শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Kaushik Roy | লেখক: Kaushik Roy ১৩ এপ্রিল ২০২৫ ১৫ : ০৮Krishanu Mazumder
কৌশিক রায়: সদ্য খেলা শেষের বাঁশি বেজেছে। স্টেডিয়ামের ডিজেতে তখন বাজছিল 'ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ'। ভাষা না বুঝলে কী হবে, তালে তালে নেচে উঠছিলেন আলড্রেড, টাংরি, আলবার্তোরা। আর ঠিক তার পাশেই ছিলেন কোচ হোসে মোলিনা। শান্ত ভাবে দাঁড়িয়ে থাকলেও মুখে তৃপ্তির ছাপ ছিল স্পষ্ট। আর হবে নাই বা কেন? গোটা মরশুম জুড়ে তাঁর কোচিংয়ে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে তা এক কথায় অনবদ্য।
প্রথমে আইএসএল শিল্ড জয়, তারপর আইএসএল কাপ জয়। একাধিক রেকর্ড সঙ্গে নিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শেষ করেছে মোহনবাগান। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসেও হাসিখুশি দেখাল তাঁকে। টিমের প্রত্যেক ফুটবলারদের প্রশংসা শোনা গেল তাঁর গলায়। তবে তার সঙ্গে সঙ্গে সবুজ মেরুনের জয়ের গোপন রহস্যও তুলে ধরলেন তিনি।
মোলিনা বলেন, 'নর্থ ইস্টের কাছে ডুরান্ড কাপ ফাইনাল হারতে হয়েছিল। কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল আমার। ফুটবলারদের নিয়ে কীভাবে কাজ করতে হবে সেটাও আমি জানতাম। পুরোটা একটা প্রক্রিয়া ছিল, শুরুতে হয়তো একটু সমস্যা হয়েছে। কিন্তু সেটারই ফল হচ্ছে এই আইএসএল ডবল। ফুটবলার, সাপোর্ট স্টাফ এবং সমর্থকরা যখন পাশে থাকেন তখন সবকিছুই সম্ভব।' কয়েকদিন পরেই সুপার কাপ রয়েছে। তবে এখনই সেটা নিয়ে ভাবতে চাইছেন না তিনি।
সাফ জানিয়ে দিলেন, 'আপাতত জয় উদযাপন করব। ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব সুপার কাপ নিয়ে।' তবে মোহনবাগানে রেকর্ড মরশুমের পরেও আত্মতুষ্টি নেই মোলিনার গলায়। জানালেন, 'আমার মনে হয় কোচ হিসেবে আমি রোজই কিছু না কিছু শিখছি। আইএসএল ডবল হয়তো আমার কোচিং কেরিয়ারে সবথেকে সেরা মুহূর্ত। তবে আমার মনে হয় আমি এর থেকেও বেশি ভাল করতে পারব। ২০১৬ সালে আমি এখানে কাপ জিতেছিলাম, এই বছর শিল্ড, কাপ দুটোই জিতলাম।' কাপ ফাইনালে স্প্যানিশ মায়েস্ত্রোর জোড়া পরিবর্তনের পরেই খেলা বদলে যায় মোহনবাগানের। সাহাল এবং আশিকের ভূয়সী প্রশংসা করলেন বাগান কোচ।
জানালেন, 'বাঁদিক থেকে আশিক দারুণ খেলেছে। সাহাল একের পর এক সুযোগ তৈরি করেছে। আমি জানতাম বেঞ্চ কতটা শক্তিশালী। পরে গ্রেগ নামার পরে আরও চাপ বাড়াতে পেরেছিলাম আমরা। দ্বিতীয় গোলের পরে ডিফেন্ডিংও ভাল হয়েছে। এক্সট্রা টাইমে দলের খেলায় আমি খুবই খুশি। সবার অবদান ছিল।' বেঙ্গালুরু কোচ জারাগোজা এদিন রেফারিকে একহাত নেন। মোলিনাকে রেফারিং নিয়ে প্রশ্ন করায় তিনিও চুপ থাকেননি।
জানিয়ে দিলেন, 'ম্যাচ না জিতলেই অজুহাত দেওয়া ঠিক নয়। বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আমরা ৩-০ হেরে গিয়েছিলাম। আমি তো কোনও অজুহাত দিইনি। সেটা আমার কাজও নয়। আমার কাজ কীভাবে আরও ভাল খেলব সেটা চিন্তা করা।' কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন থেকে গিয়েছিল একটাই। মোলিনা কি থাকছেন পরের মরশুমে? চ্যাম্পিয়ন কোচ জানালেন, আমি আইএসএল শিল্ড, কাপ দুটোই জিতেছি। ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসব যদি তাঁরা আমাকে রাখতে চান। তবে আমি আশাবাদী পরের মরশুমে ম্যানেজমেন্ট আমাকে রাখতে চাইবে।'
নানান খবর
নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?