রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ১৩ : ৩৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় সিনেমার জন্য বিরাট গর্বের মুহূর্ত! অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি এবার নীরজ ঘেওয়ানের নতুন ছবি ‘হোমবাউন্ড’-এর সঙ্গে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে নিজেকে যুক্ত করলেন। ছবির চিত্রনাট্য লেখার শুরু থেকেই স্করসেসি জড়িয়ে ছিলেন এবং সম্পাদনা পর্বেও দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।
‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ার হতে চলেছে কান চলচ্চিত্র উৎসবের আন সার্টেন রিগার্ড (Un Certain Regard) বিভাগে। উল্লেখ্য, বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত ‘দ্য শেমলেস’ ছবির জন্য ছবি ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ওদিকে, স্বভাবতই নীরজ ঘেওয়ান আবেগে ভাসছেন। জানালেন, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে স্বয়ং মার্টিন স্করসেসি তাঁর ছবির পাশে দাঁড়িয়েছেন। সুখ্যাতি করেছেন এবং বলেছেন, “ভারতীয় ছবির ক্ষেত্রে ‘হোমবাউন্ড’ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে তাঁর মনে হয়।”
এই ছবি প্রসঙ্গে স্করসেসি এক বিবৃতিতে বলেন, “২০১৫ সালে নীরজের 'মাসান' দেখে মুগ্ধ হয়েছিলাম। তাই যখন মেলিতা তোস্কান দ্য প্লঁতিয়ে আমাকে ওঁর নতুন ছবি পাঠালেন, আমি একেবারে টান অনুভব করি। গল্প, সংস্কৃতি—সবকিছুই মন ছুঁয়ে যায়। ‘হোমবাউন্ড’ নিঃসন্দেহে ভারতীয় সিনেমায় এক গুরুত্বপূর্ণ সংযোজন।”
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে প্রযোজক করণ জোহরও উচ্ছ্বাস লুকোতে পারেননি। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ ‘হোমবাউন্ড’ হল প্রতিভা, দৃষ্টিভঙ্গি আর টানটান গল্প- এক দুর্দান্ত কম্বিনেশন। আর মার্টিন স্করসেসির মতো কিংবদন্তি যখন এই যাত্রায় যুক্ত হন, তখন সেই ছবি পৌঁছে যায় এক অনন্য উচ্চতায়। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে গোটা দুনিয়ার দর্শকের কাছে এই ছবি পৌঁছনোর জন্য আর অপেক্ষা করতে পারছি না!”
মজার বিষয়, স্করসেসি আর করণ জোহরের সংযোগ আজকের নয়। ২০১১ সালেই ভাইরাল হয়েছিল তাঁদের একসঙ্গে ছবি— যেখানে ছিলেন শাহরুখ খান, লিওনার্দো ডি’ক্যাপ্রিও, পল শ্রেডার ও মুশতাক শেখও। শোনা গিয়েছিল, শাহরুখ ও ডিক্যাপ্রিওর নিয়ে ‘এক্সট্রিম সিটি’ নামে এক আন্তর্জাতিক প্রজেক্টের পরিকল্পনা হচ্ছিল, যেখানে স্করসেসি থাকতেন এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আর পরিচালনার দায়িত্ব নিতেন পল শ্রেডার। যদিও সেই প্রজেক্ট বাস্তবে রূপ পায়নি।
কিন্তু ২০২৫-এ এসে নীরজ ঘেওয়ান ও মার্টিন স্করসেসির এই ঐতিহাসিক জুটি ‘হোমবাউন্ড’-এর মাধ্যমে যে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য!
নানান খবর

নানান খবর

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?