রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Sujog Bandyopadhyay s Name Erased from Poster of Rappa Roy Film s New Poster Sparks Massive Backlash

বিনোদন | Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ এপ্রিল ২০২৫ ১৫ : ২৪Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট জনপ্রিয় কমিকস চরিত্র রাপ্পা রায়-এর বড়পর্দায় আসার কথা ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল তুমুল হইচই। প্রায় দু’দশক ধরে একচেটিয়াভাবে এই জনপ্রিয় কমিকস নিয়ে আগ্রহের অন্ত ছিল না অনুরাগীদের। তবে যত সময় বেড়েছে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ঘিরে জট পেকেছে। পৃথমে ঘোষণা করেও শুটিং শুরু হওয়ার আগেই বিলকুল বদলে গিয়েছে ছবির পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা। এরপর শুটিং শুরু হওয়ার পর মুখ্যচরিত্রে থাকা অভিনেতা বদল হয়েছে, কখনও বা ফেডারেশনের সঙ্গে ঝামেলায় বন্ধ হয়েছে শুটিং। এবার সমস্যা বেঁধে ছবির পোস্টারে। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর ঝাঁ চকচকে নয়া পোস্টারে মুখ্যঅভিনেতারা রয়েছেন, গোটা গোটা, জ্বলজ্বলে অক্ষরে রয়েছে ছবির পরিচালক-প্রযোজকের নাম এবং আরও অনেকের। কিন্তু নেই রাপ্পা রায়-এর স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম! 

 

বড়সড় আকারের এই পোস্টারে এক চিলতে জায়গাতেও দেখা গেল না সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম! রাপ্পার স্রষ্টা যে এই ঘটনায় বিরক্ত তা তিনি প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। খানিক খোঁচা দিয়েই ছবি নির্মাতাদের উদ্দেশ্যে সুযোগ লিখেছেন – “এটা বোধহয় সেই গল্পটা যেটা আমি লিখেছিলাম। নামটা তো একই, আসলে পোস্টার এ নাম নেই বুঝতে পারছি না ঠিক। যাই হোক, ছবির সঙ্গে যুক্ত সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা।”  

 

 

শিল্পীর এই পোস্ট দেখে রগে ফেটে পড়েছে নেটপাড়া। ছি ছি রব শুরু হয়েছে। আজকাল ডট ইন-কে সুযোগ বন্দ্যোপাধ্যায় বললেন – “আমি অত্যন্ত বিরক্ত। গোটা বিষয়টায় ভীষণ বিরক্ত! সৌজন্যতাবোধ নিয়ে আর কী বলব? তবে রাপ্পা রায়-এর ছবির পোস্টারে আমার নাম না থাকলেও এই চরিত্রের স্রষ্টা কে তা মনে হয় পাঠকরা জানেন। তাই আমার তেমন কিছু একটা যায় আসে না। তবে হ্যাঁ, অভিনেতা রাহুল...মানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজে থেকে যোগাযোগ করেছিলেন। দুঃখপ্রকাশ করেছেন।”  

 

 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজেও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আজকাল ডট ইন-কে নিজস্ব ছন্দে তিনি বললেন, “রাপ্পা রায় যখন জনপ্রিয় হয়েছিল, ততদিনে আমি বেশ বড়। তবে পড়তাম তো বটেই। আমার ছোট ভাই-বোনদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল রাপ্পা তখন থেকেই। এই পোস্টার  নিয়ে যা হল, এককথায় শিল্পীর স্বত্বকে অস্বীকার করা হল। কোনও তোয়াক্কা-ই করা হল না। রাপ্পা রায় কিন্তু কোনও অচেনা জিনিস নয়। শিল্পীর উপর দয়া দেখিয়ে এই ছবি করা হচ্ছে না। মানে একটা নামী কমিকসের উপর ছবি তৈরির স্বত্ব নিয়ে লেখকের নাম না দেওয়া হয়...এ তো একশ ভাগ অন্যায়! আর একটা কথা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি পরিচালকের এই বিষয়ে বোধ একটু কম!  খোলাখুলি বলছি, উনি বিদেশে থাকেন, প্রভূত উপার্জন করেন। আর অর্থ উপার্জনটা যখন বেশি হয় তখন বাকি অনেককিছুর উপর শ্রদ্ধা হারিয়ে ফেলে অনেকে। ওঁর সঙ্গে কাজ করে সেটাই মনে হয়েছে আমার। আর এসব উনি আগেও করেছেন। একজন প্রশংসিত অভিনেতাকে এ ছবিতে নিয়ে, শুট করিয়ে তাঁকে মাঝপথে ছবি থেকে বের করে দিয়েছে! প্রচুর অর্থ থাকলে মনে হয় এসব করা যায়! তাই তো দেখা যাচ্ছে। সেটাই উনি মনে করছে সুযোগদার সঙ্গেও হয়তো করা যাবে। এ ছবির অন্যতম চিত্রনাট্যকারের সঙ্গেও অন্যায় করেছেন ধীমান বর্মন। আমি পরে জানতে পেরেছি।”

 

‘রাপ্পা রায় ও ফুল স্টপ ডট কম’-এর আগের দু’টি পোস্টারের দায়িত্ব ছিল একতা ক্রিয়েটিভ টেলস। সেই পোস্টার দু'টি বেশ প্রশংসিত হয়েছিল। তবে সেখানেও নাম ছিল না সুযোগ বন্দ্যোপাধ্যায়ের। আজকাল ডট ইন-কে একতা সোজাসাপ্টা বললেন, “এই তিন নম্বর পোস্টারের সৃজনশীল বিষয়ে আমি কোনওভাবেই যুক্ত নেই। আর আগের দু’টো পোস্টারের ক্ষেত্রে বলতে পারি আমাদের কাছে যেরকম ক্রেডিট লিস্ট এসেছিল ছবি নির্মাতাদের তরফে, সেরকমভাবেই করেছি। ওই দুই পোস্টারের ক্রেডিট লিস্টে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না!”

ছবির পরিচালক-প্রযোজক ধীমান বর্মনকে-ও করা হয়েছিল ফোন। তবে ও প্রান্তে ফোন বেজে গিয়েছে, মেলেনি সাড়া। 

 

প্রসঙ্গত, এ ছবিতে নামভূমিকায় রয়েছেন অর্পণ ঘোষাল। রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বেশ কয়েকবার 'রাপ্পা' বদলের পর এবার নতুন জটিলতায় এই ছবি। এই ছবির ভবিষ্যৎ কী হবে, তার উত্তর সময়ই দেবে। আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রাপ্পা নয়, বরং তাঁর স্রষ্টার প্রতি অসম্মানই!


Sujog BandopadhyayaRappa Roy O Full Stop Dot Com Rahul Arunoday Banerjee

নানান খবর

নানান খবর

ঊষসীকে নিয়ে গোপন কথা ফাঁস সুস্মিতের! লজ্জায় মুখ ঢাকলেন নায়িকা, কী চলছে 'গৃহপ্রবেশ'-এর ফ্লোরের আড়ালে?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

সোশ্যাল মিডিয়া