সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sumit | ২৮ মার্চ ২০২৫ ১৫ : ০৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের লালগোলা থানার এলাকায় একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রকে স্কুলের মধ্যে বিবস্ত্র করে মারধর করার অভিযোগে গ্রেপ্তার হলেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। এসডিপিও (ভগবানগোলা) উত্তম গড়াই বলেন,'আহত ওই ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পেশ করা হচ্ছে।'
ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ভগবানগোলা থানার কালিনগর এলাকার বাসিন্দা জনৈক ফিরোজ শেখ তার ছেলেকে লালগোলা-যশইতলা এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলে ভর্তি করিয়েছিলেন। ২৪ মার্চ ওই বেসরকারি স্কুলের হোস্টেল থেকে এক শিক্ষকের টাকা চুরি যায়। অভিযোগ উঠেছে ওই শিক্ষকের টাকা ফিরোজের ছেলে চুরি করেছে এই সন্দেহে তাকে স্কুলের মধ্যে বিবস্ত্র করে ব্যাপক মারধর করেন প্রধান শিক্ষক হাকিম শেখ ওরফে রুবেল।
ফিরোজের অভিযোগ, 'এখানে পড়াশোনা ভাল হয় এই খবর পেয়ে আমার ছেলেকে গত বছর ডিসেম্বর মাসে ওই স্কুলের তৃতীয় শ্রেণিতে ভর্তি করেছিলাম। আমার ছেলে ওই স্কুলে আবাসিক হিসেবে থেকে পড়াশোনা করত। ২৪ তারিখ দুপুর নাগাদ স্কুলের প্রধান শিক্ষক হাকিম শেখ আমাকে ফোন করে ডেকে পাঠান। স্কুলে গিয়ে আমি জানতে পারি এক শিক্ষকের টাকা আমার ছেলে চুরি করেছে এই সন্দেহে ওই প্রধান শিক্ষক আমার ছেলেকে বিবস্ত্র করে ব্যাপক মারধর করেছেন।'
ফিরোজ আরও দাবি করেন,' স্কুলে সিসিটিভি ক্যামেরা থাকলেও তার ছেলে যে টাকা চুরি করেছে তার কোনও প্রমাণ ওই শিক্ষক দিতে পারেননি বা আমার ছেলের ঘর থেকে বা তার কাছ থেকে কোনও টাকাও উদ্ধার হয়নি। সম্পূর্ণ সন্দেহের বশে ওই প্রধান শিক্ষক সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা একটি ঘরের কাছে নিয়ে গিয়ে আমার ছেলেকে বিবস্ত্র করেন এবং তাকে প্রচন্ড মারধর করেন।'
ওই ব্যক্তি আরও অভিযোগ করেন,' স্কুলে পৌঁছানোর আগে তার ছেলেকে ওই প্রধান শিক্ষক হুমকি দিয়ে রেখেছিলেন কিছু জানালে তাকে আরও মারধর করা হবে। স্কুলে কিছুক্ষণ থাকার পর তিনি গোটা ঘটনাটি জানতে পারেন।মারধরের ঘটনায় ছেলে গুরুতর অসুস্থ হয়ে গেলে সেইদিনই তিনি হোস্টেল থেকে বাড়িতে নিয়ে আসেন। এরপর ছেলেটি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কৃষ্ণপুর হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেই সময় প্রধান শিক্ষক এসে আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে গোটা বিষয়টি মীমাংসা করে নিতে বলেছিলেন।'
ফিরোজের দাবি, ' প্রধান শিক্ষকের কথায় আমি রাজি হইনি। বৃহস্পতিবার আমার ছেলে একটু সুস্থ অনুভব করতেই রাতে লালগোলা থানায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলাম।' তিনি আরও বলেন,' ছেলে খুব ভয় পেয়ে গিয়েছে। সে আর ওই স্কুলে যেতে রাজি নয়।' গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা শিশু সুরক্ষা কমিটি হস্তক্ষেপ করেছে ।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা