বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ এপ্রিল ২০২৫ ১৫ : ৩৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলি অভিনেতা পরেশ রাওয়াল নিজের দীর্ঘ কেরিয়ারে কাজ করেছেন বলিউডের তিন খানের— শাহরুখ, সলমন এবং আমিরের সঙ্গে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা ভাগ করে নিলেন এই তিন তারকার সঙ্গে কাজ করার তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা। পাশাপাশি এই আলোচনার কেন্দ্রে উঠে এলেন আরেক তারকা— অক্ষয় কুমার, যাঁকে পরেশ একরকম স্পষ্ট ভাষায় ‘সহকর্মী’ বলেই দাগালেন, ‘বন্ধু’ নন।
“শুধু গ্ল্যামার নয়, আমিরের মধ্যে গভীরতা আছে” — অকপট মন্তব্য পরেশের। সাক্ষাৎকারের এক প্রশ্নোত্তর পর্বে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, তিন খানের মধ্যে কে তাঁর সবচেয়ে পছন্দের, পারেশ সোজাসাপটা বলেন, “ব্যক্তিগতভাবে আমিরকে বেশি পছন্দ করি, যদি এদের অভিনয়ের দিক থেকে বলি। ও কোনও ধরণের স্টাইল অথবা ম্যানারিজমে বিশ্বাস করে না। একদম খাঁটি অভিনেতা।" সলমনের কথা বলতে গিয়ে তিনি বলেন, “ও আবার একেবারে অন্যরকম। সলমন স্বভাবজাত তারকা। ওর নিজস্ব আকর্ষণ আর ক্যারিশ্মা একেবারে আলাদা স্তরের।”
‘বাদশা’ সম্পর্কে পরেশের বক্তব্যও বেশ প্রশংসনীয়— “শাহরুখের মধ্যে প্রচণ্ড জেদ আর একাগ্রতা আছে। স্বদেশ ছবিতে ওর পারফরম্যান্সটা শুধু দেখুন! এককথায় — অসাধারণ। কেউ বলতেই পারবে না ওটা শাহরুখ।” শেষে তিনি যোগ করেন, “অভিনয়ে কেউ ছোটো, বড়ো, ফালতু, মহান—এমন কিছু হয় না। এরা সবাই নিজের জায়গায় আলাদা আর ভাল।”
আলোচনায় উঠেছিল অক্ষয় কুমারের প্রসঙ্গও। ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘ওয়েলকাম’-এর মতো বহু হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার। কিন্তু যখন অক্ষয়ের সঙ্গে তোলা একটি ছবি তাঁকে দেখানো হয়, পরেশ বলেন— “ওকে আমি বন্ধু বলব না। ও সহকর্মী।” এরপর নিজের আসল বন্ধুদের নাম করেন পরেশ— “ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকর্মী থাকে, থিয়েটারে বন্ধু হয়, আর স্কুলে হয় একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্ব। আমার কাছে প্রকৃত বন্ধুরা হলেন—ওম পুরি, নাসিরুদ্দিন শাহ আর জনি লিভার। এঁদের আমি গর্বের সঙ্গে বন্ধু বলতে পারি।”
কাজের দিক থেকে বলতে গেলে, বর্তমানে পরেশ রাওয়াল ব্যস্ত রয়েছেন ‘হেরা ফেরি ৩’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং নিয়ে। দর্শকের প্রিয় ‘বাবুরাও’ আবার ফিরছেন। এককথায়, বয়স হোক বা অভিজ্ঞতা—পরেশ এখনও প্রমাণ করে চলেছেন, অভিনেতারা শুধু নামেই নয়, কাজে রাজা হন।
নানান খবর

নানান খবর

জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?

‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?

পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?

'ইন্ডাস্ট্রিতে সবাই খুনি..!' বিস্ফোরক অভিযোগ তুলে বলিউড ছাড়ছেন কোন অভিনেত্রী?

মেট্রোতে উঠে কী করলেন অঞ্জনা বসু, রোশনি, পথিকৃৎ?
বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?
ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ