বুধবার ০২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
SG | ৩১ মার্চ ২০২৫ ১৪ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় সোমবার, ৩১ মার্চ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-র দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির অন্যতম শীর্ষ নেত্রী রেণুকা ওরফে বানু, চৈতে ও সরস্বতী নিহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনী মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার করে এবং পরে শনাক্ত করে। তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার কাডভেন্দির বাসিন্দা রেণুকা দণ্ডকারণ্য স্পেশাল জোনের প্রেস টিমের দায়িত্বে ছিলেন। তাঁর মাথার দাম ৫ লাখ টাকা ধার্য ছিল।
এনকাউন্টারের স্থান থেকে নিরাপত্তা বাহিনী একটি ইনসাস (INSAS) রাইফেল, গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে।
দান্তেওয়াড়ার গিদাম থানার এলাকা এবং বিজাপুর জেলার ভৈরামগড় থানার অন্তর্গত গ্রামগুলিতে জেলা রিজার্ভ গার্ড (DRG)-এর একটি বিশেষ দল সোমবার এই অভিযান শুরু করে। অভিযানের এলাকা সীমান্তবর্তী নেলগোড়া, আকেলি ও বেলনার গ্রামের মধ্যে বিস্তৃত ছিল।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় শুরু হয় এবং রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। অভিযানের সময় সকালে একজন মহিলা মাওবাদীর মৃতদেহ, অস্ত্রশস্ত্র, গুলি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাঁকে রেণুকা বলে শনাক্ত করা হয়। এলাকা জুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে।
এর আগে শনিবার, পৃথক দুটি এনকাউন্টারে অন্তত ১৮ জন সন্দেহভাজন মাওবাদী নিহত হয় এবং চারজন নিরাপত্তা কর্মী আহত হন।
ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর জেলায় এই এনকাউন্টার হয়। পুলিশ জানিয়েছে, সুকমার DRG-র তিনজন এবং CRPF-এর একজন জওয়ান আহত হয়েছেন, তবে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
বিজাপুরের নারসাপুর জঙ্গলে শনিবার সন্ধ্যায় এক মাওবাদী নিহত হয়। তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে, সুকমার কেরলাপাল থানার অধীনে গোগুন্ডা, নেন্দুম ও উপমপল্লি এলাকায় মাওবাদী উপস্থিতির খবর পেয়ে DRG ও CRPF-এর যৌথ বাহিনী শুক্রবার অভিযানে নামে, যা শনিবার সকালে সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাস্তার রেঞ্জে বিভিন্ন এনকাউন্টারে মোট ১১৯ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে।
নানান খবর

নানান খবর

জানেন কোন রাজ্যের ধোসা সবচেয়ে সুস্বাদু? এ নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক

ভারতীয় যুবকের সঙ্গে নাচে মত্ত বিদেশিনী, কারণ জানলে অবাক হবেন

প্রাণের ভয়ে প্রেমিকের হাতে স্ত্রী-কে তুলে দিলেন স্বামী, তবে ভাগ্য ফিরল দু’দিনের মধ্যেই

এত কেচ্ছা! স্বামীর হোয়াটসঅ্যাপ ঘাঁটতেই চোখ কপালে, শেষমেশ শ্রীঘরে পাঠালেন স্ত্রী

টানা তিন মাস, তাপপ্রবাহে ছারখার হবে ১৬ রাজ্য, শোচনীয় দশা হতে পারে বাংলারও!

জেলে আচমকা উপহার পেলেন রামায়ন! কাকে দেখে মুহূর্তে হাবভাব বদলে গেল সাহিল-মুসকানের?

বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে গিয়েছিল সদ্যজাতকে? সিসিটিভি ফুটেজ দেখে নাবালিকাকে ধরতেই যা বলল কারণ, চমকে যাবেন

আজব কাণ্ড, ঋণ শোধ করতে নিজের বাড়ি থেকেই সোনা-নগদ চুরি করলেন গৃহকর্তা! দিল্লিতে শোরগোল

মহাকুম্ভের মোনালিসাকে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই পরিচালক

দুনকি রুটে অবৈধ অভিবাসন: মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলো এনআইএ

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে এ কী করলেন স্বামী! রেগে লাল নেটিজেনরা

গিবলি ঝড়ে মাতলেন রাজনীতিকরাও, নেটদুনিয়ায় নজর কেড়েছে ছবিগুলি

পর্যটনের মরশুমে বড় দুর্ঘটনা! ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত হিমাচলের কুলু, মৃত ৬, আহত বহু

মৃত ১, আহত ৮, কামাখ্যা এক্সপ্রেসের দুর্ঘটনায় শুরু তদন্ত

মাইনে বাকি, পরীক্ষায় বসতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ, অপমানে আত্মঘাতী নবম শ্রেণির পড়ুয়া