মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ মার্চ ২০২৫ ১২ : ৫৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: প্রায় বছর দেড়েক পর বড়পর্দায় ফিরলেন সলমন খান। এ আর মুরুগাদোসের পরিচালনায় ঈদ উপলক্ষে রবিবার মুক্তি পেল 'সিকান্দর'। সম্প্রতি, ছবির এক প্রচার সাক্ষাৎকারে একসঙ্গে ধরা দিয়েছিলেন সলমন খান এবং রশ্মিকা মন্দনা। ছবিতে 'টাইগার'-এর বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দনা। এইমুহূর্তে দেশের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম প্রায় সবার উঁচুতে। রশ্মিকা-ই একমাত্র ভারতীয় অভিনেত্রী যাঁর ঝুলিতে রয়েছে তিন তিনটি ৫০০ কোটি ক্লাবে ঢুকে পড়া ছবি -'অ্যানিম্যাল', 'পুষ্পা ২' এবং ছাবা'। তবে এই দক্ষিণী অভিনেত্রীর হিন্দি উচ্চারণে টান থাকার দরুণ সমালোচক ও জনতামহলে খানিক ‘কাটাছেঁড়া’ করা হয় তাঁকে। সেই সাক্ষাৎকারেই তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে চলা বিতর্ক নিয়ে মুখ খুললেন রশ্মিকা।
অভিনেত্রী জানান, একজন মানুষের ভাষা, উচ্চারণের উন্নতি অনেকটাই নির্ভর করে তার আশেপাশে থাকা লোকজনের বলা ভাষা, প্রয়োগ করা শব্দবন্ধন, উচ্চারণের উপরেও। রশ্মিকা জানান, তাঁর জন্ম ও বড় হয়ে ওঠা কর্ণাটকে। ফলে স্বাভাবিকভাবেই কন্নড় ভাষাতেই তাঁর দড়। পাশাপাশি ছোট থেকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার দরুণ ইংরেজিটাও তাঁর ভাল-ই আসে। এইমুহূর্তে হায়দরাবাদে তিনি বাস করছেন, তেলেগু ছবির ইন্ডাস্ট্রিতে পরপর কাজ করার দরুণ। সেখানে তাঁর শুটিংয়ের ইউনিট, দেহরক্ষীরা, প্রতিবেশী প্রায় সবাই তেলেগুতেই কথা বলে। সুতরাং, তাঁদের সঙ্গে কথা বলার জন্য তেলেগু শিখতে হয়েছে তাঁকে এবং প্রায় সর্বক্ষণ-ই সেই ভাষায় কথা চালাতে হয় বলে, তা রপ্ত হয়ে গিয়েছে 'সিকান্দর'-এর নায়িকার। এইমুহূর্তে বলিউডেও বেশ পরপর কাজ করে চলেছেন তিনি। তবে থাকতে নয়, স্রেফ কাজের জন্যই আরব সাগরের তীরে এই শহরে যাতায়াত করতে হয় তাঁকে।
এরপরই রশ্মিকা বলেন, “আমাকে যদি হিন্দিতে কথা বলতে বলা হয়, বিশ্বাস করুন বলতে পারব। কাজ চলার মতো তো পারবই, বরং বলব বেশ ভালই পারব ,তবে সমস্যা হল, যখনই হিন্দিতে কথা বলতে হবে বলে ভাবি তখন অতি বেশি সচেতন হয়ে পড়ি। অর্থাৎ আমার হিন্দি বলাতে কোনও ভুল না থাকলেও সচেতন হই কেন? ওই যে, যদি উচ্চারণ অথবা বলাতে কোনও ভুল করে ফেলি, সেই ভয় থেকেই। তাই নিজের সঙ্গেই মনে মনে লড়াই চলে। তাই, মুম্বইতে যদি টানা থাকি তাহলে আমি নিশ্চিত দুরন্ত হিন্দি বলতে পারব আমি। একদম পারব। আর এই বিষয়ে আমি নিশ্চিত যে...” রশ্মিকার কথা শেষ হওয়ার আগেই পাশে বসা সলমন হঠাৎ করে মুখ খোলেন – “না, তবু তুমি পারবে না ঠিক করে হিন্দিতে কথা বলতে!” অবাক হয়ে রশ্মিকা তাকাতেই ‘সিকান্দর’ বলে ওঠেন, “দাড়াও, দাঁড়াও, এর কারণটাও বলছি। যদি তুমি বোম্বেতে থাকো, তোমার আশেপাশে যাঁরা থাকবেন সবাই তো গড়গড় করে শুধু ইংরেজিতেই কথা বলবে। তুমি শিখবেটা কী করে?” হাসিমুখে সলমনের সে কথার উপর সিলমোহর দিয়ে রশ্মিকা বলে ওঠেন, “সেটাও ঠিক।”
নানান খবর

নানান খবর

'ইন্ডাস্ট্রিতে সবাই খুনি..!' বিস্ফোরক অভিযোগ তুলে বলিউড ছাড়ছেন কোন অভিনেত্রী?

মেট্রোতে উঠে কী করলেন অঞ্জনা বসু, রোশনি, পথিকৃৎ?
বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?
ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?