
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গরম পড়েছে ভালই। শরীর চাঙ্গা রাখতে অনেকেই দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে তাতে চুমিক দিচ্ছেন। কেউ কেউ আবার এনার্জি ডিংক খেতেও পছন্দ করেন। কিন্তু সেই এনার্জি ড্রিঙ্কস থেকেই হতে পারে ব্লাড ক্যানসারের ঝুঁকি। সম্প্রতি একটি নতুন গবেষণায় জানা গিয়েছে, জনপ্রিয় এনার্জি ড্রিঙ্কসে পাওয়া একটি সাধারণ উপাদান রক্তের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
নেচারে প্রকাশিত গবেষণা অনুসারে, রেড বুল-এর মতো এনার্জি ড্রিঙ্কসে বহুল ব্যবহৃত অ্যামিনো অ্যাসিড, টরিন, লিউকেমিয়া ক্যান্সার কোষের জন্য জ্বালানি উৎস হিসেবে কাজ করতে পারে। এটি একমাত্র অস্থি মজ্জাতেই তৈরি হয়। গবেষকদের ব্যাখ্যা, লিউকেমিয়া কোষগুলি টরিনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্লাইকোলাইসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বৃদ্ধি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই প্রক্রিয়ায় কোষগুলি গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করে, যা ক্যানসার কোষগুলিকে বৃদ্ধি করে।
টরিন প্রাকৃতিকভাবে মানবদেহে উৎপাদিত হয়। মাংস এবং মাছের মতো খাবারে পাওয়া যায়। এটি অনেক এনার্জি ড্রিঙ্কসের উপাদান হিসেবে যোগ করা হয় এর উপকারিতার জন্য। যেমন, মানসিক কর্মক্ষমতা উন্নত করা এবং শারীরিক প্রদাহ কমানো। তবে, গবেষকরা ব্যাখ্যা করেছেন এনার্জি ড্রিঙ্কসের মাধ্যমে টরিনের অতিরিক্ত গ্রহণ ক্যান্সার কোষের জন্য অতিরিক্ত জ্বালানি সরবরাহ করে। যা লিউকিমিয়া আরও বাড়িয়ে তুলতে পারে।
গবেষণার জন্য, গবেষকরা SLC6A6 নামক একটি বিশেষ জিনযুক্ত ইঁদুরের উপর নজর রেখেছিলেন। SLC6A6 সারা শরীরে টরিন চলাচলে সহায়তা করে। তারা এই ইঁদুরগুলির শরীরে মানব লিউকিমিয়া কোষও দিয়েছিলেন। তাঁরা দেখতে চেয়েছিলেন ইঁদুরগুলি কী প্রতিক্রিয়া দেখায়। গবেষণার দেখেছেন, সুস্থ অস্থি মজ্জার কোষগুলি টরিন তৈরি করে। যা SLC6A6 জিন লিউকিমিয়া কোষগুলিতে পরিবহন করে। যা সম্ভাবত কোষগুলির বৃদ্ধিতে সহায়তা করে। এরপরেই গবেষকরা এনার্জি ডিঙ্কস নিয়ে সতর্ক করেছেন সকল উপভোক্তাদের।
গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে গবেষকরা আশাবাদী যে লিউকেমিয়া কোষে টরিন উৎপাদন লক্ষ্য করে এই রোগের চিকিৎসার জন্য একটি নতুন পদ্ধতির আবিষ্কার করা যেতে পারে।
ফিরে আসছে করোনার অন্ধকার? দেশে কোভিড ঝড়ের মধ্যেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণী হিমাচলের ‘বাবা ভাঙ্গা’-র
জীবন নিয়ে খেলবেন না, র্যাকেট নিয়ে খেলুন! এ জীবনে হৃদরোগ ছুঁতে পারবে না, কেন জানেন?
রক্ত সংকটের দিন শেষ! কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা, কবে থেকে পাওয়া যাবে?
আমের নামে বিষ খাচ্ছেন না তো? অসময়ে শেষ হবে কিডনি-লিভার, কেনার সময়ে সতর্ক হবেন কোন বিষয়ে?
গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!
গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?
টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো