রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
AM | ২২ অক্টোবর ২০২৩ ০৩ : ৫৭Arijit Mondal
আজকাল ওয়েবডেস্ক: ভৌগলিক অবস্থান মধ্য কলকাতা। উত্তর বললেও খুব একটা ভুল বলা হবে না। ট্যাংরা আর বেলেঘাটা, দুই খালের মধ্যবর্তী এলাকার রাসমণী বাগান। ইতিহাস দাবি করে এই জায়গাটা একটা সময় ছিল রাণী রাসমণীর বাগান। সেই থেকেই নাম রাসমণী বাগান। সেই বাগানেই এবার গড়ে উঠেছে দিল্লির লোটাস টেম্পল। সৌজন্যে কিশোর সঙ্ঘ। এবারের পুজো ৭২ বছরে পা রাখলো। ভাবনা দিল্লির লোটাস টেম্পল। তথ্য বলছে, বাহাই সম্প্রদায়ের উপাসনালয় লোটাস টেম্পল দিল্লিতে গড়ে উঠেছিল ১৯৮৬ সালে। মূল উপাসনালয়ে রয়েছে ২৭ টি পাপড়ি, যা ৯ টি ক্লাস্টারে সাজানো। শোনা যায় মন্দিরটি যেদিন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল, সেদিনই প্রায় ১০,০০০ লোক ছুটে গেছিলেন মন্দির দেখতে। দিল্লি তথা গোটা দেশের অন্যতম স্থাপত্য এই লোটাস টেম্পল। জগৎ বিখ্যাত এই স্থাপত্যই এবারের দুর্গা পুজোয় থিম হিসেবে তুলে ধরেছে রাসমণী বাগান কিশোর সঙ্ঘ। উদ্দেশ্য বিশ্ব শান্তির বার্তা দেওয়া। মন্ডপের ভিতরে এবং বাইরে বসেছে বিভিন্ন আঙ্গিকের বুদ্ধ মূর্তি। মন্ডপের ভিতরটা শীশ মহলের আদলে তৈরি। কাঁচের মধ্যে আলোর ঝলক। অন্ধকার নামলেই আলো এবং শব্দ মিলেমিশে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ তৈরি করছে। মন্ডপ তৈরি করতে সময় লেগেছে প্রায় চার মাস।