রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | সমাধানের জন্য নেওয়া হচ্ছে আইনি পরামর্শ, আলোচনা থেকে বেরিয়ে জানালেন ব্রাত্য

UB | ১১ এপ্রিল ২০২৫ ১৯ : ৫৫Uddalak Bhattacharya


আজকাল ওয়েবডেস্ক: যে কথা বলেছিলেন চাকরিহারারা, সেই কথাই আলোচনা থেকে বেরিযে এসে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি যোগ্য চাকরিহারাদের পাশে আছেন, এ দিন ব্রাত্য বসুও সেই কথাই জানালেন আলোচনা সভার শেষে। তিনি বললেন, আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছে, তাতে প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা দফতর বা এসএসসির প্রতিনিধিদের মতের খুব একটা ফারাক হয়নি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বললেন, 'ওদের দাবির সঙ্গে আমাদের কোনও মৌলিক বিরোধ নেই। কিন্তু আইনি পরামর্শ ছাড়া কিছু করা সম্ভব নয়। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আগামী দেড় সপ্তাহের মধ্যেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের চেষ্টা করা হচ্ছে।'যোগ্যদের তালিকা প্রসঙ্গ ব্রাত্য জানিয়েছেন, সিবিআই যে তালিকা দিয়েছে, সেই তালিকাই এক থেকে দেড় সপ্তাহের মধ্যে প্রকাশ করবে এসএসসি।

সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, চাকরিহারাদের একাংশ চাকরি ফেরতের দাবিতে অনশন শুরু করেছেন। এই বিষয়ে শিক্ষামন্ত্রী সম্পূর্ণ ভিন্ন কথা জানিয়েছেন। তিনি বলেছেন, 'চাকরিপ্রার্থীদের যে প্রতিনিধিদল আজ আলোচনায় এসেছিল, তাঁরা স্পষ্টতই জানিয়েছেন, সাংগঠনিকভাবে কেউ অনশন করছে না। তাঁদের মধ্যে একাংশ অনশন করছে। এই অনশনের কর্মসূচি সাংগঠনিক নয়।' এর পিছনে রাজনৈতিক কোনও অভিসন্ধি থাকতে পারে বলে মনে করছেন ব্রাত্য বসু। 

 তিনি চাকরি হারানো যোগ্য প্রার্থীদের মমতার মতোই এদিনও স্কুলে যাওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, এদিন এসএসসি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ১২ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে। সেই দলে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ছিলেন। সেই প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে বেরিয়ে আসা প্রতিনিধি দলের পক্ষ থেকে এও জানানো হয় যে সুরাহা না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। সেই প্রেক্ষিতে ব্রাত্য বলেন, আমরা তাঁদের এই কথারও পাশে আছি। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, তাঁদের এই পরিস্থিতি বজায় থাকলে আন্দোলন চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আছে।   


Bratya Basu SSC Recruitment

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া