
মঙ্গলবার ২৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পেনশনের নিয়মে বড় বদল করেছে সরকার। এই পরিবর্তনের দরুন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারীর স্বস্তি মিলবে।
নতুন নিয়ম:
নতুন নিয়মের অধীনে ৩০ জুন বা ৩১ ডিসেম্বর অর্থাৎ বেতন বৃদ্ধির মাত্র একদিন আগে অবসর গ্রহণকারী কর্মচারীরাও ইনক্রিমেন্টের (বেতন বৃদ্ধি) সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকার এই ধরনের কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাদের জন্য পেনশন গণনাও একই ভিত্তিতে করা যায়।
এখন কোন ভিত্তিতে পেনশন নির্ধারণ?
যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাত্র এক দিনের পার্থক্যের কারণে ইনক্রিমেন্ট মিস করতেন, সরকারের সিদ্ধান্ত সেইসব হাজার হাজার কর্মচারীকে স্বস্তি দেবে। আসলে, ১ জানুয়ারি বা ১ জুলাই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করতে হবে। এই পরিস্থিতিতে, পেনশন গণনা করার আগে বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা যোগ করা হয়। এই ইনক্রিমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কর্মচারী অবসর গ্রহণের সময় কত টাকা পাবেন। তার পরে তিনি কত টাকা পেনশন পাবেন তাও নির্ধারিত হয় এই ভিত্তিতে।
সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির আগে অবসর গ্রহণকারী কর্মচারীদের পেনশনে যোগ করে ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের অনুমোদন:
২০০৬ সালে সরকার প্রতি বছর ১ জুলাই অভিন্ন বেতন বৃদ্ধির তারিখ নির্ধারণ করেছিল। ২০১৬ সালে দু'টি তারিখ নির্ধারণ করা হয়েছিল - ১ জানুয়ারি এবং ১ জুলাই। এর ঠিক একদিন আগে অবসর গ্রহণকারী কর্মচারীরা ইনক্রিমেন্ট মিস করলে, এটি পেনশনের উপরও প্রভাব ফেলে। ২০১৭ সালে মাদ্রাজ হাইকোর্ট একটি মামলার শুনানি করার সময় অবসরপ্রাপ্ত কর্মচারীকে নোশোনাল স্য়ালারি বৃদ্ধির সুবিধা দেয়। এর পরে সুপ্রিম কোর্ট ২০২৩ ও ২০২৪ সালে এই ধরনের ক্ষেত্রে নোশোনাল স্যালারি বৃদ্ধির অধিকারও অনুমোদন করে।
মনে রাখার বিষয়:
এই বিষয়ে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ চলতি বছরের ২০ মে একটি অফিস স্মারকলিপি জারি করেছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, এখন এই সুবিধা সব যোগ্য কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দেওয়া হবে। যদি তারা সঠিকভাবে পরিষেবা সম্পন্ন করে থাকেন। তবে, মনে রাখার বিষয় হল, নোশোনাল পেনশনের হিসাব শুধুমাত্র মাসিক পেনশনের জন্য করা হবে। গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, পেনশন কমিউটেশনের মতো অন্যান্য অবসরকালীন সুবিধার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
উদাহরস্বরূপ যদি ৩০ জুন একজন কর্মচারীর বেতন ৭৯,০০০ টাকা হয় এবং ১ জুলাই থেকে তিনি ২০০০ টাকা ইনক্রিমেন্ট পেতে চান, তাহলে এখন তার পেনশন ৮১,০০০ টাকার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!
ভরসা এআই! একলপ্তে আট হাজার কর্মী ছাঁটাই প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার
কম টাকাতেই হবে স্বপ্নপূরণ, হাতে পাবেন এই বাইক
মহাকুম্ভে বিরাট লাভ করলেন কারা, নাম জানলে চোখ কপালে উঠবে
আপনার হাতে রয়েছে এসআইপি-র শক্তি, কামাল করবে ৬ হাজার টাকা
আধার কার্ড হারিয়েছে? চিন্তা নেই, সহজেই মিলবে আধার নম্বর! জেনে নিন কীভাবে?
প্রতিদিন ১০০ টাকা করে জমান, পাঁচ বছর পর মিলবে দু'লাখের বেশি, জানুন পোস্ট অফিসের এই প্রকল্প সমন্ধে
হোম লোনে বাঁচাতে পারেন ২০ লাখ টাকা, কীভাবে পরিকল্পনা করবেন দেখে নিন
‘ইক্কিস’-এ সেনা হয়ে বড়পর্দায় অগস্ত্য, ইনস্টা-স্টোরিতে পাশে সুহানা! প্রেমগন্ধে জমে উঠল সিনে-মহল
প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন
প্রতি মাসে পেনশন পাবেন ৬০ হাজার টাকা, বিনিয়োগ করতে হবে এখানেই
ক্রেডিট স্কোর কত থাকলে চোখের পলকেই পাবেন ৩ লাখ টাকা, জেনে নিন এখনই
ফর্ম-১৬ ছাড়াই আয়কর রিটার্ন দাখিল সম্ভব, জেনে নিন পদ্ধতি
ব্যাঙ্কের কাজ তো করেন, কিন্তু জানেন সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্য?
করোনার প্রভাব শেয়ার বাজারে? থিতু হতে গিয়েও ফের অস্থিরতা, দ্বিধায় বিনিয়োগকারীরা