সোমবার ০৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৬ এপ্রিল ২০২৫ ১৩ : ০৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই হারিয়েছেন মা কল্পনা বন্দ্যোপাধ্যায়কে। এবার মায়ের স্মৃতিকে আঁকড়ে মেয়েকে নিয়ে নতুন পথচলা শুরু করলেন কনীনিকা বন্দোপাধ্যায়। শুরুর কোনও বয়স হয় না, এমনটাই মনে করেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তাই বাড়ি ও বাইরের সব দায়িত্ব সামলে এবার নতুন পরিচিতি নিয়ে সকলের সামনে হাজির হচ্ছেন তিনি।
মা ও মেয়ের যুগলবন্দিকে আরও সুন্দর করে সাজাতে কনীনিকা নিয়ে এলেন তাঁর নিজস্ব পোশাকের সংস্থা 'কনী অ্যান্ড কিয়া'। মেয়ের নামের সঙ্গে নিজের নাম মিলিয়ে সংস্থার নামকরণ করেছেন তিনি নিজেই। কনীনিকার কথায়, “আসলে ও জন্মবার পর থেকেই এই পাঁচ বছরে আমরা মা মেয়ে প্রায় একই রকমের পোশাক পরে অনেক ফটোশুট করেছি, বহু মানুষ যা দেখে প্রশংসা করেছেন, সেই পোশাকের সম্বন্ধে জানতে চেয়েছেন। তাই মা এবং মেয়ের এই বন্ডিং স্ট্রং করতেই এই ভাবনা প্রথম মাথায় আসে। যদিও আমার কাপড়ের ব্যবসা করার চিন্তাভাবনা কখনই ছিল না, তবে একজনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে শুরু করি। পরে সেই মহিলা আমাকে ভুল বুঝতে শুরু করেন নানা কারণে, তাই আমি নিজেই সরে আসি।”
“মাত্র এক মাসের মধ্যেই সবরকম ভাবনা চিন্তা করে এ নতুন ব্যবসা শুরু করলাম, তবে খুব বেশি আয়ের কথা মাথায় রেখে এই যাত্রা শুরু করিনি। আসলে আমি নিজে কন্যাসন্তান খুব ভালবাসি...সব সময় ভাবতাম আমার মেয়ে হলে আমি তাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখব। এমনকি মায়ের পোশাক পড়তে খুব ভালবাসি। আমার যখন কাজ থেকে ফিরতে দেরি হয়, তখন এসে দেখি কিয়া আমার কোনও জামা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে... কারণ সেই পোশাকে মায়ের গন্ধ থাকে, স্পর্শ থাকে। তাই মা-মেয়ের সম্পর্কটা আরও সুন্দর করতে, রঙিন করতেই আমার এই ভাবনা। অনেক আগে থেকে ভাবনা চিন্তা করেছি এমনটা নয়, মাত্র কয়েক দিনের মধ্যেই এই কাজ শুরু করলাম।”
আপাতত এই নতুন ব্যবসা নিজেই একাহাতে সামলানোর চেষ্টা করছেন কনীনিকা। তবে পাশাপাশি সমাজমাধ্যমে তাঁর করা একটি পোস্ট সবার নজর কেড়েছে।
কিছুদিন আগেই মা কল্পনা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন কনীনিকা। সে প্রসঙ্গ উচ্চারণ না করেও সেই রেশ বজায় রেখে অল্প কথায় অভিনেত্রী জানিয়েছেন, সমাজমাধ্যমে তাঁর অ্যাকাউন্টটি সামলায় তাঁর মিডিয়া টিম। যেসব পোস্ট করতে হচ্ছে তার অধিকাংশই আগে থেকে পরিকল্পনা মাফিক হচ্ছে অথবা পেশাদারিত্বের ক্ষেত্রে করা হচ্ছে। এইসব পোস্টের সঙ্গে তাঁর এইমুহূর্তের মন-মেজাজের আবহাওয়ার কোনও মিল নেই।
নানান খবর
নানান খবর

শেষের ঘন্টা বাজল জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে! পথ চলা ফুরোচ্ছে কোন জুটির?

টলিপাড়ায় বাজল বিয়ের সানাই, বাগদান সারলেন 'জগদ্ধাত্রী'র এই নায়িকা

সলমনের এক কথায় বদলে গিয়েছিল মিঠুন-পুত্রের জীবন — ‘সুলতান’ ছবির সেটের এই গল্প জানেন?

এমনিতেও পেত্নীর মতো হাসে শ্রদ্ধা! ‘স্ত্রী ২’ পরিচালকের ‘কুরুচিকর’ মন্তব্য শুনে কী বলছে নেটপাড়া?

বন্ধুত্ব, ভয়ের মুখোমুখির সঙ্গে মুক্তির খোঁজ— আসছে জিন্দেগি না মিলেগি দোবারা ২? হৃতিকের কথায় তোলপাড় নেটপাড়া!

বিবাহবিচ্ছেদ নিয়ে রসিকতা! প্রচারের আলোয় থাকার জন্যই কি এমন কীর্তি করলেন সুদীপ-পৃথা?

চিত্রনাট্য তৈরি, সলমন-ও কি প্রস্তুত? ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে এল বড় খবর!

বড়পর্দায় ভেলকি দেখাবেন ভিকি? নোলানের হাত ধরে হলিউডে পাড়ি হৃতিকের?

ছবি বিকৃত করে অশালীন মন্তব্য! কোর্টের দ্বারস্থ জিনিয়া সেন, দেব 'ভক্ত'দের বিরুদ্ধে করলেন কড়া পদক্ষেপ

জটিল প্রেমের অঙ্কে নাজেহাল সোহম-রূপসা! কীভাবে হবে সমাধান? আসছে কোন ছবি?

দ্বিতীয় বিয়ে ভাঙল সুদীপ মুখোপাধ্যায়ের! পৃথার সঙ্গে কেন টিকল না দাম্পত্য?

"সম্রাটের সঙ্গেই থাকতে চাই, সেটাই আমার সবচেয়ে বড় উপহার"- বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জন্মদিনে অকপট ময়না মুখোপাধ্যায়

ভরা কোর্ট চত্বরে জামাইকে গুলি করল শাশুড়ি! কী কারণে মেয়ের সিঁথির সিঁদুর কেড়ে নিল মা?

শাহিদের ‘দেবা’ ওটিটিতে দেখেই সলমনকে খোলা চিঠি ভক্তদের — ‘চিত্রনাট্য বাছাইটা এবার একটু শিখুন!’

শরীরে মাধুরীর ‘ভালবাসার দাগ’ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন অজয়! অভিনেত্রীকে সামনে পেয়েই কী করেছিলেন ‘সিংহম’?

'ভীষণ ছোট..'অডিশনে শুনতে হয়েছিল চরম কটাক্ষ! তামিল ছবি থেকে কেন বাদ পড়েন পূজা হেগড়ে?

অসুস্থ শরীর, তবু শেষ দেখা বন্ধুকে— মনোজ কুমারকে শ্রদ্ধা জানাতে হাজির ধর্মেন্দ্র