শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বিদ্যুতের সাবস্টেশনে জঞ্জাল পোড়াতে লাগানো হল আগুন, মুহূর্তে পুড়ে ছাই বিঘার পর বিঘা জমির গম

Pallabi Ghosh | ২৯ মার্চ ২০২৫ ১৮ : ৪৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় গমের জমিতে আগুন লাগার ঘটনা যেন থামতেই চাইছে না। গত এক সপ্তাহে মুর্শিদাবাদের হরিহরপাড়া, রানিনগর, ডোমকল সহ বিভিন্ন এলাকায় গমের জমিতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে কয়েকশো বিঘা জমির গম। 

 

জেলা প্রশাসনের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে গমের জমির আশেপাশে কেউ যাতে খড় বা অন্য কোনও জিনিসে আগুন না লাগায়। জেলা পুলিশ প্রশাসনের সচেতনতা সত্বেও ফের একবার গমের জমির কাছে আবর্জনায় আগুন দিতে গিয়ে সেই আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৩০ বিঘা জমিতে উৎপন্ন গম। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সাদিকপুর এলাকার কাছে। এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত চাষিরা।

 

আগুন লাগার এই ঘটনায় অভিযোগের তির উঠেছে স্থানীয় একটি বিদ্যুতের সাবস্টেশনের কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যুতের সাবস্টেশনের কিছু কর্মী শনিবার দুপুর নাগাদ একটি গমের জমির কাছে অফিসের মধ্যে জমে থাকা আবর্জনা বের করে এবং আশেপাশের জঙ্গল পরিষ্কার করে তাতে আগুন লাগায়। সেখান থেকেই গমের জমিতে আগুন ছড়িয়ে পড়ে।

 

রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। আমরা সবসময় চাষিদের পাশে রয়েছি। তারা যাতে শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পান তা দেখা হবে। বিদ্যুৎদপ্তরের গাফিলতির কারণে আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা না হয় তার জন্য আমরা কর্মীদের সজাগ হতে বলব।' 

 

আনসার শেখ নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, 'সাবস্টেশনের কর্মীরা নিজেদের অফিসের আবর্জনায় আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই হওয়ার দাপটে সেই আগুন পাশের গমের ক্ষেতে ছড়িয়ে পড়ে। দ্রুত সেই আগুন সকলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'

 

এলাকার চাষীরা জানান, তাঁরা কিছু করার আগেই কমপক্ষে ২৫-৩০ বিঘা জমির গম আগুনে পুড়ে সম্পূর্ণ ঝলসে গিয়েছে। চাষিদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। আগুন লাগার ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

আগুনে ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, চড়া সুদে টাকা ধার করে তাঁরা গম চাষ করেছিলেন। কিছুদিনের মধ্যেই জমি থেকে গম কেটে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব গম মাঠেই পুড়ে ছাই হয়ে গেল। সর্বস্ব হারিয়ে এখন মাথায় হাত পড়েছে চাষিদের। তাঁদের দাবি, আগুনে ক্ষতি হওয়ার ঘটনায় সরকারের তরফ থেকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।


MurshidabadFire

নানান খবর

নানান খবর

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

সোশ্যাল মিডিয়া