সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | BJP: বিজেপির টার্গেট ২০২৪-র লোকসভা ভোট

Sumit | ০৪ জানুয়ারী ২০২৪ ১৩ : ১৭Sumit Chakraborty


আবু হায়াত বিশ্বাস,দিল্লি: কয়েকমাস পরেই লোকসভা ভোট। ‘‌ইন্ডিয়া’ জোট কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে শাসক দল বিজেপিকে। ‌তাই লোকসভা ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি। মোদি মন্ত্রিসভার একঝাঁক রাজ্যসভার সাংসদকে এবার লোকসভায় প্রার্থী করতে চলেছে বিজেপি। তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। বিজেপি নেতৃত্ব মনে করছে, লোকসভা ভোটে কেন্দ্রীয় মন্ত্রীদের নামানো হলে বাড়তি সুবিধা মিলতে পারে। অতীতে, রাজ্যসভা সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকাকলীন স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেথি, রবিশংকর প্রসাদ বিহারের পাটনা এবং হরদীপ সিং পুরী পাঞ্জাবের অমৃতসর আসন থেকে লোকসভায় প্রার্থী করেছিল দল। এবং তাঁরা জয়ী হয়েছেন। আর তাতেই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে লোকসভা ভোটের প্রার্থী হলে আলাদা সুবিধা পাওয়া যায় বলেই মনে করছে তারা। এছাড়াও ওই সংশ্লিষ্ট মন্ত্রীদের জনপ্রিয়তার পরখ করে নিতে চাইছে পদ্মশিবির।
বিজেপি সূত্রের খবর, তামিলনাডুর কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে নির্মলা সীতারামনকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজস্থানে জন্ম হলেও কর্মসূত্রে ওড়িশায় ছিলেন। আইএএস অফিসার ছিলেন। ওড়িশায় কালেকটর পদে কাজ করেছেন। তাঁকে রাজস্থান অথবা ওড়িশায় প্রার্থী করা হতে পারে বলে খবর। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। রাজ্যসভার সাংসদ ও পরিবেশ মন্ত্রী। তাঁকেও দল লোকসভায় প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করছে। শোনা যাচ্ছে, রাজস্থান অথবা হরিয়ানা থেকে দল তাঁকে প্রার্থী করতে পারে। বিজেপি সূত্রে খবর, ভুপেন্দ্র যাদব আজমেরে জন্ম হলেও হরিয়ানায় ভাল প্রভাব রয়েছে। অনেকেই জানেন না যে তাঁর পৈতৃক বাড়ি গুরুগ্রামে। গুরুগ্রাম, মানেসার, রেওয়াড়ির ওই অঞ্চলে তার ব্যাপক প্রভাব রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও গুজরাটের পাতিদার সম্প্রদায়ের নেতা। সেখানকার সৌরাষ্ট্র অঞ্চলের কোনও আসন থেকে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে। শিক্ষামন্ত্রী প্রধান অবশ্য নিজেই এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান এবং তা নিজের রাজ্য ওড়িশার ঢেঙ্কানল বা সম্বলপুর আসন থেকে। নিজের ইচ্ছার কথা বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রধান জানিয়েছেন এবং তাতে একপ্রকার সম্মতিও মিলে গিয়েছে বলেই খবর। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও লোকসভায় প্রার্থী করার ব্যাপারে ভাবছে বিজেপি। সেক্ষেত্রে তাঁর কংগ্রেসে থাকাকালীন জেতা আসন গুণা থেকেই লোকসভায় প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে বিজেপির অন্দরে। উল্লেখ্য, সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে। চার রাজ্যে বিজেপি ২১ জন সাংসদকে প্রার্থী করেছিল।




নানান খবর

নানান খবর

চরম গরমে বিপর্যস্ত দিল্লির অসংগঠিত শ্রমিকরা, বিশেষজ্ঞদের জরুরি পদক্ষেপের আহ্বান

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া