বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৭ এপ্রিল ২০২৫ ১৮ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের পারস্পরিক শুল্ক আরোপের পর থেকেই শুল্কযুদ্ধের আশঙ্কা সর্বত্র। ইতিমধ্যে মার্কিন শেয়ার বাজারে ধস নেমেছে। বিশ্ববাজারে মন্দার মেঘ। বিপাকে পড়েছেন অধিকাংশ আমেরিকানই। আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বিভ্রান্ত সাধারণ ক্রেতারাও। দাম বাড়ায় শঙ্কায় ত্রাহি ত্রাহি রব। মার্কিন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, এই পরিস্থিতিতে আশ্বাস দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, বিশ্ববাজার শেয়ার সূচকের ব্যাপক রক্তক্ষরণের পরেও মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও মুদ্রাস্ফীতি হবে না। যদিও এই টালমাটাল অবস্থার জন্য ট্রাম্প, পূর্ববর্তী আমেরিকান নেতাদের অর্থনৈতিক নীতিকে দায়ী করেছেন। তাঁর দাবি, পূর্ববর্তী নীতির কারণেই চিন-সহ বিদেশি শক্তিগুলি আমেরিকার থেকে প্রচুর সুবিধা নিয়েছে।
বিশ্বব্যাপী বাজার মন্দা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি পোস্টে বলেছেন, "তেলের দাম কমেছে, সুদের হার কমেছে (ধীর গতিতে ফেডের হার কমানো উচিত!), খাদ্যের দাম কমেছে, কোনও মুদ্রাস্ফীতি নেই। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি সপ্তাহে অপব্যবহারকারী দেশগুলি থেকে ইতিমধ্যেই বিদ্যমান শুল্কের উপর বিলিয়ন বিলিয়ন ডলার আনছে।"
চিন পাল্টা শুল্র হিসাবে মার্কিন পণ্যের উপর বাড়তি কর চাপিয়েছে। যা নিয়ে ট্রাম্প বলেছেন যে, "চিন সম্প্রতি ৩৪ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে। এটাই ওদের প্রতিশোধ। ওরা আমাদের সতর্কবাণী উপেক্ষা করেছে। চিন আমাদের পূর্ববর্তী নীতির কারণে বহু সুবিদা পেয়েছে। ওরাই আমাদের দেওয়া সুবিধার সবচেয়ে বড় অপব্যবহারকারী। ট্রাম্পের দাবি, "বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মুখে চিনা বাজার ধ্বংস হচ্ছে।"
সোমবার বিশ্বব্যাপী শেয়ার সূচক তীব্রভাবে হ্রাস পেয়েছে। ফেব্রুয়ারির সর্বোচ্চ থেকে ১৭ শতাংশেরও বেশি পতনের পর এসএন্ডপি ৫০০ প্রায় দুই শতাংশ কমেছে। বিশ্লেষকরা আর্থিক বাজারে অব্যাহত অনিশ্চয়তার বিষয়ে সতর্ক করেছেন।
'দ্য নিউ ইয়র্ক টাইমস' তাদের প্রতিবেদনে ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের উদ্ধৃত করে লিখেছে, "এখনও এমন কোনও লক্ষণ নেই যে বাজার তলানিতে রয়েছে এবং স্থিতিশীল হতে শুরু করেছে।"
এশিয়ায়, জাপানের নিক্কেই সূচক প্রাথমিক লেনদেনে সাত শতাংশেরও বেশি পড়েছে। বিস্তৃত টপিক্সের দাম প্রায় আট শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি ৪.৮ শতাংশ কমেছে।
রবিবার সন্ধ্যায়, ট্রাম্প বলেছিলেন যে তিনি শুল্ক প্রত্যাহার করবেন না। তিনি ক্রমবর্ধমান দাম সম্পর্কে উদ্বেগ উড়িয়ে দিয়েছিলেন এবং পাল্টা শুল্ককে, "খুব সুন্দর জিনিস" বলে অভিহিত করেছিলেন।
তবে দিন কয়েয়ক আগেই ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক নীতির ফলে মুদ্রাস্ফীতি বাড়বে বলে সতর্ক করে দেন মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। শুধু তাই নয়, এর ফলে সামগ্রিকভাবে দেশের আর্থিক উন্নতিতেও ধাক্কা খাওয়ার প্রবল সম্ভাবনা বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) পাওয়েল বলেন, "অর্থনীতি ও মুদ্রাস্ফীতির উপরে শুল্কের যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার থেকেও খারাপ হতে পারে। এদিকে, সুদের হার কমানোর জন্য ফেডারেল রিজার্ভের উপরে পাল্টা চাপ সৃষ্টি করলেন ট্রাম্প।"
এর পাল্টা প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, 'জেরোম পাওয়েলের কাছে সুদ কমানোর এটাই আদর্শ সময়।'
নানান খবর
নানান খবর

ক্ষমা চাক হার্ভার্ড, অপেক্ষায় ট্রাম্প! বিতর্কের মাঝেই সবটা জানাল হোয়াইট হাউস

ভবিষ্যতের অতিমারি নিয়ে বিরাট পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাক্ষরিত হল কোন চুক্তি

গাজায় ফের গণমাধ্যমকর্মীদের উপর বর্বর হামলা, নিহত ২ সাংবাদিক, আহত ৯

সুদানে সর্ববৃহৎ বাস্তুহারা শিবিরে বর্বর হামলা, নিহত শতাধিক

একটি বিশেষ ধর্মের মানুষদের জন্য আলাদা করে তৈরি হয় কোকাকোলা, নেপথ্যে কোন রহস্য

পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি 'ভবিষ্যৎ দেখতে' পাবেন, কিন্তু সেখানে প্রবেশ নিষিদ্ধ

সারাজীবন থাকবে দাঁতের জোর, অবাক করা আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

অমরত্বের চাবি পেয়ে গেল বিজ্ঞনীরা, এবার জোরকদমে কাজ শুরু

মহাকাশ ১১ মিনিট কাটিয়ে এলেন গায়িকা কেটি পেরি, ছোট এই ট্যুর করতে খরচ কত? সাধারণের নাগালে কি?

১৬৫ মিলিয়ন যুগ আগের পায়ের ছাপ, কোন প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

প্রেম করছেন? বিয়েও নিশ্চয় করবেন মনের মানুষটিকে? তাহলে এই বিমা অবশ্যই করুন, মালামাল হবেন

লাতিন আমেরিকান সাহিত্যে নক্ষত্র পতন, প্রয়াত মারিও ভার্গাস যোসা

পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসিকে বেলজিয়ামে কিভাবে গ্রেপ্তার করল পুলিশ? জেনে নিন

ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁর প্যালেস্তাইনকে স্বীকৃতির পরিকল্পনায় নেতানিয়াহু পুত্রের কটাক্ষ

উইসকনসিনে কিশোরের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ