহারার এক মেয়ে শাড়ি পরে সারা জায়গা দৌড়ে বেড়াচ্ছে! মাথা জুড়ে ব্যান্ডেজ। ও কে? মেয়েটি ছুটতে ছুটতে একেবারে সামনে, হাসিমুখে। আবছা অবয়ব স্পষ্ট। অন্বেষা হাজরা ওরফে ‘সন্ধ্যা’। ‘তারা’র দিদি। উপরে বলা প্রশ্ন রাখতেই জবাব, ‘‘কেন করবে না? করে। মন থাকলেই করে। শুধু ভাইবোন নয়, বন্ধুও বন্ধুর জন্য করে। যদি সে সুজন হয়।’’ এই নিয়ে মাথায় দু’বার চোট। মাথায় চোট মানেই অন্বেষার দুষ্টুমি শুরু। সঙ্গে সঙ্গে সংশোধন করে জানালেন, অন্বেষা নয়, ‘সন্ধ্যা’ দুষ্টুমি করে। সাহানা দত্ত তাকে দিয়ে দুষ্টুমি করিয়ে নেন। পর্দায় যে এত দুরন্ত পর্দার বাইরে এসে কেমন? পর্দার বাইরে শাশুড়ি ‘বিজয়া মাঠান’ ওরফে ভট্টাচার্যের সঙ্গে দারুণ ভাব নায়িকার। রোজ তাঁর থেকে মিষ্টি পান চাই তাঁর। এদিনও অন্বেষা পান চিবোতে চিবোতে একবাক্যে উত্তর, ‘‘দুষ্টুমি করতে করতে এত ক্লান্ত হয়ে যাই যে সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ি।’’ বেচারি তাই মনখুলে বাকিদের সঙ্গে খুনসুটিতেও মাততে পারেন না!
বাবা এখনও মাকে সিঁদুর পড়িয়ে দেন
একদিকে, সন্ধ্যা ছোটাছুটি করছে। অন্য দিকে, আকাশনীল চকমকে পাঞ্জাবি পরে খুশি খুশি মুখে ঘুরছে। ব্যাপার কী? ধারাবাহিকে তার দ্বিতীয়বার ফুলশয্যা! চরিত্রাভিনেতা সৌরজিৎ বন্দোপাধ্যায়ও বাস্তবে খুশি? প্রথম মুখোমুখি হয়েই এই প্রশ্ন। নায়ক একটু থমকে গিয়েছেন প্রথমে। তারপর পাল্টা জবাব, ‘‘একজনকে একাধিকবার বিয়েতে আপত্তি নেই। বাবা তো এখনও মাকে সিঁদুর পরিয়ে দেয়। ছোট থেকে এটাই দেখেছি। বেশ লাগে কিন্তু। এতে আমারও আপত্তি নেই। কিন্তু একাধিক সম্পর্ক বা বিয়েতে আপত্তি।’’ কিন্তু, পর্দায় যে তারাও দিদির বরকে ভালবাসে? সঙ্গে সঙ্গে সৌরজিৎ ‘আকাশনীল’-এ রূপান্তরিত। জানালেন, কিন্তু সন্ধ্যা ছাড়া এখন আর কাউকে সে চায় না। দিদির বিয়ের পর পর্দার মতো বাস্তবেও সৌরজিৎকে বাড়ির কিছু দ্বায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ববান সৌরজিতের ছায়া পড়ে ধারাবাহিকেও। ঠিক যেমন ‘আকাশনীল’ দায়িত্ববান ছেলে এবং স্বামী। কলকাতার প্রথম সারির ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছেন। তারপর ছোটপর্দার নায়ক? প্রশ্ন রাখতেই সৌরজিতের বক্তব্য, ‘‘আমার একটাই লক্ষ্য। অভিনেতা হওয়া। সেটা যে মাধ্যম হোক। ছোটপর্দা, বড়পর্দা, সিরিজ নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ নেই।’’
বাস্তবেও শাশুড়ি ভাল
মঞ্চে তিনি চেনা মুখ। ছোটপর্দায় এই প্রথম। এসেই দর্শকমন জয় করে নিয়েছেন। তিনি ‘বিজয়া মাঠান’, সন্ধ্যার শাশুড়ি। বাস্তবে ঝুলন ভট্টাচার্য। যাঁকে দেখে বহুজন বলছেন, ‘ইসস! এরকম শাশুড়ি যদি বাস্তবেও পাওয়া যেত।’ আজকাল টেলিভিশন সে কথা জানাতেই স্বীকার করে নিলেন। জানালেন, তিনিও একথা শুনেছেন। এও দাবি, তাঁর শাশুড়ি মাও এত ভাল ছিলেন। আজ তিনি যতটুকু তার সবটাই তাঁর জন্য। নিজের মায়ের থেকেও তাই শাশুড়ির উপরে বেশি নির্ভরশীল। পর্দার নেপথ্যেও কি তিনি সন্ধ্যা-আকাশনীলের মা? ঝুলনের দাবি, ‘‘মজার কথা, ওরা সত্যিই সেটের বাইরেও আমায় মা বলে। তারার আমি ‘বিজয়া মাঠান’। ফলে, মাতৃত্বের ব্যাপারটা রয়েই গিয়েছে। তবে ওরা আমায় আগলায়। তাই পর্দার বিজয়া মাঠানের দাপট পর্দার বাইরে নেই।’’ একই সঙ্গে চরিত্রের সাজ নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, সত্যিই সাজটা অভিনব। অনেকের দাবি, তিনি নাকি দক্ষিণ ভারতীয় নারীদের মতো সাজছেন। তবে এই সাজের জন্যও তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাহানা দত্তকে। চরিত্র, সাজ, এই জনপ্রিয়তা— সবটাই তাঁর জন্য।
ঠাণ্ডা, কড়কড়ে ভাতগুলো গিলতে কী কষ্ট
অমৃতা দেবনাথ, ধারাবাহিকে সন্ধ্যার বোন তারা। যে এই মুহূর্তে শ্বশুরবাড়িতে দারুণ অত্যাচারিত। প্রতি মুহূর্তে চোখের জলে ভাসছে। সেটে? ঠিক যেন রঙিন প্রজাপতি! প্রসঙ্গ তুলতেই বললেন, ‘‘ধারাবাহিকের জন্য সব করতে পারি। এই যেমন, তারা কতটা অত্যাচারিত সেটা দেখাতে গিয়ে তাকে আগের দিনের বাসি ভাত জল ঢেলে খেতে দেওয়া হচ্ছে। দৃশ্য জীবন্ত করতে সত্যিকারের শুকিয়ে যাওয়া বাসি ভাত খেয়েছি! জল ঢেলে। গিলতে কী কষ্ট। ওটাই তো পর্দায় ফুটিয়ে তোলার ছিল।’’ তারা কি এই অত্যাচার থেকে রেহাই পাবে? এবার অমৃতার মত, ওটা একমাত্র জানেন সাহানা দত্ত।
কথার মধ্যেই রূপটান ঘরে আকাশনীল হাজির। খোঁজ নিতে, তাঁর পর্দার প্রেমিকা খেয়েছেন কিনা। সত্যিকারের রোমান্স নাকি? জানতে চাইতেই হইহই করে উঠলেন অমৃতা। বললেন, ‘‘আমার কাছে রকমারি খাবার থাকে। সসেজ থেকে ড্রাই ফ্রুট। ওটার লোভেই এসেছিল। বেচারি, আপনার সামনে বলতে পারল না!’’
ছবি: বিপ্লব মৈত্র
নানান খবর

নানান খবর

ভূতের ছবির নায়ক হচ্ছেন বনি সেনগুপ্ত! কবে শুরু হচ্ছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর শুটিং?

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম 'দর্শ', মৈনাক-রিমঝিম-অনিন্দ্যর হাত ধরে কবে দেখা যাবে নতুন ওয়েব ফিল্ম?

'ফুলকি'র ফ্লোরে আইবুড়ো ভাত খেলেন অভিষেক-শার্লি, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?