বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ওষুধের দাম বেড়েছে এবার কি বৃদ্ধি পাবে প্রতিষেধকের দামও! আতঙ্কে প্রসূতি মায়েরা

Reporter: গোপাল সাহা | লেখক: AD ০৪ এপ্রিল ২০২৫ ১৬ : ০৮Abhijit Das


গোপাল সাহা

ওষুধের পর এবার আতঙ্ক বাড়ছে প্রতিষেধকের দাম বৃদ্ধি নিয়ে। এর ফলে প্রসূতি মায়েদের পাশাপাশি শিশুদের প্রতিষেধক নিয়েও চিন্তায় কপালে ভাঁজ পড়ছে পরিবারগুলির। দেশের মোট জনসংখ্যার ৯০ শতাংশ ডাক্তারি পরামর্শে চলতে হয়। আর এদের মধ্যে ২২ শতাংশেরই জরুরী ভিত্তিতে প্রতিষেধকের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে সিংহভাগ প্রতিষেধক ব্যবহৃত হয় প্রসূতি মা এবং শিশুদের জন্য। পয়লা এপ্রিলে বিজেপি সরকার 'এপ্রিল ফুল' ফোটানোর পরেই চিন্তা, এবার কি তবে থাবা বসতে চলেছে প্রতিষেধকের ক্ষেত্রে? আর যদি তেমনটাই হয়, তাহলে কতটা চাপের মুখে পরতে পারেন সাধারণ মানুষ? 

এক্ষেত্রে একটু পিছনের দিকে ফিরে দেখা প্রয়োজন। স্বাধীনোত্তর ভারতে ওষুধ এবং প্রতিষেধক তৈরি করত সীমিত কিছু সংস্থা। যার মধ্যে ভারত বায়োটেক অন্যতম। যারা দেশের সিংহভাগ প্রতিষেধক প্রস্তুত করে ৯০ থেকে ৯৫%। পোলিও টিকা আমেরিকায় প্রথম আবিষ্কার ও প্রস্তুত হয় ১৯৫৫ সালে এবং ওরাল টিকা আবিষ্কার হয় ১৯৬১ সালে। আমাদের দেশে সেই টিকা আসতে সময় লেগে যায় ৩৯ বছর, অর্থাৎ ১৯৯৪ সালের অক্টোবরে। পোলিও টিকা ভারতের পেতে দেরি হওয়ার মূল কারণ আন্তর্জাতিক সম্পর্কে শিথিলতা। উল্লেখ্য, তৎকালীন সময় বিশ্বে ভারতীয় জনসংখ্যা নিরিখে (১১০-১১২ কোটি) পোলিও রোগীর পরিমাণ ছিল প্রায় ২৬ শতাংশ। পরবর্তীতে ১৯৯৬ সালে ভারত বায়োটেক দেশে পোলিও টিকা উৎপাদন শুরু করে।

বলাবাহুল্য, বর্তমানেও একই রকম ভাবে কেন্দ্রীয় সরকার প্রতিষেধক উৎপাদনের ক্ষেত্রে সিংহভাগটাই ভরসায় রয়েছে বেসরকারি সংখ্যাগুলির উপরে। পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে মোট ২১টি প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা রয়েছে। যাদের মধ্যে ১৪টি বেসরকারি। চারটি কেন্দ্রের উদ্যোগে পরিচালিত। তিনটি সম্পূর্ণ ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন। প্রতিষেধক উৎপাদনের জন্য সরকারের হাতে বিকল্প কম, সেখানেই প্রশ্ন উঠতে হয়েছে শুরু করেছে, ২০২৫ সালে দাঁড়িয়েও এখনও পর্যন্ত কেন বিজেপি সরকার কেন্দ্রের নিয়ন্ত্রাধীনে প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা তৈরি করতে পারল না? সিংহভাগ বেসরকারি সংস্থাগুলি টিকা উৎপাদন করে ৯০-৯৫ শতাংশ, যেখানে অন্যান্য সংস্থা ৭০ শতাংশ। সরকারি উদ্যোগের সংস্থা ও সরাসরি সরকারি সংস্থাগুলির উৎপাদনের পরিমাণ আরও কম।

২০২০-২১ সালে করোনা অতিমারির কারণে দেশে প্রতিষেধকের ঘাটতি অনুভব করা গিয়েছিল। ভুক্তভোগী হয়েছিল দেশের সাধারণ মানুষ। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়েও কেন্দ্র কোনও পদক্ষেপ করতে পারল না? না কি বিজেপি সরকারের মূল উদ্দেশ্য বেসরকারিকরণ, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন? কোন জাদুবলে অধিকাংশ বেসরকারি সংস্থাই টিকা তৈরি করে? কেন এরাই ইলেকটোরাল বন্ড কেনে অধিক মূল্যে, কোন স্বার্থরক্ষায়? ১৪০ কোটি দেশের জনতার জীবনের দায় এদের হাতেই কেন? কোন অদৃশ্য ক্ষমতাবলে? না কি দেশের কর্পোরেট সংস্থাগুলিকে সামনে এনে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পিছনের সারিতে ঠেলে দেওয়া এবং গোটা দেশকে কর্পোরেট অভিমুখী করার প্রবল চেষ্টা?

এই বিষয়ে আজকাল ডট ইনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, "কেন্দ্র সাধারণ মানুষকে উপেক্ষা করে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে নানা রকম 'কর' চাপিয়ে দিয়ে। সাধারণ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। এবার প্রতিষেধক বা টিকাতেও যদি দাম বাড়ে, যার ব্যবহার অধিকাংশই 'প্রসূতি মা' ও শিশুদের জন্য। তাহলে বোঝাই যাচ্ছে, বিজেপি সরকার ব্যবসা করতে চাইছে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে। কেন্দ্রের বিদেশ ভ্রমণের টাকা তো জোগাড় করতে হবে, তাই এই ব্যবসা করছে।" মন্ত্রী ইলেক্টোরাল বন্ডের কথা উল্লেখ করে বলেন, "যেখানে সুপ্রিম কোর্ট এই বন্ডকে বেআইনি ঘোষণা করেছে, তারপরেও বেআইনি ভাবে এক শ্রেণী মানুষকে প্রোমোট করতে চায়। আর বাকি সবাইকে চায় মেরে ফেলতে।"


VaccineMedicineNarendra Modi

নানান খবর

নানান খবর

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

সোশ্যাল মিডিয়া