শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৪ ডিসেম্বর ২০২৩ ০৯ : ২৫Pallabi Ghosh
চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বোলপুর: শুরু হল ১৮০ তম পৌষ উৎসব ও পৌষমেলা৷ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শান্তিনিকেতনি ঘরানায় বিশ্বভারতীর আঙ্গিকেই পৌষমেলা রাখতে হবে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করে টেলিফোনে তিনি উদ্বোধনী ভাষণ দেন। বিশ্বভারতীর সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য সরকার এই পৌষমেলা করার উদ্যোগ নিয়েছে। বিশ্বভারতী যেভাবে সহযোগিতা করেছে সেজন্য তিনি বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্বাগত জানান। পাশাপাশি জেলা প্রশাসনকেও অভিনন্দন জানান এত সুন্দর পোস্টম্যানের আয়োজন করার জন্য। সকাল থেকে বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিশ্বভারতীতে শুরু হল পৌষ উৎসব। ২০১৯ সালের পর ফের পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষমেলা। যদিও, এই মেলার আয়োজক রাজ্য সরকার, বিশ্বভারতী নয়৷
৭ পৌষ ব্রহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর৷ সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর পৌষ উৎসব হয়। প্রথা অনুযায়ী এবারও শুরু হল ১৮০ তম পৌষ উৎসব। সকাল থেকে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, ছাতিম তলায় ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু পৌষ উৎসব। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক সহ আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনীরা। ৩ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রকাশের মধ্যদিয়ে চলবে পৌষ উৎসব। মেলা চলবে ৫ দিন।
অন্যদিকে, পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষমেলা। ২০১৯ সালে এই মাঠে শেষবার হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা। যদিও এবার পৌষমেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট করছে না৷ পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে রাজ্য সরকার মেলা করছে৷ সেই মেলার সূচনা হল এদিন৷ ৫ দিন ধরে চলবে এই মেলা৷
ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, "এই পৌষমেলার একটি বিশেষ ঐতিহ্য আছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ, তাঁর গানকে স্মরণ করি৷ অমর্ত্য সেন আমাদের শ্রদ্ধার মানুষ। তিনি ভারতে থাকলে হয় তো আসতেন। দুবার বিতর্কের জন্য পৌষমেলা হয়নি৷ এবার ধন্যবাদ জানাই জেলার সকল আধিকারিক, বিশ্বভারতীকে মেলার আয়োজন করায়৷ বিশ্বভারতীর সবাইকে নিয়ে চলত বলবে৷ পড়ুয়া, সম্মানীয় ব্যাক্তি, আশ্রমিকদের সম্মান করে, তাঁদের নিয়ে চলতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি কাজল শেখ, বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন দুই সাংসদ অসিত মাল এবং সামিরুল ইসলাম। বিশিষ্ট ভাষাবিদ অধ্যাপক সুনীতি পাঠক এবং কল্পিকা মুখোপাধ্যায় প্রদীপ জ্বালিয়ে বাউল মঞ্চের উদ্বোধন করেন। সুপ্রিয় ঠাকুর, সবুজ কলি সেনের কন্ঠে মন্ত্র পাঠের মধ্যে দিয়ে সূচিত হয় পৌষ মেলার।
নানান খবর
নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?