মঙ্গলবার ২৭ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | টেস্টের নতুন নেতা গিল, বাদ পড়লেন সামি, ইংল্যান্ড সিরিজের দল ঘোষিত 

Rajat Bose | ২৪ মে ২০২৫ ১৩ : ৩৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। রোহিতের অবসরের পর টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন?‌ লড়াইয়ে বুমরা, গিল, পন্থ এমনকী লোকেশ রাহুলও ছিলেন। যদিও বুমরা ওয়ার্কলোডের জন্য নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। এমনকী শোনা যায় তিনি নাকি বোর্ডকেও জানিয়েছেন ইংল্যান্ডে তিনটির বেশি টেস্টের ধকল তিনি নিতে পারবেন না। 


তালিকাটা আরও ছোট করলে দৌড়ে ছিলেন গিল ও বুমরা। আর বুমরা রাজি না থাকায় দায়িত্বটা তরুণ শুভমান গিলকেই দেওয়া হল। দেশের নতুন টেস্ট অধিনায়ক হলেন ২৫ বছরের তরুণ। 


সহ অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা ছিল। আইপিএলে অধিনায়কত্ব করেছেন। এবার সবচেয়ে বড় দায়িত্বে গিল।


শনিবারই ইংল্যান্ড সিরিজের জন্য দল বেছে নিলেন নির্বাচকরা। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে দল। শুরু হবে ২০ জুন থেকে। 


দলের সহ অধিনায়ক হলেন ঋষভ পন্থ। উল্লেখযোগ্য বাদের মধ্যে মহম্মদ সামি। যদিও তিনি ছন্দে ছিলেন না একেবারেই আইপিএলে। তার উপর পাঁচ দিনের ম্যাচে ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তাঁর বিপক্ষে গেছে। বোর্ডের মেডিক্যাল টিম বিসিসিআইকে তা জানানোর পরেই সামিকে আর নেওয়া হল না। সুযোগ পাননি হর্ষিত রানাও। আর সাত বছর পর টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার।

পুরো দলটা এরকম:‌ শুভমান গিল (‌অধিনায়ক)‌, জসপ্রীত বুমরা, যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, ধ্রুব জুড়েল (‌উইকেটরক্ষক), ঋষভ পন্থ (‌সহ অধিনায়ক ও উইকেটরক্ষক)‌, সাই সুদর্শন, করুণ নায়ার, অভিমন্যু ঈশ্বরন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ, কুলদীপ যাদব। 

ঘোষণা করা হল ১৮ জনের দল। সাংবাদিক সম্মেলনে ছিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার ও অন্যতম সদস্য শিবসুন্দর দাস।

দলে পন্থ ও জুড়েল দুই উইকেটরক্ষককে রাখা হয়েছে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন বুমরা। সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ এবং অর্শদীপ সিং। স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব। অলরাউন্ডারদের মধ্যে আছেন জাদেজা, সুন্দর, রেড্ডি। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে থাকছেন রাহুল। আবার সুদর্শনও আছেন। গিলও রয়েছেন। রয়েছেন ঈশ্বরনও। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি, পন্থরা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার। মিডল অর্ডারে বড় ভরসা হতে পারেন তিনি।

 

 

 


India test teamBCCIShubman Gill

নানান খবর

নানান খবর

দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল

চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?

ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের

নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার

দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি

বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা

মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল

আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি

কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু

'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য

‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?

'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?

দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ

আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা

সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ

সোশ্যাল মিডিয়া