বুধবার ১৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | রক্ত ঝরিয়ে কাপ দিয়েছিলেন মোলিনাকে, সেই তারকা বলছেন, 'চ্যাম্পিয়ন হওয়ার পরে কোচকে প্রথমবার হাসতে দেখেছিলাম'

KM | ১২ এপ্রিল ২০২৫ ১১ : ১১Krishanu Mazumder


কৃশানু মজুমদার: মাঠে রক্ত ঝরিয়ে হোসে মোলিনাকে ট্রফি এনে দিয়েছিলেন তিনি। আজ সেই তিনিই সুদূর পর্তুগাল থেকে নজর রাখবেন তাঁর পুরনো 'হেডস্যর'-এর দিকে। তিনি হেনরিকে সেরেনো। শনি সন্ধ্যায় যুবভারতী উত্তাল হবে। আইএসএল ফাইনালে মোহনবাগান বনাম বেঙ্গালুরু লড়াই দেশের ফুটবলের সেরা বক্স অফিস।  

২০১৬-র সেই রক্তস্নাত ফাইনাল নিশ্চয় মনে রয়েছে মোহনবাগানের স্প্যানিশ কোচ মোলিনার। মনে রয়েছে এদেশের ফুটবলপাগলদের। মোলিনা তখন এদেশের ফুটবলে আগন্তুক। 

আইএসএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় সঞ্জীব গোয়েঙ্কার অ্যাটলেটিকো দ্য কলকাতা। আন্তোনিও লোপেজ হাবাস সেই জয়ের রূপকার ছিলেন। পরের বছর ব্যর্থ হয় এটিকে।  ২০১৬-য় দলের রিমোট কন্ট্রোল এসে পড়ে হোসে মোলিনার হাতে। তার পরের ঘটনা ইতিহাস। 

Resilient ATK show character to seal second ISL title

৯ বছর পরে সেই মোলিনাই এখন মোহনবাগানের স্বপ্নের সওদাগর। তাঁকে ঘিরেই স্বপ্ন দেখছেন সবুজ-মেরুন সমর্থকরা। দ্বিতীয় বার আইএসএল জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি। অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখাচ্ছে তাঁর সবুজ-মেরুন ব্রিগেড। মনে করিয়ে দিচ্ছে, সেই মিডাস রাজার কথা। মোলিনাই কি সেই মিডাস রাজা? যাঁর ছোঁয়ায় সোনা ফলছে? হয়তো তাই।  

শনি-সন্ধ্যায় মোলিনা যখন যুবভারতীতে নামবেন, তাঁর পর্তুগিজ শিষ্য ভাসবেন নস্ট্য়ালজিয়ায়। ফিরে যাবেন ২০১৬-র সেই ফাইনালে। 

কেরালা ব্লাস্টার্সের সঙ্গে পিছিয়ে পড়েছেন মোলিনার ছেলেরা। সেই সময়ে  সেরেনো সমতা ফেরান দলের হয়ে। তাঁর কপাল ফেটে রক্ত ঝরেছিল সেদিন। মাথায় ব্যান্ডেজ বেঁধে দাঁতে দাঁত চেপে তিনি লড়ে গিয়েছিলেন মোলিনার জন্য। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-১ থাকার পরে, ম্যাচের নিষ্পত্তি হয়েছিল পেনাল্টি শুট আউটে। চ্যাম্পিয়ন হয়েছিল হোসে মোলিনার দল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে খেলা সেরেনো তাঁর প্রাক্তন কোচ মোলিনা সম্পর্কে আজকাল ডট ইন-কে বলছেন, ''মোলিনা খুব সিরিয়াস প্রকৃতির মানুষ। সব সময়ে সিরিয়াস থাকতেন। ফাইনাল জেতার পরে মোলিনার মুখে প্রথমবার হাসি দেখেছিলাম।'' 
 
মোলিনা এখন বদলেছেন অনেকটাই! আপুইয়ার দুর্ধর্ষ গোল দেখে তিনি মাঠের ভিতরেই শিশুর আনন্দে মেতে ওঠেন। ফাইনালে তাঁর হাতে যে কি তাস লুকিয়ে রয়েছে, তা একমাত্র তিনিই জানেন। সেরেনো বলছেন, ''পুরোদস্তুর পেশাদার কোচ মোলিনা। দশে দশ দেব আমি। আমি নিশ্চিত বেঙ্গালুরুর বিরুদ্ধে অন্য মোলিনাকে দেখা যাবে।'' 

ISL 2017: Chennaiyin FC sign defensive duo Mailson Alves and Henrique Sereno  | Goal.com India

২০১৬-র পর কেটে গিয়েছে দীর্ঘ ৯ বছর। মোলিনার প্রাক্তন শিষ্য সেরেনো এখন ফুটবল ছেড়ে প্রশাসনে। পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের দল এভিএস ফুটেবল স্যাড দলের প্রেসিডেন্ট। দু'বার আইএসএল খেতাব জিতেছেন তিনি। 

প্রথমবার মোলিনার এটিকে-র হয়ে। দ্বিতীয় বার চেন্নাইয়িনের জার্সিতে। সেরেনো আইএসএলের প্রতিটা ম্যাচ এখনও দেখেন। দেশের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টের মান বেড়েছে বলেই মনে করেন তিনি। পর্তুগিজ ডিফেন্ডার ফিরে যাচ্ছেন তাঁর ফেলে আসা সময়ে। মোলিনা-বন্দনা করে  বলছেন, ''মোলিনা নিজের লক্ষ্যে অবিচল থাকেন। ওঁর মানসিকতাই অন্যরকমের। সফল হওয়ার জন্য সবসময়ে বাকিদের উৎসাহ জোগান। এরকম একজন কোচ যদি দলে থাকেন, তাঁর জন্যই নিজেকে উজার করে দেওয়া যায়।'' 

সেবারের ফাইনালে মাঠে লড়েছিল কেরালা ব্লাস্টার্স ও অ্যাটলেটিকো দ্য কলকাতা। গ্যালারিতে লড়াইটা ছিল শচীন তেণ্ডুলকর বনাম সৌরভ গাঙ্গুলির। দু' দলের প্রথম একাদশে ছিলেন একাধিক বাঙালি ফুটবলার।  সেরেনো নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন মোহনবাগান শিবিরে। মোলিনার প্রাক্তন শিষ্য বলছেন,  ''পরাজিতদের কেউ মনে রাখে না। জয়ীদের কথাই মনে থেকে যায় চিরকাল। আমরা জিততে চেয়েছিলাম, জিতে মাঠ ছেড়েছিলাম। তোমরাও একই ভাবে জয় এনে দাও।'' ফাইনালের আগে সেরেনোর মন্ত্রেই নিশ্চয় কামিন্স-শুভাশিসদের দীক্ষিত করেছেন মোলিনা। 

আজ দেশের শ্বাস প্রশ্বাসে মোহনবাগান। মোহনবাগানের নিঃশ্বাসে হোসে মোলিনা। 

 


Henrique SerenoMohun BaganBengaluruISL Final Mohun Bagan vs Bengaluru

নানান খবর

নানান খবর

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

অলিম্পিকে মেলার মাঠে হবে ক্রিকেট, কোহলির ছবি দিয়ে বিরাট প্রচার, তারকার ছবিতেই যত রহস্য

'একদিনের জন্য বাবা হব', আইপিএলের মাঝেই ইচ্ছাপ্রকাশ তারকা ভারতীয় ক্রিকেটারের

মোহনবাগানে ট্রফির মেলা, নববর্ষে জমজমাট ময়দান, মিলে গেল ফুটবল-ক্রিকেট

এই রোগে আক্রান্ত পাঞ্জাব অধিনায়ক শ্রেয়সও! টসের সময়ে জেনে ফেলল গোটা দেশ

'নেটে বলই করতে চায় না', কলকাতার এই নাইট তারকা সম্পর্কে অজানা কাহিনি শোনালেন প্রাক্তন নাইট

রোহিতকে রানে ফেরার দাওয়াই দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

'ফর্ম হারানো অপরাধ তো নয়', খারাপ সময়ে এই মহিলা ক্রিকেটারকে পাশে পেলেন রোহিত

কাল সকালে সবুজ মেরুন তাঁবুতে আইএসএল ট্রফি, পতাকা উত্তোলন

আবার সাফল্য, বাংলার প্রথম ক্লাব হিসেবে ইউথ ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

‘অসাধারণ কৃতিত্ব’, মোহনবাগানের আইএসএল ডাবলের পর ক্লাবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

গোল করতে ব্যর্থ মেসি, জয়ের মুখ দেখল না ইন্টার মায়ামিও

আইপিএলে বিরল দৃশ্য, ম্যাচ চলাকালীন ব্যাট পরীক্ষা করে দেখলেন আম্পায়াররা

সোশ্যাল মিডিয়া