শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বিদ্যুতের সাব-স্টেশনে দুষ্কৃতী হামলা, আহত একাধিক কর্মী

Pallabi Ghosh | ০৮ জানুয়ারী ২০২৪ ০৮ : ৩১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকাতে একটি বিদ্যুতের সাব-স্টেশনে চুরি করতে ঢুকে বাধা পেয়ে সেখানকার কয়েকজন কর্মীকে ব্যাপক মারধর এবং ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বিদ্যুৎ দপ্তরের আহত দুই কর্মীকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ১২-১৩ জন সশস্ত্র দুষ্কৃতী ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে তালাই মোড়-এমডিআই সংলগ্ন এলাকাতে একটি বিদ্যুতের সাব-স্টেশনে হানা দেয়। সেই সময় সাব-স্টেশনে কর্তব্যরত কয়েকজন কর্মী তাদের বাধা দিতে চেষ্টা করলে ধারাল অস্ত্র দিয়ে তাঁদেরকে কোপানো হয় বলে অভিযোগ।
তবে এলাকাটি নির্জন হওয়াতে চিৎকার করলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রথমে কারও সাহায্য পাননি। তবে কিছুক্ষণের মধ্যেই এলাকা দিয়ে পুলিশের একটি টহলদারি ভ্যান যাওয়ার সময় ঘটনার কথা জানতে পেরে পুলিশ কর্মীরা দুষ্কৃতীদের তাড়া করে। এরপর পুলিশই আহত কর্মীদের উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এনে ভর্তি করে।
হাসপাতাল শয্যা থেকে বিদ্যুৎদপ্তরের কর্মী সুরজ শেখ বলেন, "রবিবার রাতে যখন হামলার ঘটনা ঘটে সেই সময় সাব-স্টেশনে দু"জন অফিসার এবং আমরা ৪ জন কর্মী ছিলাম। মাঝরাত নাগাদ সাব-স্টেশনের আশেপাশে ঘুরে বেড়ানো কুকুরগুলো প্রচন্ড চিৎকার করতে শুরু করলে কী হয়েছে দেখার জন্য আমরা ঘর থেকে বার হতেই ১২-১৩ জন সশস্ত্র দুষ্কৃতী আমাদের উপর হামলা চালায়। দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে ধারাল অস্ত্র এবং লোহার রোড ছিল।"
বিদ্যুৎ দপ্তরের ওই কর্মী বলেন, "সাব স্টেশনে মজুত থাকা দামি বিদ্যুতের তার এবং অন্যান্য সামগ্রী চুরি করার জন্য মাঝে মধ্যে দুষ্কৃতীরা বেআইনিভাবে পাঁচিল টপকে সাব-স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে এর আগে এই ধরণের সংঘটিত হামলা আমাদের উপর হয়নি।"
রঘুনাথগঞ্জ থানার এক শীর্ষ আধিকারিক বলেন, "এই ঘটনাতে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কেউ এখনও গ্রেপ্তার হয়নি। দুষ্কৃতীরা এক কর্মীর মোবাইল ফোন নিয়ে চলে গিয়েছিল। সেই ফোন আমরা ইতিমধ্যে উদ্ধার করে ফেলেছি।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...



সোশ্যাল মিডিয়া



01 24