বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | BJP: বিজেপির টার্গেট ২০২৪-র লোকসভা ভোট

Sumit | ০৪ জানুয়ারী ২০২৪ ১৩ : ১৭Sumit Chakraborty


আবু হায়াত বিশ্বাস,দিল্লি: কয়েকমাস পরেই লোকসভা ভোট। ‘‌ইন্ডিয়া’ জোট কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে শাসক দল বিজেপিকে। ‌তাই লোকসভা ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি। মোদি মন্ত্রিসভার একঝাঁক রাজ্যসভার সাংসদকে এবার লোকসভায় প্রার্থী করতে চলেছে বিজেপি। তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। বিজেপি নেতৃত্ব মনে করছে, লোকসভা ভোটে কেন্দ্রীয় মন্ত্রীদের নামানো হলে বাড়তি সুবিধা মিলতে পারে। অতীতে, রাজ্যসভা সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকাকলীন স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেথি, রবিশংকর প্রসাদ বিহারের পাটনা এবং হরদীপ সিং পুরী পাঞ্জাবের অমৃতসর আসন থেকে লোকসভায় প্রার্থী করেছিল দল। এবং তাঁরা জয়ী হয়েছেন। আর তাতেই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে লোকসভা ভোটের প্রার্থী হলে আলাদা সুবিধা পাওয়া যায় বলেই মনে করছে তারা। এছাড়াও ওই সংশ্লিষ্ট মন্ত্রীদের জনপ্রিয়তার পরখ করে নিতে চাইছে পদ্মশিবির।
বিজেপি সূত্রের খবর, তামিলনাডুর কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে নির্মলা সীতারামনকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজস্থানে জন্ম হলেও কর্মসূত্রে ওড়িশায় ছিলেন। আইএএস অফিসার ছিলেন। ওড়িশায় কালেকটর পদে কাজ করেছেন। তাঁকে রাজস্থান অথবা ওড়িশায় প্রার্থী করা হতে পারে বলে খবর। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। রাজ্যসভার সাংসদ ও পরিবেশ মন্ত্রী। তাঁকেও দল লোকসভায় প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করছে। শোনা যাচ্ছে, রাজস্থান অথবা হরিয়ানা থেকে দল তাঁকে প্রার্থী করতে পারে। বিজেপি সূত্রে খবর, ভুপেন্দ্র যাদব আজমেরে জন্ম হলেও হরিয়ানায় ভাল প্রভাব রয়েছে। অনেকেই জানেন না যে তাঁর পৈতৃক বাড়ি গুরুগ্রামে। গুরুগ্রাম, মানেসার, রেওয়াড়ির ওই অঞ্চলে তার ব্যাপক প্রভাব রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও গুজরাটের পাতিদার সম্প্রদায়ের নেতা। সেখানকার সৌরাষ্ট্র অঞ্চলের কোনও আসন থেকে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে। শিক্ষামন্ত্রী প্রধান অবশ্য নিজেই এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান এবং তা নিজের রাজ্য ওড়িশার ঢেঙ্কানল বা সম্বলপুর আসন থেকে। নিজের ইচ্ছার কথা বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রধান জানিয়েছেন এবং তাতে একপ্রকার সম্মতিও মিলে গিয়েছে বলেই খবর। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও লোকসভায় প্রার্থী করার ব্যাপারে ভাবছে বিজেপি। সেক্ষেত্রে তাঁর কংগ্রেসে থাকাকালীন জেতা আসন গুণা থেকেই লোকসভায় প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে বিজেপির অন্দরে। উল্লেখ্য, সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে। চার রাজ্যে বিজেপি ২১ জন সাংসদকে প্রার্থী করেছিল।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

এলআইসি-র নতুন পলিসি, নিশ্চিত হবে আপনার মেয়ের ভবিষ্যৎ...

দ্রুত অবসর নিতে চান, জেনে নিন কোথায় বিনিয়োগ করবেন ...

অটোয় ধাক্কা দিয়ে যাত্রীদের উপর উল্টে পড়ল ট্রাক, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৭ ...

সুটকেস থেকে টপটপ করে ঝরছে রক্ত, খুলতেই চোখ ছানাবড়া পুলিশের ...

নারীশক্তির উত্থান, স্কোয়ার্ডন লিডার মোহনা সিংয়ের মাথায় উঠল কোন নতুন পালক...

ফের ভারত পাকিস্তান দ্বৈরথ, এবার সিন্ধু জলবন্টন চুক্তি...

সিনেমা দেখেই মগজের বিরল অপারেশন, বিরল এই ঘটনা হল কোথায়...

এক দেশ এক ভোট, আদৌ সম্ভব? কী বলছেন বিরোধীরা? 

রাহুল গান্ধীকে খুনের ষড়যন্ত্র ? বিজেপি নেতার বিরুদ্ধে থানায় নালিশ ত্রিপুরা কংগ্রেসের ...

১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ...

পয়লা অক্টোবর থেকে পিপিএফে বড়সড় পরিবর্তন, এখনই সতর্ক হন ...

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আসছে বিরাট বদল, নিয়ম জানা না থাকলে পড়তে হবে বিপদে ...

বোনের সামনেই নাবালিকা দিদিকে ধর্ষণ, মুখ বন্ধ রাখতে ২০ টাকা হাতে গুঁজেই পলাতক অভিযুক্ত ...

আহমেদাবাদের রাস্তায় গাড়ি পিষে দিল মা ও ছেলেকে, তারপর কী হল ...

এই বই পড়ে ফেললেই মানুষ বুঝতে পারতেন পশু-পাখির ভাষা!...



সোশ্যাল মিডিয়া



01 24