সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৮ মার্চ ২০২৫ ১৫ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মত প্রকাশ ও বাক স্বাধীনতা ঘিরে নানা বিতর্ক। এই আবহেই বাক স্বাধীনতার অধিকার নিয়ে যুগান্তকারী মন্তব্য করল সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর বেঞ্চ। শীর্ষ আদলাত স্পষ্ট জানালো যে, মত প্রকাশের স্বাধীনতা একটি সুস্থ সভ্য সমাজের অবিচ্ছেদ্য অংশ। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্য়াঙ্গত্মক কবিতা আপলোড করা অভিযোগে এফআইআর দায়ের করেছিল গুজরাট পুলিশ। শুক্রবার সেই এফআইআর খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের মতে, কোনও লেখা বা মন্তব্য 'বিদ্বেষমূলক' বলে বিচার করার মানদণ্ড হতে পারে না। কিছু মানুষের চিন্তাধারাতে সমস্যা আছে, যারা সবকিছুকেই হুমকি বা সমালোচনা বলে মনে করে।
বিচারপতি এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয়, 'চিন্তাভাবনা এবং মতামতের স্বাধীন প্রকাশ একটি সুস্থ সভ্য সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। এটা ছাড়া, সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব। কবিতা, নাটক, শিল্প, ব্যঙ্গ -সহ সাহিত্য জীবনকে সমৃদ্ধ করে,'
এর আগে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ীর বিরুদ্ধে দায়ের এফআইআর বাতিল করতে অস্বাকীর করে গুজরাট হাইকোর্ট । সেই নির্দেশের এ দিন সমালোচনা করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি পুলিশকে সাংবিধানিক অধিকার রক্ষার জন্য তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছে এবং জানানো হয়েছে যে, বাকস্বাধীনতা 'সবচেয়ে লালিত অধিকার।'
সম্প্রতি এক কমেডি অনুষ্ঠানে শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে নাম না করে 'বিশ্বাসঘাতক' বলে উল্লেখ করেছিলেন কমেডিয়ান কুণাল কামরা। যা নিয়ে শোরগোল পড়ে য়ায়। ওই কমেডিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। পাল্টা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন কুণাল কামরা। এই প্রেক্ষাপটে মত প্রকাশ ও বাক স্বাধীনতা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
ডিভিশন বেঞ্চ বলেছে যে, "মৌলিক অধিকার অক্ষুন্ন রাখা এবং প্রয়োগ করা আদালতের কর্তব্য। কখনও কখনও আমরা বিচারকরা, কথিত বা লিখিত শব্দ পছন্দ নাও করতে পারি, কিন্তু সংবিধান এবং সংশ্লিষ্ট আদর্শগুলিকে অক্ষুন্ন রাখারও আমাদের বাধ্যবাধকতা রয়েছে।"
মামলা ঠিক কী?
কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ী একটি কবিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই কবিতার পটভূমিতে বাজছিল 'এ খুন কে প্যাসে বাত সুনো' গানটি। এই কবিতা বিজেপি নশাসিত সরকারের বিরুদ্ধে কটাক্ষ অভিয়োগে এরপরই গুজরাটে প্রতাপগড়ীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। যা বাতিলের জন্য গুজরাট হাইকোর্টে আর্জি জানান সাংসদ। কিন্তু, ১৭ জানুয়ারি, গুজরাট হাইকোর্ট এফআইআর বাতিল করতে অস্বীকৃতি জানায়। জানুয়ারিতে মামলার শুনানি চলে সুপ্রিম কোর্টে। তবে রায় সংরক্ষণ করে শীর্ষ আদালত। শুনানির সময়, শীর্ষ আদালত বলেছিল যে, কবিতাটি ধর্মবিরোধী বা দেশবিরোধী নয়। পুলিশকে সংবেদনশীলতা দেখাতে হবে এবং বাক ও মত প্রকাশের স্বাধীনতার অর্থ বুঝতে হবে।
নানান খবর
নানান খবর

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

দিল্লিতে মোড় ঘোরানো সিদ্ধান্ত আপের, বিজেপিকে বড় সুবিধা করে দিল কেজরিওয়ালের দল

'বাড়িতে না থাকলেই...', ৫ প্রেমিকের সঙ্গে স্ত্রীর কুকীর্তি ফাঁস, প্রাণনাশের ভয়ে ঘুম উড়ল যুবকের

পার্কিং নিয়ে ঝামেলা, বিহারে বিয়েবাড়িতে দু'পক্ষের মধ্যে চলল গুলি, নিহত দুই-আহত পাঁচ

নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আবেদন, কী জানাল সুপ্রিম কোর্ট?

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?