বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ২২ এপ্রিল ২০২৫ ১৫ : ৩২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে হিংসার আগুনে জ্বলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি, সামশেরগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায়। কিছু বিরোধী রাজনৈতিক দল এবং বহিরাগতদের প্ররোচনায় যে হিংসা ছড়িয়ে পড়েছিল তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল সামশেরগঞ্জের বিভিন্ন এলাকার বহু পরিবার। অনেক আতঙ্কে ঘরছাড়া হয়েছিলেন।
তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশ্বাস পাওয়ার পর এবং জেলা-পুলিশ প্রশাসনের সময়মতো পদক্ষেপে ইতিমধ্যেই অন্য জেলার ত্রাণ শিবির থেকে ঘরে ফিরে এসেছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিভিন্ন গ্রাম এবং ধুলিয়ান পুরসভা এলাকার গৃহহীন বাসিন্দারা। ধীরে ধীরে ছন্দে ফিরছে সামশেরগঞ্জের মানুষের স্বাভাবিক জীবন। অন্যদিকে মেদিনীপুরের একটি সভা থেকে আজই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সামশেরগঞ্জে যাদের বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের 'বাংলার বাড়ি' প্রকল্পে ঘর তৈরি করে দেওয়া হবে। মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাবেন। সেই সময় দোকানদারদের ক্ষতিপূরণের বিষয়টিও সরকারি স্তর থেকে দেখা হবে বলে সূত্রের খবর।
এরই মধ্যে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন জেলার মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি। তাঁদের অনেকেই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও, সেই পরিচয় পাশে সরিয়ে রেখে দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বাড়ি যাতে পুনরায় বসবাসের যোগ্য হয়ে ওঠে এবং গৃহস্থলীর অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে তাঁরা হাতে পান তার উদ্যোগ নিয়েছেন।
সূত্রের খবর এই উদ্যোগে মূল ভূমিকা নিচ্ছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান-সহ ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ,সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস-সহ এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম সম্প্রদায়ের বিড়ি ব্যবসায়ী।
জঙ্গিপুর মহকুমার মুসলিম সম্প্রদায়ের এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যেই প্রায় ৪ কোটি টাকা দিয়ে একটি তহবিল তৈরি করেছেন।
তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার এক শীর্ষ নেতা জানান,' ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার কাজ অত্যন্ত নীরবে এবং রাজনৈতিক পতাকা ব্যবহার না করে করা হচ্ছে।'
তিনি বলেন ,'সামশেরগঞ্জের জাফরাবাদ, বেদবোনা, পালপাড়া এবং ধুলিয়ান পুরসভার ১৪,৩,৭ এবং ১৬ নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আমাদের দলের তরফ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদার এবং পরিবারগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে এবং তাঁদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।'
এর পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে চাল,ডাল এবং অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দিতে শুরু করেছেন।
ফরাক্কার তৃনমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'এলাকার বিশিষ্ট কিছু মুসলিম মানুষ একত্রে সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যে সমস্ত দোকান এবং পরিবারগুলির ক্ষতি হয়েছে, তা যতটা সম্ভব পূরণ করার উদ্যোগ নিয়েছেন।'
তিনি জানান, 'অনেকের বাড়িতে রান্নাঘর নষ্ট হয়ে গিয়েছে বা রান্না করার জন্য প্রয়োজনীয় গ্যাস ওভেনটিও আর নেই। অন্য আরও বহু মানুষের বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে। এলাকার মুসলিম সমাজের তরফ থেকে যে আর্থিক তহবিল তৈরি করা হচ্ছে তা দিয়ে আমরা প্রায় ৪০০টি পরিবার এবং দোকানদার সাহায্য করতে পারব বলে আশাবাদী। প্রয়োজন ভিত্তিতে পরিবারগুলিকে দেড় থেকে দু'লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে।'
নানান খবর
নানান খবর

তারাপীঠের হোটেলে গোপন ক্যামেরায় মহিলার স্নানের ভিডিও, গ্রেপ্তার ম্যানেজার ও রিসেপশনিস্ট

কৃষিতে নতুন দিক, কীটনাশক স্প্রে করতে মালদহে ড্রোনের ব্যবহার

মাদক পাচারের অভিযোগ দুই নেতার বিরুদ্ধে, ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

কংগ্রেস গড়ে রক্তক্ষরণ, একসঙ্গে হাত ছাড়লেন প্রায় হাজার নেতা-কর্মী

৭৫ লক্ষ টাকার ইয়াবা পাচারের চেষ্টা, কোচবিহারে পুলিশের জালে এক মহিলা সহ ৫ অভিযুক্ত

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’