শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১৪ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে উদ্বোধন বহু প্রতীক্ষীত কালীঘাট স্কাইওয়াকের। এর পাশাপাশি উদ্বোধন হল নবরূপে সুসজ্জিত কালীঘাট মন্দির এবং মন্দিরপ্রাঙ্গন এবং রিফিউজি হকার্স কর্নার। বাংলা নতুন বছরের প্রাক্কালে সোমবার সন্ধ্যায় প্রকল্পগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সোমবার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সরকারে নেতামন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন, মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মালা রায়, স্নেহাশিস চক্রবর্তী, শিল্পপতি সৃঞ্জয় বোস, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, হর্ষ নেওটিয়া, দেব সঞ্জয় বুধিয়া, জিৎ গাঙ্গুলি, অদিতি মুন্সী, জুন মালিয়া-সহ অন্যান্যরা।
উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "আমি অন্য কোনও অনুষ্ঠানে গেলে কটাক্ষ করা হয়। ধর্ম নিয়ে অধার্মিক খেলা কারা খেলেন। মানুষকে ভালবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। আমরা একা জন্মাই। কীসের দাঙ্গা, কীসের অশান্তি। মানুষকে ভালবাসলে সবকিছু জয় করা যায়। নিজেকে আলাদা করে রাখলে কাউকে জয় করা যায় না। কারও উপর কোনও আঘাত আসে সে অবহেলিত, নির্যাতিত হোক বা বঞ্চিত হোক আমরা সকলের পাশে দাঁড়াই। শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার আছে। আইন কখনও হাতে তুলে নেবেন না। আইনের জন্য আইনের রক্ষকরা রয়েছেন। আইনের ভক্ষকদের দরকার নেই। কোনও প্ররোচনায় পা দেবেন না। বাংলার মাটি শান্তির মাটি, সোনার চেয়েও খাঁটি।"
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন স্কাইওয়াক তৈরির কারণে অনেক হকারদের কাজ চলে যেতে পারত। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিকল্প ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছিল। একবছরের জন্য হাজরা পার্কে হকার্স কর্নার বানিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে তাঁরা নবনির্মিত হকার্স রিফিউজি কর্নারে আবার নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন।
বক্তব্য রাখার পর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রিমোটের সাহায্যে তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন মমতা। প্রথমে, নবরূপে সুসজ্জিত কালীঘাট মন্দির এবং মন্দির প্রাঙ্গনের উদ্বোধন করলেন। এরপর নবনির্মিত স্কাইওয়াক এবং সব শেষে হকার্সদের জন্য তৈরি রিফিউজি হকার্স কর্নারের উদ্বোধন করেন। এর পর ফিতে কেটে স্কাইওয়াকের উদ্বোধন করে উঠে গোটা পথ ঘুরে দেখেন। এরপর পুজো দেন কালীঘাট মন্দিরে।
নির্মাণকাজে নানা বিলম্বের কারণে বারবার পিছিয়েছে কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের দিন। অবশেষে স্থির হয়েছিল ১৪৩২ বঙ্গাব্দ শুরু আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন স্কাইওয়াকের উদ্বোধন করা হবে। অবশেষে সেটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
২০১৮ সালে স্কাইওয়াকের জন্য অর্থ বরাদ্দ করা হলেও, কাজ শুরু হয় ২০২১ সালে। তৃতীয় বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কালীঘাটের স্কাইওয়াক তৈরির নির্দেশ দেন। কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও, নিকাশি নালা ও পাইপলাইনের সমস্যার কারণেও বিলম্ব ঘটে। কালীঘাট স্কাইওয়াক নির্মাণে প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছিল। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এবং সাড়ে ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকটি ব্যবহার করে পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছতে সুবিধা হবে।
নানান খবর
নানান খবর

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে