শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ এপ্রিল ২০২৫ ১৮ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্লাবে লোকে লোকারণ্য। আইএসএল লিগ শিল্ড এবং কাপ দেখার ভিড় ক্লাব প্রাঙ্গণে। তারমধ্যেই তৈরি হল নির্বাচনের আবহ। বেশ কয়েকদিন আগেই ভোটের দামামা বেজে গিয়েছে। এবার প্রকাশ্যে প্রাক্তন এবং বর্তমান সচিবের মধ্যে তরজা। বাঙালির নতুন বছরের প্রথম দিনেই একে অপরকে আক্রমণ করলেন মোহনবাগানের দুই কর্তা। বর্তমান সচিব দেবাশিস দত্তের সুর কিছুটা নরম হলেও, প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু চাঁচাছোলা। বাগান সচিব জানান, যেসব সমর্থকরা ৫০ বছরের বেশি ক্লাবের সদস্য, এই বিশেষ দিনে তাঁদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছিল কার্যকরী কমিটি। কিন্তু তাতে বাধা দেন সৃঞ্জয় বসু। চিঠি দিয়ে নির্বাচনের দায়িত্বে থাকা বোর্ডকে জানান, ভোটের আগে এমন কিছু করলে সেটা নির্বাচনে প্রভাব পড়বে। নির্বাচনের পরে করতে বলা হয়। এই প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, 'আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, ৫০ বছরের বেশি যারা ক্লাবের সদস্য, তাঁদের সংবর্ধনা দেবে। কিন্তু সৃঞ্জয় বসু নির্বাচনী বোর্ডকে চিঠি দিয়ে জানান, এতে সদস্যরা প্রভাবিত হবে। নির্বাচনের পরে এটা করার আর্জি জানান। আমরা বোর্ডের থেকে লিখিত নির্দেশ চেয়েছিলাম। নির্বাচনী বোর্ড চিঠি পাঠিয়ে নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে। কিন্তু আমি মনে করি, আমাদের আইএসএল জেতা উচিত হয়নি। কারণ তাতে সদস্য, সমর্থকরা আরও বেশি প্রভাবিত হবে। আমার মনে হয় আমরা সাফল্য না পেলে উনি খুশি হতেন।'
এর পাল্টা দেন সৃঞ্জয় বসু। মোহনবাগানের প্রাক্তন সচিব দাবি করেন, শেষ তিন বছরে ক্লাবের সাফল্যে কোনও অবদান নেই শাসক গোষ্টির। ফুটবল সংক্রান্ত সমস্ত বিষয় দেখেন সঞ্জীব গোয়েঙ্কার কার্যালয়। নির্বাচনের বছরে ক্লাবের ৫০ বছরের সদস্যদের সংবর্ধনা দেওয়া নিয়েও নিজের মতামত জানান বাগানের প্রাক্তন সচিব। সৃঞ্জয় বসু বলেন, 'মোহনবাগানে ফুটবলের ধারাবাহিক সাফল্য গত ছ'বছর ধরে হয়ে আসছে। মোহনবাগান সুপার জায়ান্টস হওয়ার পর থেকে ফুটবলে ক্লাবের ভূমিকা নেই বললেই চলে। বরং, ক্রিকেট এবং হকি ক্লাবের। অ্যাথলেটিক্সেও ধারাবাহিক সাফল্য এসেই চলেছে। মোহনবাগান জনতা ঠিক করবে ক্লাবের জন্য কে ভাল কে খারাপ। আমি সবসময় মোহনবাগান সমর্থকদের কার্ড পাঠিয়েছি, যোগাযোগ রেখেছি। এদিকে যতদিন নির্বাচন হয়নি, ততদিন সচিবের কোনও শুভেচ্ছা যেত না। এখন যাচ্ছে, সব সদস্যদের ডেকে পাঠানো হচ্ছে। বলা হচ্ছে, ৫০ বছরের ঊর্ধ্বে যারা মেম্বার তাঁদের সংবর্ধনা আমি আটকে দিয়েছি। তিন বছর ধরে এই কমিটি ছিল। প্রচুর সময় ছিল। তাহলে নির্বাচন ঘোষণা হওয়ার পরের পয়লা বৈশাখ কেন বেছে নিল? জিতলে ২৯ জুলাই দেবে সংবর্ধনা। নির্বাচনের আগে মনে হল ৫০ বছরের সদস্যরা আছে? এটা নিয়ে প্রতিবাদ করায় আমি বিরোধী হলাম। সেলিব্রেশনের জন্য জেতা বা না জেতা চাওয়া বোকা বোকা কথা। মোহনবাগান ক্লাবের সচিব যদি এমন বালখিল্য আচরণ করে, সেটা খুবই হাস্যকর।' সৃঞ্জয় বসুকে ভাইয়ের মতো বলেন বাগান সচিব। তাঁর উত্তরে প্রাক্তন সচিব বলেন, 'ভাইয়ের মতো চিন্তা একদিকে, আবার অন্যদিকে বলবে আমি নাকি মোহনবাগানের হার চাইছি যাতে সেলিব্রেশনে ভাটা পড়ে। দুটো মেলে না। ভাই হলে ভাইয়ের মতো আচরণ করতে হবে।' বাঙালির নতুন বছরের প্রথম দিনটা সরগরম মোহনবাগান তাঁবু। নির্বাচনের আগে পরিস্থিতি ক্রমশ তেতে উঠছে।
নানান খবর
নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?