শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | 'রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া যায় না', বিচার বিভাগকে কটাক্ষ উপরাষ্ট্রপতি ধনখড়ের

RD | ১৭ এপ্রিল ২০২৫ ১৮ : ০১Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে কোনও বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। কোনও বিলে সাক্ষরের ক্ষেত্রে এই সময়সীমা পার করলে উপযুক্ত কারণ দর্শাতে হবে রাষ্ট্রপতিকে। একই সিদ্ধান্ত রাজ্যপালের ক্ষেত্রেও প্রযোজ্য। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়ে তোপ দাগলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এটিকে একটি উদ্বেগজনক ঘটনা বলে অভিহিত করেছেন তিনি। তাঁর মতে, ভারত কখনই এমন গণতন্ত্রের জন্য তৈরি হয়নি যেখানে বিচারকরা আইন প্রণেতা, প্রশাসনিক বিভাগ এবং এমনকি "সুপার পার্লামেন্ট" হিসাবে কাজ করবেন। 

রাজ্যসভার ইন্টার্নদের একটি দলকে সম্বোধন করার সময় সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন উপরাষ্ট্রপতি। জগদীপ ধনকড় বলেন, "আমরা কোথায় যাচ্ছি? দেশে কী ঘটছে? দেশের রাষ্ট্রপতিকে কখনওই নির্দেশ দিতে পারে না আদালত। " 

যে কোনও বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। কোনও বিল এই সময়সীমার পরেও ফেলে রাখতে হলে তার কারণ জানাতে হবে। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। ই রায়টি তামিলনাড়ুর রাজ্যপালের দীর্ঘ নিষ্ক্রিয়তা এবং রাজ্য বিলগুলিতে সম্মতি আটকে রাখার সমালোচনা করা একটি রায়ের অংশ ছিল। শীর্ষ আদালত জোর দিয়ে বলেছে যে, রাষ্ট্রপতির "পকেট ভেটো" নেই এবং সময়মতো সম্মতি মঞ্জুর বা অস্বীকার করতে হবে।

এই ঘটনাকে অভূতপূর্ব বলে ধনখড় বলেন, "আমরা এই ধরনের গণতন্ত্রের জন্য কখনও দর কষাকষি করিনি। রাষ্ট্রপতিকে সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, এবং যদি তা না হয়, তাহলে তা আইনে পরিণত হবে।" সুপ্রিম কোর্টের কড়া এই সিদ্ধান্তকে নিন্দা করে উপরাষ্ট্রপতি বলেছেন, "বিচার বিভাগের এই ক্ষমতা গণতন্ত্রের বিরুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।"

উপরাষ্ট্রপতি বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বলেন, "আমাদের এমন বিচারক আছেন যারা আইন প্রণয়ন করবেন, যারা নির্বাহী দায়িত্ব পালন করবেন, যারা সংসদের সর্বোচ্চ স্তরে কাজ করবেন এবং তাঁদের কোনও জবাবদিহি করতে হয় না, কারণ দেশের আইন তাদের উপর প্রযোজ্য নয়।"

ধনখড়ের কথায়, "এমন পরিস্থিতি হতে পারে না যেখানে কেউ ভারতের রাষ্ট্রপতিকে নির্দেশ দেবেন।" সাংবিধানিক বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন যে "এই ধরনের বিষয়ে বিচার বিভাগের একমাত্র কর্তৃত্ব হল ১৪৫(৩) অনুচ্ছেদের অধীনে সংবিধানের ব্যাখ্যা করা। যা পাঁচ বা ততোধিক বিচারকের একটি বেঞ্চ দ্বারা করা উচিত।"

সুপ্রিম আদেশ-

সম্প্রতি তামিলনাড়ু সরকারের একটি মামলায় রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বলে সুপ্রিম কোর্ট। সাধারণত, কোনও রাজ্যের আইনসভায় বিল পাশ হলে তা সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। 

সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যপালের কাছ থেকে এই ধরনের বিল এলে রাষ্ট্রপতি অনির্দিষ্ট কালের জন্য তা ফেলে রাখতে পারবেন না। ভারতীয় সংবিধানে বিল নিয়ে মতামত জানানোর জন্য রাষ্ট্রপতিকে কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে। বিল হাতে পাওয়ার তিন মাসের মধ্যে তা নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে রাষ্ট্রপতিকে। যদি বেশি সময় লাগে, সে ক্ষেত্রে তার কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।


নানান খবর

নানান খবর

আফ্রিকা থেকে ফের ভারতে আসছে চিতা, আগামী মাসেই আসবে চারটি

কবে খুলছে কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরের দরজা?‌ জেনে নিন 

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, মৃত অন্তত চার

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

ওয়াকফ সংশোধনী আইনকে স্বাগত, মোদির সঙ্গে দেখা করে জানালেন দাউদি বোহরার প্রতিনিধিদল

২৫ বছর বাদ গ্রাহাম স্টেইনসের হত্যাকারীর মুক্তি, মালা পরিয়ে সংবর্ধনা, ওড়িশা সরকারের পদক্ষেপে বিতর্ক

ভিক্ষুকের হাতে মার খেলেন যুবক! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ছুটির দিনে মহিলা কর্মচারীকে দোকানে ডাকলেন ম্যানেজার, তারপর...

চাকরি পেতে গিয়ে এ কী কাণ্ড ঘটালো স্ত্রী, হাতে নাতে ধরে ফেলল স্বামী

উমিয়াম-জোরাবাট এক্সপ্রেসওয়েতে ১০০ দিনে ২৫টি প্রাণহানি স্পিডিং ও মদ্যপ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

তরুণীর এক ভেল্কিতেই জব্দ সাইবার প্রতারক, জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে

৫ বছরের শিশুকে একি করতে বললেন চিকিৎসক! ভিডিও ভাইরাল, তদন্তে স্বাস্থ্য বিভাগ

হিন্দু বোর্ডে মুসলমানদের রাখবেন?: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে কেন্দ্রকে খোঁচা শীর্ষ আদালতের 

সোশ্যাল মিডিয়া