শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Beauty: চায়ে পে চর্চা শুধু টেবিলে! একবার চা দিয়ে রূপচর্চা করে দেখবেন?

আজকাল ওয়েব ডেস্ক | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জানুয়ারী ২০২৪ ০৭ : ০৮


মোমপালিশ ত্বক পেতে অনেক কিছু করলেন। একবার ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখবেন? না না, কোনও কিছুর গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে, বা বাটাবাটি করে এই টোটকা বানাতে হবে না। শরীর চাঙা রাখতে সারা দিনে কয়েক কাপ চা আপনি নিশ্চয়ই খান। সেই চা-কেই রোজের রূপরুটিনে যোগ করে নিন। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বককে সতেজ ও পুনরুজ্জীবিত করে। টানা এক মাস করতে পারলে তফাৎ নিজে বুঝতে পারবেন।

কী করতে হবে---

সঠিক চা বেছে নিন
আপনার ত্বকের ধরণ অনুযায়ী সঠিক চা বেছে নিন। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর। কালো চায়ে অ্যান্টি-এজিং উপাদান রয়েছে। পেপারমিন্ট বা ল্যাভেন্ডারের মতো ভেষজ চা-ও নিজের গুণ অনুযায়ী ত্বকের পক্ষে খুবই ভাল। 

ত্বকের জন্য চা বানান
জল ফুটিয়ে তাতে পছন্দসই টি ব্যাগ দিয়ে দিন। কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ঈষদুষ্ণ অবস্থায় সারা মুখে লাগিয়ে নিন।  

হাতের কাছে থাক
চা দিয়ে চর্চার আগে হাতের কাছে পরিষ্কার ওয়াশক্লথ, একটি বাটি এবং একটি হালকা ক্লিনজার নিয়ে নিন। দরকারে চায়ের সঙ্গে যাতে মিশিয়ে নিতে পারেন। ত্বকচর্চার পরে জল দিয়ে মুখে ধুয়ে মোছার জন্য তোয়ালেও রাখবেন।

ধাপে ধাপে চর্চা
আগে ধাপে ধাপে মুখ পরিষ্কার করে নিন। ত্বক থেকে মেকআপ, ময়লা সরিয়ে তবে চা মাখবেন। মৃদু ক্লিনজার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপর তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে চা মেখে নিন।

কীভাবে মাখবেন
নরম কাপড়ের টুকরো বা তুলোর প্যাড দিয়ে সারা মুখে থুপে থুপে লাগাবেন। কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ত্বককে শুষে নিতে দিন। চায়ে থাকা পলিফেনল ত্বকের প্রদাহ কমায়। ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে ত্বককে লড়াই করতে সাহায্য করে।




মাসাজে ত্বক তাজা
সারা মুখে চা মেখে হাল্কা হাতে মাসাজও করতে পারেন। গোলাকার ভাবে সারা মুখে, চোখের চারপাশে মাসাজ করুন। আলতো করে চাপ দিয়ে মাসাজ করতে পারলে রক্তসঞ্চালন ভাল হয়। 

ধুয়ে নিন
অনেকে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুতে পছন্দ করে। আপনারও তেমনই পছন্দ হলে কুসুম কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন। তারপর নরম তোলায়ে দিয়ে চেপে চেপে মুখ মুছে নেবেন। এতে বাড়তি জল সরে গিয়ে ত্বক ঝকঝকে দেখাবে। ত্বক টানটান লাগলে হাল্কা ময়েশ্চারাইজার মেখে নিতে পারেন।

উপকারিতা

অ্যান্টিঅক্সিডেন্ট বুস্ট: চা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা ফ্রি র‌্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতে ঝলমলে ত্বক মিলবে বাড়িতেই।

প্রদাহ কমায়: চায়ের প্রদাহ কমানোর উপাদান থাকে। যা যে কোনও ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। যাঁরা ব্রণতে ভোগেন তাঁদের জন্য চা অত্যন্ত উপকারী।

আরও উজ্জ্বল ত্বক: রোদে বেরিয়ে কালতে ছোপ পড়ে গিয়েছে? নিয়মিত চায়ের জল দিয়ে মুখ ধুয়ে দেখুন। চায়ের মধ্যে প্রাকৃতিক উপাদান প্রচুর। তাই কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের সমস্যা দূর করে। 





  




নানান খবর

নানান খবর

বাজার খরচে লাগাম টানতে পারছেন না? এই সব সহজ টোটকাতেই মিলবে সমাধান

সকাল না বিকেল, কখন ব্যায়াম করলে ভাল ঘুম হয়? সঠিক সময়ে ঘাম ঝরালেই মিলবে অনিদ্রা থেকে রেহাই

টোপর মাথায় হাজির বর! সাদা চিকনকারি পাঞ্জাবী-ধুতিতে খাঁটি বাঙালি সাজে দিলীপ

‌সাজে অক্ষয় বাঙালিয়ানা, আজকাল ফ্যাশন ফ্লোর জমজমাট

সপ্তাহে তিন দিন ছুটি! সরকারি কর্মীরা চারদিন অফিসে গেলেই পাবেন পুরো বেতন! কোথায় চালু হল এমন নিয়ম?

মহিলারা কোন কোন স্কিমে বিনিয়োগ করতে পারেন? রইল হদিশ

কিছুতেই কমছে না মুখ ভর্তি ব্রণ-দাগ? বয়স ১৫ হোক বা ৩৫, ঘরোয়া প্যাকের জাদুতেই হবে ছুমন্তর

গরমে এই ৩ রোগে ভুগতে পারে আপনার সন্তান! কীভাবে শিশুর খেয়াল রাখবেন?

রোজকার এই পাঁচটি কাজ শান্তি ফেরায় মনে, নিয়ম করে করলে দূর হবে উদ্বেগ, মানসিক চাপ

ফেটে চৌচির পায়ের গোড়ালি? তুলতুলে নরম হবে চামড়া, দূর হবে ফাটা চামড়া, কেবল মেনে চলুন এই তিনটি পদ্ধতি

কোরিয়ানদের মতো জেল্লাদার ত্বক পেতে চান? নামীদামি প্রসাধনী নয়, শুধু এই ১০টি ধাপে ত্বকের যত্ন নিন

কিডনির জন্য 'বিষ' পরিচিত এই ৫ খাবার! নিয়মিত খেলেই বড়সড় বিপদ অবধারিত, আপনি খাচ্ছেন না তো?

ইঁদুরের দৌরাত্ম্যে নাজেহাল? খাঁচা-বিষ ছাড়ুন, এই সব ঘরোয়া উপায়েই পালাবার পথ পাবে না ইদুঁরের দল

সারাক্ষণই ক্লান্তি, আচমকা মেদ জমছে শরীরে? ফ্যাটি লিভার নয় তো! ৫ লক্ষণে বুঝুন 'নীরব ঘাতক' ডেকে আনছে সর্বনাশ

রোজ শ্যাম্পু করলে কি চুল শুষ্ক হয়ে যায়? জানেন সপ্তাহে কতদিন অন্তর শ্যাম্পু করা উচিত?

সোশ্যাল মিডিয়া