রবিবার ০৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ক্রিভি রিহ-এ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮, শিশু ৯ জন

SG | ০৫ এপ্রিল ২০২৫ ১৩ : ৫৭Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ-এ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৯ জন শিশু বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরগেই লাইসাক জানিয়েছেন, একটি আবাসিক এলাকায়, শিশুদের খেলার মাঠের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। “এমন এক বেদনা, যা আপনার শত্রুরও প্রাপ্য নয়,” গভর্নর লাইসাক টেলিগ্রামে লিখেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া, তবে যাচাই না হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়— ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপের মধ্যে রাস্তায় পড়ে আছে কিছু নিথর দেহ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এটি ছিল একটি “নির্ভুল উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা”, লক্ষ্য ছিল একটি রেস্তোরাঁ যেখানে, মস্কোর ভাষ্য অনুযায়ী, ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা ও পশ্চিমী প্রশিক্ষকেরা বৈঠক করছিলেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, এই হামলায় পাঁচটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রমাণ সংগ্রহ করছে। তিনি বলেন, “রাশিয়ার এই যুদ্ধাপরাধের প্রমাণ সংরক্ষণে পুলিশ কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের বক্তব্য রেকর্ড করছে।”

এর আগে শহরটিতে একটি আলাদা ড্রোন হামলায় আরও একজন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হন বলে গভর্নর লাইসাক জানান।

রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, যিনি এই শিল্পশহর ক্রিভি রিহ-তেই জন্ম ও বেড়ে ওঠেন, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এই যুদ্ধের একটিমাত্র কারণ— রাশিয়া যুদ্ধবিরতি চায় না, এবং আমরা তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। গোটা বিশ্ব তা দেখছে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন এখনও শেষ হয়নি। বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও শান্তির কোনো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। এএফপি জানায়, চলতি বছর একসময় মার্কিন ও ইউক্রেনের যৌথ প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতিও প্রত্যাখ্যান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণ সাগর অঞ্চলে যেকোনো সম্ভাব্য বিরতির শর্ত হিসেবে ক্রেমলিন পশ্চিমী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধ দ্রুত শেষ করতে চাপ দিয়ে আসছেন, তবে এখনো কোনো শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারেননি। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “আমরা দীর্ঘ আলোচনায় জড়াব না, যদি না রাশিয়া শান্তি নিয়ে আন্তরিক বার্তা দেয়। আমরা খুব শিগগিরই বুঝে যাব রাশিয়া শান্তি চায় কি না।”

ফ্রন্টলাইন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের ক্রিভি রিহ শহরটি এই যুদ্ধ চলাকালীন বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।


Kryvyi RihRussiaUkraine

নানান খবর

নানান খবর

পাঁচ মাস ধরে মাথাব্যাথা, ডাক্তারের কাছে যেতেই চোখ কপালে, কী ধরা পড়ল সিটি স্ক্যান রিপোর্টে?

নামজাদা কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েও, ক্যান্টিনে কাজ করেছেন এক তরুণী

ডাবের জলেই সর্বনাশ, এক চুমুক খেয়ে দরদর করে ঘাম, মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যক্তি

সমুদ্রের নিচে বসেই বিশ্বকে চ্যালেঞ্জ! কোন শক্তি হাতে পেল চিন

জেল থেকে সোজা প্রাক্তন প্রেমিকার বাড়িতে, মুরগি চুরি করে পালাতে গিয়ে ফের পুলিশের জালে তরুণ

কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক যৌন নির্যাতনের অভিযোগে চার্জ গঠন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওষুধ শিল্পে শুল্ক ঘোষণায় ভারতীয় ফার্মা বাজারে ধস

বলিভিয়ায় গ্রেপ্তার স্বঘোষিত হিন্দু ধর্মগুরুর চ্যালারা, ভুয়ো রাষ্ট্রের নামে হাজার বছরের জমি লিজের চেষ্টা

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুন, ইউনূসের সঙ্গে দেখা করেই সাফ কথা জানিয়ে দিলেন মোদি!

ভয় ধরাল বিলুপ্তপ্রায় ফসিল, জেগে উঠতে পারে সমুদ্রের প্রাচীন দানব

কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা! চ্যালেঞ্জ প্রেসিডেন্ট ট্রাম্পকে, এবার শুল্ক-বদলা ঘোষণা করল কানাডা

বিশ্বজুড়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কিন্তু এ দেশে নেই একজন মুসলমানেরও বাস! কোন দেশ জানুন...

'বাবাকে খেয়ে নিয়েছে আমার ছেলে', সন্তানের কীর্তিতে মাথায় হাত মহিলার

ট্রাম্পের নীতিতে শেয়ার বাজারে ধস! বাড়ছে সোনার দামও, বাজারের ইঙ্গিত কোন দিকে

গাজায় ইসরায়েলের নতুন নিরাপত্তা করিডোর, বিমান হামলায় নিহত ৪০ জনের বেশি

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া