বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | পর্যটন শিল্পে জোর, বিধানসভায় সরকারের একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী

Pallabi Ghosh | ০২ এপ্রিল ২০২৫ ১৪ : ২৪Pallabi Ghosh


নিতাই দে, আগরতলা: 'রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে বিভিন্ন উপায়ে প্রচার ও প্রসারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্প আগামী দিনে বিকল্প অর্থনীতির বুনিয়াদ হবে। এই শিল্পের মাধ্যমে স্থানীয় জনসাধারণের অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ ঘটবে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অর্থানুকুল্যে রাজ্যের পর্যটন শিল্পকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী দু'বছরের মধ্যে রাজ্যের পর্যটন শিল্পকে একটি উল্লেখযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া হবে।', এমনটাই জানালেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী।


মঙ্গলবার বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাস আনিত একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। প্রস্তাবটি উত্থাপন করে বিধায়ক রঞ্জিত দাস পর্যটন শিল্পকে বেকারদের কর্মসংস্থানের জন্য আরও বেশি করে ব্যবহার করার উপর এবং পর্যটনস্থলগুলির সৌন্দর্য রক্ষায় আরও বেশি যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করেন। 

প্রস্তাবের উপর আলোচনায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিগত সরকারের নেতিবাচক ভূমিকায় রাজ্যে পর্যটন শিল্পে আশানুরূপ বিকাশ ঘটেনি। সেই সময় পর্যটন ক্ষেত্রের উন্নতির জন্য কেন্দ্রীয় প্রকল্পের প্রায় ২২ কোটি ৯১ লক্ষ টাকা ফেরত গিয়েছিল। বর্তমানে রাজ্যের পর্যটন বাজেট প্রায় ১৫০ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে পর্যটন শিল্পকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। 

বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী বলেন, প্রসাদ স্কিমে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে উন্নয়নের কাজ আগামী কিছু দিনের মধ্যেই সম্পন্ন হবে। ত্রিপুরার বিলোনিয়ায়  চৌত্তাখলাস্থিত ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের উন্নয়নে ৪.৫০ কোটি টাকা ব্যয় করে ১১টি বিভিন্ন পরিষেবার পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। বর্তমানে উজ্জয়ন্ত প্রাসাদে লাইট অ্যান্ড সাউন্ড শো চালু রয়েছে। তাছাড়া আগরতলা জগন্নাথ দিঘিতে ভারতবর্ষের দীর্ঘতম লেজার শো চালু করা হয়েছে। ওয়াটার ট্যুরিজমকে আরও প্রাধান্য দেওয়ার জন্য ৫০টি শব্দবিহীন বোট ক্রয় করা হবে। ইতিমধ্যেই পর্যটকদের সুবিধার্থে ৬৮ লক্ষ টাকা ব্যয়ে দু'টি অত্যধুনিক আরমানিয়া বাস ক্রয় করা হয়েছে। 

তিনি জানিয়েছেন, অচিরেই রাজ্যে হোমস্টেকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে রাজ্য সরকার একটি পলিসি আনবে। যদিও বর্তমানে রাজ্যে ৪০-৫০টি হোমস্টে রয়েছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, ২০১৩-২০১৮ এই সময়কালে রাজ্যে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২০ লক্ষের উপর। এই সময় আয় হয়েছিল ১৯ কোটি ৪২ লক্ষ টাকা। ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষের উপর। এই সময়ে আয় হয়েছে ৩১ কোটি ৭২ লক্ষ টাকা।আলোচনার পর বিধানসভায় বেসরকারি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


TripuraTripura Tourism

নানান খবর

নানান খবর

মধ্যরাতে ওয়াকফের সঙ্গেই লোকসভায় আলোচনা মণিপুর নিয়ে, পাশ হল প্রস্তাবও

হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির জমি নিয়ে সংঘর্ষ, ছাত্রদের গ্রেপ্তার, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

প্রশাসনের চোখে ধুলো দিয়ে আন্দামানের নর্থ সেন্টিনাল দ্বীপে হাজির মার্কিন যুবক, তারপর যা হল.‌.‌.‌

মধ্যবিত্তদের জন্য বিরাট খুশির খবর, সোনার দাম কমতে পারে ৩৮ শতাংশ পর্যন্ত

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও

জানেন কোন রাজ্যের ধোসা সবচেয়ে সুস্বাদু? এ নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক

ভারতীয় যুবকের সঙ্গে নাচে মত্ত বিদেশিনী, কারণ জানলে অবাক হবেন

প্রাণের ভয়ে প্রেমিকের হাতে স্ত্রী-কে তুলে দিলেন স্বামী, তবে ভাগ্য ফিরল দু’দিনের মধ্যেই

এত কেচ্ছা! স্বামীর হোয়াটসঅ্যাপ ঘাঁটতেই চোখ কপালে, শেষমেশ শ্রীঘরে পাঠালেন স্ত্রী

টানা তিন মাস, তাপপ্রবাহে ছারখার হবে ১৬ রাজ্য, শোচনীয় দশা হতে পারে বাংলারও!

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া