সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ২৭ এপ্রিল ২০২৫ ১৪ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একেই বলে নিজের বাঁশ নিজে নেওয়া। ভারতের সঙ্গে সবধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে ইসলামাবাদ। এতেই বড় বিপদে পাকিস্তান। পড়শি দেশে ওষুধ নিয়ে ঘোর সঙ্কটের আশঙ্কা। নানা ধরনের ওষুধ ও তার কাঁচামালের জন্য় ভারতের উপর নির্ভরশীল পাকিস্তান। কিন্তু বাণিজ্যিক সম্পর্ক বন্দের ঘোষণায় সেসব আর এ দেশে থেকে পাকিস্তানে যাবে না। ফলে ওষুধ না পেয়ে প্রাণ-সংশয়ের জোগাড় বহু পাক নাগরিকের। এবার কী হবে? সঙ্কটের আঁচ করেই তাই দেশের ওষুধ প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেন পাক প্রশানের কর্তারা।
পাকিস্তানের ড্রাগ রেগুলেটরি অথরিটি (ডিআরএপি) নিশ্চিত করেছে যে ওষুধ খাতে নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না থাকলেও, জরুরি পরিকল্পনা ইতিমধ্যেই কার্যকর রয়েছে। এই সংস্থা জানিয়েছে যে, ইসলামাবাদ সক্রিয়ভাবে বিকল্প উপায়গুলি খুঁজছে।
ডিআরএপি-এর একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন যে, "২০১৯ সালের সঙ্কটের পর, আমরা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। আমরা এখন আমাদের ওষুধের চাহিদা মেটাতে সক্রিয়ভাবে বিকল্প উপায়গুলি খুঁজছি।|"
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় ইসলামাবাদের ওষুধ শিল্প কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে?
এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, ২০১৯ সালের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর- ভারত পাকিস্তান থেকে আমদানির উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। প্রতিশোধ হিসেবে, পাকিস্তান ২০১৯ সালের অগস্টের মধ্যে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেয়। তারপর থেকে, মূলত ওষুধের মতো মানবিক রপ্তানি-সহ বাণিজ্য কেবল মাঝেমধ্যেই হয়েছে।
আসলে পাকিস্তানের ওষুধের বাজার পুরোপুরি ভারত নির্ভরশীল। বিভিন্ন ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জামের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ এ দেশ থেকে পাকিস্তানে যায়। যার মধ্যে রয়েছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) এবং বিভিন্ন উন্নত থেরাপিউটিক পণ্য। তবে, ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধের ঘোষণা সত্ত্বেও, পাক স্বাস্থ্যমন্ত্রক এখনও ওষুধ আমদানির অবস্থা নিয়ে স্পষ্ট করে কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা পায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাক জাতীয় স্বাস্থ্যসেবা, নিয়ন্ত্রণ ও সমন্বয় মন্ত্রকের-এর এক শীর্ষ আধিকারিক 'জিও নিউজ'কে বলেছেন, "পাকিস্তান তার ওষুধের কাঁচামালের প্রায় ৩০-৪০ শতাংশ ভারত থেকে আমদানি করে। আমরা ভারত থেকে তৈরি পণ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যান্সার-রোধী থেরাপি, জৈবিক পণ্য, ভ্যাকসিন, বিশেষ করে জলাতঙ্ক-বিরোধী টিকা এবং সাপের বিষ আমদানি করি।"
জিও নিউজের প্রতিবেদনে লেখা হয়েছে, সরবরাহ শৃঙ্খল ব্যাঘাতের ফলে ওষুধের মারাত্মক ঘাটতি দেখা দিতে পারে। ফলে কালোবাজারির আশঙ্কা রয়েছে। আফগানিস্তান, ইরান, দুবাই এবং এমনকি পূর্ব সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অনথিভুক্ত এবং অননুমোদিত ওষুধের পাচারের ঘটনা ঘটতে পারে।
ওষুধ সঙ্কট উদ্বেগের পরিপ্রেক্ষিতে, ওষুধ শিল্পের শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ইসলামাবাদে গিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির আবেদন জানায়। পিপিএমএ প্রতিনিধিদল স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) এর সঙ্গেও যোগাযোগ করে। পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান তৌকির-উল-হক বলেছেন, "বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার বিষয়ে আলোচনা করার জন্য আমরা বাণিজ্য মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমরা তাদের ওষুধ শিল্পকে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি, কারণ অনেক জীবন রক্ষাকারী পণ্য রয়েছে যার কাঁচামাল একচেটিয়াভাবে ভারত থেকে আসে।"
নানান খবর

নানান খবর

চুরি যাওয়া গাড়ি কিনতে লাখ লাখ ব্যয় করলেন এক ব্যক্তি, কাহিনী শুনলে চোখ কপালে উঠবে!

যুক্তরাষ্ট্রে শিশুদের মায়েদের হঠাৎ নির্বাসন, উঠছে মানবাধিকারের প্রশ্ন

বাড়ির বাগান থেকেই উদ্ধার জুরাসিক যুগের ফসিল, তারপর...

বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি ভিসা ছাড়াই ভ্রমণ করেছিলেন ৫০-টির বেশি দেশ, চিনে নিন তাঁকে

আসছে নতুন ভাইরাস-মানবজন্ম হবে ক্ষণস্থায়ী, চরম সতর্কবার্তা দিলেন বাবা ভাঙ্গা

একমাসে ৮টি খুন, অধিকাংশই মহিলা, শহরে কি নতুন সিরিয়াল কিলার! ভয়ে কাঁপছেন সকলে

ইরানের বান্দার আব্বাসে বিশাল বিস্ফোরণ, আহত অন্তত ৫১৬ জন

বিশ্বজুড়ে শোকের ছায়া: পোপ ফ্রান্সিসের শেষ বিদায়

পহেলগাঁও নিয়ে কড়া বার্তা দিল রাষ্ট্রসংঘ, ভারতের পাশে থাকার আশ্বাস

এখন পাক প্রধানমন্ত্রী বলছেন 'শান্তি চাই', কীসের ভয়ে সুর নরম করছে পাকিস্তান?

রয়েছে সামরিক বাহিনী, তবে এই দেশের একজন সেনাও যুদ্ধে কখনও শহিদ হননি! জানেন কোন দেশ?

বিশ্বের দীর্ঘতম রাস্তা ১০০ বছর পুরনো, ১৪টি দেশের উপর দিয়ে গিয়েছে, পার হতে সময় লাগবে দুই মাস

জলের আবির্ভাব কীভাবে বদলে দিল পৃথিবীর পরিবেশ, নতুন তথ্য বিজ্ঞানীদের হাতে

'৩০ বছর ধরে আমেরিকার জন্য নোংরা কাজ করছি', বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

সর্বনাশ হল পাকিস্তানের, বন্ধ হয়ে গেল পাক শেয়ার বাজারের পোর্টাল