মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | অ্যাম্বুলেন্স চালকের দাদাগিরি, তাতেই হয়রান প্রসূতির জীবন সংকটে

Riya Patra | ০৭ এপ্রিল ২০২৫ ১৭ : ১৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের কথা মেনে রোগীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে রাজি না হওয়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার করে দেওয়ার পর এক রোগীকে অর্ধেক রাস্তা থেকে ঘুরিয়ে এনে ফের একবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই ফেলে রেখে দিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। 


রোগীর পরিবারের তরফে রবিবার রানিতলা থানায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার গোটা বিষয়টি নিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ দায়ের করেন।
 
ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৈয়দ আসিফ ইকবাল জানিয়েছেন, 'মহিলার পরিবারের তরফ থেকে গোটা বিষয়টি আমাকে জানানো হয়েছে। যদি অ্যাম্বুলেন্স চালক প্রকৃতই এই কাণ্ড করে থাকেন তাহলে তিনি অন্যায় করেছেন। গোটা বিষয়টি তদন্ত হবে এবং তারপর যদি কেউ দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'
 
অন্যদিকে রানিতলা থানার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ওই মহিলার পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
 
গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে রানিতলা থানার নন্দনপুর এলাকার বাসিন্দা মেহেনুরা খাতুন নামে এক মহিলাকে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।  সেখানে রোগীর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক পরিষেবা দেওয়ার পর ওই মহিলাকে লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করে দেন। 

কুলসন বিবি নামে ওই রোগীর পরিবারের এক সদস্যা বলেন, 'রানিতলা হাসপাতালের চিকিৎসকরা মেহেনুরাকে লালবাগ হাসপাতালে রেফার করে দেওয়ার পরই গোপাল মন্ডল নামে এক অ্যাম্বুলেন্স চালক আমাদের ওই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হন। অ্যাম্বুলেন্সে চাপার আগেই ওই চালক বলতে থাকেন ১৪ হাজার টাকা দিলে আমাদের রোগীকে একটি বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। কিন্তু আমরা তাকে জানিয়ে দিই অত টাকা দেওয়ার মতো আর্থিক ক্ষমতা আমাদের  নেই। আমরা রোগীকে সরকারি হাসপাতালেই নিয়ে যেতে বলি।'
 
অভিযোগ, 'কিছুদূর যাওয়ার পর অ্যাম্বুলেন্স চালক আমাদের কাছে গাড়ি ভাড়া বাবদ ৯২০ টাকা এবং অক্সিজেনের জন্য ৪০০ টাকা দাবি শুরু করেন। যদিও আমাদের রোগীকে গাড়িতে কোনও অক্সিজেনই দেওয়া হয়নি। আমরা বলি সরকারি গাড়ির জন্য আমরা কোনওরকম টাকা দেব না।‘ তর্ক-বিতর্কের মাঝে প্রসূতিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই নিয়ে গিয়ে নামায় অ্যাম্বুলেন্স। 
 পরে অন্যদের সাহায্যে হাসপাতালে পৌঁছন রোগী।


MurshidabadAmbulanceAmbulance Driver

নানান খবর

নানান খবর

ফের ডুয়ার্সের ঘিস নদীর চরে উদ্ধার মর্টার শেল, কোথা থেকে এল? চরম ধোঁয়াশা

মানা হল না নির্দেশ, শোভাযাত্রায় অস্ত্র হাতে সামিল হল আট থেকে আশি

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বেলঘরিয়ায় 

রাজবংশী ভাষায় প্রকাশিত হল প্রথম রামায়ন

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল বাস, আহত ১৫

বুনো হাতির আক্রমণে মৃত্যু দুই মহিলার, দিন কাটছে আতঙ্কে, তটস্থ গ্রামবাসীরা

একদিকে শোভাযাত্রা-অন্যদিকে চলছে নমাজ পাঠ, সম্প্রীতির রামনবমীতে হুগলিতে শৃঙ্খলার নজির

শুটিং শেষে মুম্বইয়ের দিকে রওনা দিলেন কার্তিক আরিয়ান, বার্তালাপ করলেন বাংলায়

ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি পিষে দিল আড়াই বছরের শিশুকে

ওয়াকফ বিল বাতিলের দাবিতে মগরাহাটে রেল অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল

দুঃসাহসিকভাবে পরপর গণ্ডার হত্যা, এবার চোরা শিকারিদের কিংপিনকে কড়া সাজা আলিপুরদুয়ার আদালতের

হাওড়ায় থার্মোকলের কারখানায় দাউদাউ আগুন, ঝলসে মৃত্যু এক শ্রমিকের

রাম নবমী নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ইমামরা, জানালেন ওয়াকফ নিয়ে কঠোর মনোভাব

রাম নবমীকে কেন্দ্র করে তৎপর প্রশাসন, নেওয়া হয়েছে একাধিক সতর্কতা

বিলের মাঝে দুই নৌকার সংঘর্ষ, তলিয়ে গেল ছাত্রীরা, তারপর?

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া