বুধবার ১৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ এপ্রিল ২০২৫ ০২ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লিগ শিল্ড এখনও ক্লাবতাঁবুতে আসেনি। কবে আসবে আইএসএল ট্রফি? সামনেই নববর্ষ। বাংলার নতুন বছরের প্রথম দিন কি সবুজ মেরুন তাঁবুতে ট্রফি ঢুকবে? কী বললেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা? এককথায় তাঁর সংক্ষিপ্ত উত্তর, 'দেখি।' অর্থাৎ, দ্বিমুকুট জিতলেও ক্লাবে কবে ট্রফি ঢুকবে সেটা এখনও নির্ধারিত হয়নি। দ্বিমুকুট জিতে ইতিহাস রচনা করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন বাগানের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'এই জয় মেরিনার্সদের। আমাদের ফ্যানদের। তাঁদের আশীর্বাদ আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। সমস্ত ফ্যানদের কাছে কৃতজ্ঞ। আমাদের ওপর আস্থা রাখুন। আমরা সেরাটা দেব। ক্লাবকে আরও উচ্চতায় পৌঁছে দেব। শিল্ড এবং ট্রফি একসঙ্গে জেতা আনন্দের।' এক সপ্তাহ পরই শুরু সুপার কাপ। তবে সেই নিয়ে ভাবিত নয় মোহনবাগান ম্যানেজমেন্ট। ভারতীয় ফুটবলে সব ট্রফি জেতা হয়ে গিয়েছে। এবার পাখির চোখ এএফসিতে।
শীঘ্রই ক্লাবে ট্রফি আনার বিষয়ে আশাবাদী সচিব দেবাশিস দত্ত। নির্ধারিত দিন ঘোষণা না করলেও, জানালেন রবিবারই সমর্থকদের জন্য চমক থাকবে। দেবাশিস দত্ত বলেন, 'আমার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা হয়ে গিয়েছে। খুব শীঘ্রই শিল্ড এবং কাপ ক্লাবে আসছে।' গত তিন বছরে নজরকাড়া সাফল্য মোহনবাগানের। বাংলার ফুটবলের ব্যাটন একাই বয়ে নিয়ে যাচ্ছে কলকাতার প্রধান। দ্বিমুকুটে উচ্ছ্বসিত বাগান সচিব। দেবাশিস দত্ত বলেন, 'আমাদের সাফল্য ঈর্ষণীয়। অনেকেই হিংসা করছিল। কিন্তু গত তিন বছরে সত্যিই মোহনবাগান ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। তারমধ্যে এবার শিল্ড এবং কাপ। আমি বাকরুদ্ধ। এক গোলে হারছিল। সেখান থেকে দু'গোল দিয়ে ফিরে এল। এটাই মোহনবাগান।'
সামনেই নির্বাচন। দুই গোষ্ঠীর মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, দ্বিমুকুট জয় নিয়ে উচ্ছ্বসিত বাগানের প্রাক্তন সচিব। সৃঞ্জয় বসু বলেন, 'মোহনবাগান যে ধারাবাহিকভাবে ভাল খেলেছে, এটা তারই ফল। এর জন্য সঞ্জীব গোয়েঙ্কা এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে ধন্যবাদ। এত ভাল একটা দল করার জন্য। ওনার প্যাশন আছে। আশা করব আগামীদিনে দলটাকে আরও এগিয়ে নিয়ে যাবে।' ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, তাঁরা আইডব্লুএল জেতার পর মোহনবাগানের পক্ষ থেকে কোনও শুভেচ্ছাবার্তা যায়নি। এটা শুনে মজার উত্তর দেন মোহনবাগানের প্রাক্তন সচিব। মজার ছলে সৃঞ্জয় বসু বলেন, 'আমাদের ম্যাচ নিয়ে টেনশন ছিল। আমি ইস্টবেঙ্গল মাঠে কিছু চিংড়ি মাছ রান্না করে পাঠিয়ে দেব। আমরা এত রসগোল্লা আর মিষ্টি পাঠিয়েছি, ওনাদেরও তো বয়স হয়েছে, ব্লাডসুগার হলে অসুবিধা হয়ে যাবে।' সম্ভবত আগামী সপ্তাহেই ক্লাবে শিল্ড এবং ট্রফি নিয়ে সেলিব্রেশন হবে। নির্বাচনের আবহের মধ্যেই সেখানে যোগ দিতে তৈরি সৃঞ্জয় বসু। এদিন রাতে মোহনবাগানের বাস ঘিরে উচ্ছ্বাস দেখায় সমর্থকরা।
নানান খবর

নানান খবর

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

অলিম্পিকে মেলার মাঠে হবে ক্রিকেট, কোহলির ছবি দিয়ে বিরাট প্রচার, তারকার ছবিতেই যত রহস্য

'একদিনের জন্য বাবা হব', আইপিএলের মাঝেই ইচ্ছাপ্রকাশ তারকা ভারতীয় ক্রিকেটারের

মোহনবাগানে ট্রফির মেলা, নববর্ষে জমজমাট ময়দান, মিলে গেল ফুটবল-ক্রিকেট

এই রোগে আক্রান্ত পাঞ্জাব অধিনায়ক শ্রেয়সও! টসের সময়ে জেনে ফেলল গোটা দেশ

'নেটে বলই করতে চায় না', কলকাতার এই নাইট তারকা সম্পর্কে অজানা কাহিনি শোনালেন প্রাক্তন নাইট

রোহিতকে রানে ফেরার দাওয়াই দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

'ফর্ম হারানো অপরাধ তো নয়', খারাপ সময়ে এই মহিলা ক্রিকেটারকে পাশে পেলেন রোহিত

কাল সকালে সবুজ মেরুন তাঁবুতে আইএসএল ট্রফি, পতাকা উত্তোলন

আবার সাফল্য, বাংলার প্রথম ক্লাব হিসেবে ইউথ ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

‘অসাধারণ কৃতিত্ব’, মোহনবাগানের আইএসএল ডাবলের পর ক্লাবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

গোল করতে ব্যর্থ মেসি, জয়ের মুখ দেখল না ইন্টার মায়ামিও

আইপিএলে বিরল দৃশ্য, ম্যাচ চলাকালীন ব্যাট পরীক্ষা করে দেখলেন আম্পায়াররা