রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | বিশালকে স্নেহ করি, আমাদের মধ্যে কোনও বিভেদ নেই, মেগা ফাইনালের আগে বিতর্কে ধামাচাপা দিলেন গুরপ্রীত

Sampurna Chakraborty | ১১ এপ্রিল ২০২৫ ২০ : ২১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের মেগা ফাইনালে মোহনবাগান-বেঙ্গালুরুর অন্তরালে লুকিয়ে আছে দুই গোলকিপারের দ্বৈরথ। গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইত। প্রথমজন দেশের একনম্বর কিপার। দ্বিতীয়জন সদ্য জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ম্যাচে ক্লিনশিট রাখলেও বেশ কিছু ভুল করেন মোহনবাগানের কিপার। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয় তাঁকে। বাদ যাননি গুরপ্রীতও। নেটমাধ্যমে তির্যক মন্তব্য করেন। যাতে বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু মেগা ফাইনালের আগে বিতর্কে ধামাচাপা দিলেন বেঙ্গালুরুর গোলকিপার। গুরপ্রীত বলেন, 'সোশ্যাল মিডিয়া আমার হাতে নেই। নেটমাধ্যমে লড়াই আমি কন্ট্রোল করতে পারব না। আমি বিশালকে স্নেহ করি। ভাল পেশাদারের পাশাপাশি ও খুব ভাল গোলকিপার। এখন আমরা শুধু ম্যাচে ফোকাস করছি। তার বাইরে কিছু নেই। ব্যক্তিগত লড়াই নয়, দুটো দল খেলবে। ফাইনাল দুই গোলকিপারের লড়াই নয়, দুটো দলের দ্বৈরথ। আমরা শুধু ফুটবলে ফোকাস করছি।'

পেশাদার ফুটবলার হিসেবে কলকাতায় হাতেখড়ি হয়। দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলেন গুরপ্রীত। তাই চেনা শহরে ফাইনাল খেলার বিষয়ে উত্তেজিত। গুরপ্রীত বলেন, 'পেশাদার ফুটবলার হিসেবে আমার যাত্রা এখান থেকে শুরু হয়েছিল। আমি প্রথম থেকেই খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এই যাত্রার জন্য কৃতজ্ঞ। প্লেয়ার হিসেবে বড় ম্যাচ, বড় ফাইনাল ঠাসা স্টেডিয়ামে খেলার সুযোগ পাওয়া দারুণ অভিজ্ঞতা। আমি কলকাতায় এই ম্যাচটা খেলার সুযোগ পেয়ে ভাগ্যবান।' 

শনিবার রাতে পুরো স্টেডিয়াম তাঁদের বিরুদ্ধে থাকবে। ৬৫  হাজারের যুবভারতী ঠাসা থাকবে। বিরূপ পরিস্থিতিতে খেলতে হবে বেঙ্গালুরুকে। তবে সেই নিয়ে খুব বেশি চিন্তিত নন তারকা কিপার। বরং দাবি করেন, এমন পরিবেশে খেলার জন্য মুখিয়ে থাকে প্লেয়াররা। গুরপ্রীত বলেন, 'আমার জীবনের দ্বিতীয় পেশাদার ম্যাচ ডার্বি। স্টেডিয়ামে প্রায় এক লক্ষ সমর্থক ছিল। তখন বড় ম্যাচের গুরুত্ব বুঝতে পেরেছি। কিছু শুনতে পাচ্ছিলাম না। সতীর্থদের সঙ্গে কথাও বলা যাচ্ছিল না। এবছর প্রথম ২০ ম্যাচে আমাকে পেছনে থেকে চিৎকার করতে হচ্ছিল। রক্ষণ তেমন ভাল অবস্থায় ছিল না। কিন্তু আমরা ক্লিনশিট রাখার চেষ্টা করছিলাম। তবে কিপার হিসেবে মনে হয়, শেষ ৫-৬ টা ম্যাচে রক্ষণ অনেক সংগঠিত হয়েছে। তাই আশা করছি আমাকে বেশি চিৎকার করতে হবে না। মোহনবাগানের সাপোর্টাররা বরাবর বড় ভূমিকা নিয়েছে। প্লেয়ার হিসেবে এই ম্যাচগুলো খেলতে ভাল লাগে। এটার জন্যই আমরা খেলি। এটা বাড়তি মোটিভেশনের পাশাপাশি বড় চ্যালেঞ্জও।' দু'বছর আগে গোয়ায় বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? না ভাগ্যের চাকা ঘোরাবেন গুরপ্রীতরা?


Gurpreet Singh SandhuMohun Bagan vs Bengaluru FCVishal KaithISL Final

নানান খবর

নানান খবর

চার্চিলই চ্যাম্পিয়ন, ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে ইন্টার কাশি

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম? 

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

সোশ্যাল মিডিয়া