বুধবার ১৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লি, বিমান চলাচলে বিঘ্ন ঘটায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরেই আটকে রইলেন যাত্রীরা

Rajat Bose | ১২ এপ্রিল ২০২৫ ১০ : ৫৬Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ ধুলোঝড়ে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এর জেরে শুক্রবার রাত থেকে দিল্লি বিমানবন্দরে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে। অন্তত ২০৫ বিমান উড়ানে দেরি হয়েছে। প্রায় এক ঘণ্টা দেরিতে সেগুলো উড়েছে। অন্তত ৫০টি বিমান দিল্লি বিমানবন্দরে নামতেই পারেনি। সেগুলিকে নিকটবর্তী অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। বাতিল করা হয়েছে অন্তত সাতটি বিমান। দিল্লি বিমানবন্দরের একাংশে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করেছেন যাত্রীরা। অনেকেই আটকে পড়েন। শুক্রবার ধুলোঝড়ের সময়ে হাওয়ার ধাক্কায় পূর্ব দিল্লিতে এক নির্মীয়মাণ বহুতলের দেওয়াল ভেঙে এক জন মারা যান। আহত অন্তত দু’‌জন।


প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহ চলছিল দিল্লি ও সংলগ্ন এলাকায়। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে আচমকা ধুলোঝড় হয় দিল্লিতে। সঙ্গে ছিল ঝিরঝিরে বৃষ্টি। এরপর শুক্রবার সন্ধেয় ফের দিল্লির বিস্তীর্ণ অংশে ধুলোঝড় হয়। 


শুক্রবার দিল্লি থেকে অনেক বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। যে বিমানগুলি দিল্লি বিমানবন্দরে নামার কথা ছিল, তার বেশ কয়েকটি চণ্ডীগড়ে অবতরণ করে। রাত থেকে টানা ১২ ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে আটকে ছিলেন যাত্রীরা। এক যাত্রী দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩–এর কাছে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ জানিয়েছেন। সেখানে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‌প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে দেরি হচ্ছে। যাত্রীদের সর্বশেষ আপডেটের জন্য তাদের নিজ নিজ বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যেকোনও অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’‌ 


ধুলোঝড়ের ফলে দিল্লি শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। রাস্তা আটকে যাওয়ায় যানজট তৈরি হয়। গাছে চাপা পড়ে যায় গাড়ি এবং বাইক। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে দিল্লিতে লাল সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। আরও দু’এক দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত। বজ্রপাত নিয়েও সাবধান করা হয়েছে। তবে এই পরিস্থিতি কেটে গেলে গরম যে ফের বাড়বে তা জানিয়েছে মৌসম ভবন। এদিকে ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানাতেও। 


Dust StormFlights DelayedDelhi

নানান খবর

নানান খবর

উমিয়াম-জোরাবাট এক্সপ্রেসওয়েতে ১০০ দিনে ২৫টি প্রাণহানি স্পিডিং ও মদ্যপ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

তরুণীর এক ভেল্কিতেই জব্দ সাইবার প্রতারক, জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে

৫ বছরের শিশুকে একি করতে বললেন চিকিৎসক! ভিডিও ভাইরাল, তদন্তে স্বাস্থ্য বিভাগ

হিন্দু বোর্ডে মুসলমানদের রাখবেন?: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে কেন্দ্রকে খোঁচা শীর্ষ আদালতের 

মুসলিমরা সদস্যপদ পান হিন্দু সম্পত্তি বোর্ডে? ওয়াকফ সম্পত্তিতে কেন্দ্রকে কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের

পার্সেলে মানুষের কাঁটা হাত! দেখামাত্রই আর্তনাদ ক্রেতার

মুরগির খাঁচার ভিতর আটক দুই শিশু, শোরগোল সমাজমাধ্যমে

অনলাইনে গাড়ি বুক করে বিপদের মুখে তরুণী, তারপর কী হল

ন্যাশনাল হেরাল্ড মামলা: ইডি-র চার্জশিটে সনিয়া-রাহুলের নাম

স্ত্রীর শরীরের তোয়ালের তলায় ওটা কী! দেখেই গলা শুকিয়ে গেল স্বামীর, পালিয়ে গেলেন ঘর থেকেই

সারা বছর দিতে হবে না টোল ট্যাক্স! কেন্দ্রের সিদ্ধান্তে সুরাহা মিলবে সাধারণের?

'পিছনে ফিরে যাচ্ছি'! গরমের সঙ্গে লড়তে ক্লাসরুমে গোবর লেপে দিলেন অধ্যক্ষ, কটাক্ষের শিকার

মরা মশাদের নিয়ে কী করেন তরণী, শুনলে চমকে উঠবেন

মেট্রোতে এ কী কাণ্ড, ঘুমন্ত যুবককে বুকে টেনে নিলেন অচেনা তরুণী, তারপরই...

তাড়াতাড়ি এসেই বিপত্তি! জুটল না চাকরি, ফিরতে হল ফাঁকা হাতেই

সোশ্যাল মিডিয়া